গাইঘাটা, 25 এপ্রিল: রাস্তার পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ ৷ বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর 24 পরগনার গাইঘাটা থানার জামদানি এলাকায়। পুলিশ জানিয়েছে নিহত যুবকের নাম মফিজুর রহমান (46)। ঘটনায় জড়িত সন্দেহে মফিজুরের ভাই মসিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গাইঘাটার জামদানি এলাকর মধুসূদনকাঠি যাওয়ার রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহে, মুখে ও হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রথমে মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি। পরে তদন্ত করে জানা যায়, মৃতের নাম মফিজুর রহমান। বাড়ি স্বরূপনগর থানার দক্ষিণ চাতরা গ্রামে।
ঘটনায় জড়িত সন্দেহে তাঁর ভাই মসিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে রক্ত মাখা একাধিক রুমাল, স্যানিটাইজার, গামছা ও একটি বাইক। গায়ে রক্ত লেগে থাকা অবস্থাতেই বাইকের নম্বর প্লেট ঢেকে পালাচ্ছিল মসিয়ার। প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে তাকে ধরে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মফিজুরকে ধারালো অস্ত্র দিয়ে খুপিয়ে খুন করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল।
যদিও ধৃতের দাবি, তার দাদা এক জনের কাছে টাকা পেত, সেই টাকা দেওয়ার নাম করে ডেকে দাদাকে খুন করেছে। তাকেও খুন করার চেষ্টা করা হয়েছিল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গ্রেফতার হওয়ার পর থেকে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল মসিয়ার। তবে কী কারণে খুন, তা এখনও পরিষ্কার নয়। এই খুনের পিছনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান ৷
আরও পড়ুন: