ETV Bharat / state

বিকল সমস্ত ফ্রিজার, মালদা মেডিক্যালের মর্গে পচছে বহু বেওয়ারিশ লাশ - MALDA MEDICAL COLLEGE

পাঁচটি ফ্রিজারই খারাপ ৷ তাই মালদা মেডিক্যালের মর্গে পচে যাচ্ছে একাধিক বেওয়ারিশ লাশ ৷ পচা লাশের গন্ধ ছড়াচ্ছে মর্গ চত্বরে ৷

ETV BHARAT
মালদা মেডিক্যালের মর্গে পচছে বেওয়ারিশ লাশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 5:26 PM IST

মালদা, 1 নভেম্বর: মোট আটটির মধ্যে ছ’টিই খারাপ ৷ সেটাও আবার এক বছরের বেশি সময় ধরে ৷ ফ্রিজার বিকল হওয়ায় মালদা মেডিক্যালের মর্গে পচছে একাধিক বেওয়ারিশ লাশ ৷ পচা লাশের গন্ধ ছড়াচ্ছে মর্গ চত্বরে ৷ কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে মেরামতের টাকা পাওয়া যায়নি ৷ তবে মাস দেড়েক আগে সেই টাকা বরাদ্দ করা হয়েছে ৷ টাকা মিলতেই পূর্ত দফতরের বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে ৷ কিন্তু তারা এখনও টেন্ডার প্রক্রিয়া শেষ করতে পারেনি ৷ জেলাশাসক জানিয়েছেন, তিনি পূর্ত দফতরকে অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করার নির্দেশ দিচ্ছেন ৷

মালদা মেডিক্যালে মোট আটটি ফ্রিজার রয়েছে ৷ তার পাঁচটি রয়েছে মর্গে ৷ সেখানে প্রতিটি ফ্রিজারই খারাপ ৷ ওয়ার্ড মাস্টারের দফতরে থাকা ফ্রিজারটিও বিকল ৷ শুধুমাত্র অ্যানাটমি বিভাগের দুটি ফ্রিজার এখনও ঠিক রয়েছে ৷ ফ্রিজারগুলিতে মোট 48টি মৃতদেহ মজুত রাখা যায় ৷ মেডিক্যালের একটি সূত্র জানাচ্ছে, এই মুহূর্তে মর্গে 13টি বেওয়ারিশ লাশ রয়েছে ৷ প্রতি মাসে এক থেকে দু’বার অজ্ঞাতপরিচয় লাশের সৎকার করা হলেও গত মাসে সেই কাজ হয়নি ৷ সেই লাশগুলি ইতিমধ্যেই পচে গিয়েছে ৷ দুর্গন্ধ ছড়াচ্ছে ৷

মালদা মেডিক্যালের মর্গে পচছে বহু বেওয়ারিশ লাশ (নিজস্ব ভিডিয়ো)

মেডিক্যাল কর্তৃপক্ষ এক বছর আগেই বিকল ফ্রিজারগুলি মেরামতের জন্য স্বাস্থ্য ভবনকে জানিয়েছিল ৷ কিন্তু মেরামতির জন্য কোনও অর্থ বরাদ্দ না হওয়ায় সেই কাজ করা যায়নি ৷ অবশেষে মাস দেড়েক আগে এই খাতে চার লাখ সত্তর হাজার টাকা বরাদ্দ হয় ৷ সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ ফ্রিজারগুলি সারাইয়ের জন্য পূর্ত দফতরের ইলেকট্রিক্যাল বিভাগকে জানায় ৷ কিন্তু তারা নাকি এখনও এই কাজের টেন্ডার প্রক্রিয়াই শেষ করতে পারেনি ৷ ফলে কবে এই সমস্যা কাটবে, এখনই বলা যাচ্ছে না ৷

মালদা মেডিক্যালের এমএসভিপি প্রসেনজিৎ বল বলছেন, "ফ্রিজার খারাপ থাকার কথা সবাই জানেন ৷ জেলা প্রশাসনকেও জানানো হয়েছে ৷ টাকা না পাওয়ায় এক বছরের বেশি সময় মেরামতির কাজ করানো যায়নি ৷ অবশেষে মাস দেড়েক আগে আমরা টাকা পেয়েছি ৷ পূর্ত দফতরের ইলেকট্রিক্যাল বিভাগকে জানানো হয়েছে ৷ কিন্তু তারা সম্ভবত এখনও টেন্ডার প্রক্রিয়া শেষ করে উঠতে পারেনি ৷ তবে শুনেছি, দু’দিন আগে ওরা বিকল থাকা ফ্রিজারগুলি দেখে গিয়েছে ৷ তবে ওরা কবে কাজ শুরু করতে পারবে, আমাদের জানা নেই ৷ কাজটি দ্রুত শেষ হলে সমস্যার সমাধান হবে ৷ কাজটা তাড়াতাড়ি শেষ হওয়ার দরকার আছে ৷"

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, "গত বছরও মেডিক্যালের ফ্রিজার সারাই করা হয়েছিল ৷ ফের কয়েকটি ফ্রিজার খারাপ হয়েছে বলে জানতে পেরেছি ৷ পিডব্লিউডির ইলেকট্রিক্যাল বিভাগকে বিকল ফ্রিজারগুলি দ্রুত মেরামত করার জন্য পদক্ষেপ করতে বলা হয়েছে ৷"

মালদা, 1 নভেম্বর: মোট আটটির মধ্যে ছ’টিই খারাপ ৷ সেটাও আবার এক বছরের বেশি সময় ধরে ৷ ফ্রিজার বিকল হওয়ায় মালদা মেডিক্যালের মর্গে পচছে একাধিক বেওয়ারিশ লাশ ৷ পচা লাশের গন্ধ ছড়াচ্ছে মর্গ চত্বরে ৷ কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে মেরামতের টাকা পাওয়া যায়নি ৷ তবে মাস দেড়েক আগে সেই টাকা বরাদ্দ করা হয়েছে ৷ টাকা মিলতেই পূর্ত দফতরের বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে ৷ কিন্তু তারা এখনও টেন্ডার প্রক্রিয়া শেষ করতে পারেনি ৷ জেলাশাসক জানিয়েছেন, তিনি পূর্ত দফতরকে অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করার নির্দেশ দিচ্ছেন ৷

মালদা মেডিক্যালে মোট আটটি ফ্রিজার রয়েছে ৷ তার পাঁচটি রয়েছে মর্গে ৷ সেখানে প্রতিটি ফ্রিজারই খারাপ ৷ ওয়ার্ড মাস্টারের দফতরে থাকা ফ্রিজারটিও বিকল ৷ শুধুমাত্র অ্যানাটমি বিভাগের দুটি ফ্রিজার এখনও ঠিক রয়েছে ৷ ফ্রিজারগুলিতে মোট 48টি মৃতদেহ মজুত রাখা যায় ৷ মেডিক্যালের একটি সূত্র জানাচ্ছে, এই মুহূর্তে মর্গে 13টি বেওয়ারিশ লাশ রয়েছে ৷ প্রতি মাসে এক থেকে দু’বার অজ্ঞাতপরিচয় লাশের সৎকার করা হলেও গত মাসে সেই কাজ হয়নি ৷ সেই লাশগুলি ইতিমধ্যেই পচে গিয়েছে ৷ দুর্গন্ধ ছড়াচ্ছে ৷

মালদা মেডিক্যালের মর্গে পচছে বহু বেওয়ারিশ লাশ (নিজস্ব ভিডিয়ো)

মেডিক্যাল কর্তৃপক্ষ এক বছর আগেই বিকল ফ্রিজারগুলি মেরামতের জন্য স্বাস্থ্য ভবনকে জানিয়েছিল ৷ কিন্তু মেরামতির জন্য কোনও অর্থ বরাদ্দ না হওয়ায় সেই কাজ করা যায়নি ৷ অবশেষে মাস দেড়েক আগে এই খাতে চার লাখ সত্তর হাজার টাকা বরাদ্দ হয় ৷ সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ ফ্রিজারগুলি সারাইয়ের জন্য পূর্ত দফতরের ইলেকট্রিক্যাল বিভাগকে জানায় ৷ কিন্তু তারা নাকি এখনও এই কাজের টেন্ডার প্রক্রিয়াই শেষ করতে পারেনি ৷ ফলে কবে এই সমস্যা কাটবে, এখনই বলা যাচ্ছে না ৷

মালদা মেডিক্যালের এমএসভিপি প্রসেনজিৎ বল বলছেন, "ফ্রিজার খারাপ থাকার কথা সবাই জানেন ৷ জেলা প্রশাসনকেও জানানো হয়েছে ৷ টাকা না পাওয়ায় এক বছরের বেশি সময় মেরামতির কাজ করানো যায়নি ৷ অবশেষে মাস দেড়েক আগে আমরা টাকা পেয়েছি ৷ পূর্ত দফতরের ইলেকট্রিক্যাল বিভাগকে জানানো হয়েছে ৷ কিন্তু তারা সম্ভবত এখনও টেন্ডার প্রক্রিয়া শেষ করে উঠতে পারেনি ৷ তবে শুনেছি, দু’দিন আগে ওরা বিকল থাকা ফ্রিজারগুলি দেখে গিয়েছে ৷ তবে ওরা কবে কাজ শুরু করতে পারবে, আমাদের জানা নেই ৷ কাজটি দ্রুত শেষ হলে সমস্যার সমাধান হবে ৷ কাজটা তাড়াতাড়ি শেষ হওয়ার দরকার আছে ৷"

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, "গত বছরও মেডিক্যালের ফ্রিজার সারাই করা হয়েছিল ৷ ফের কয়েকটি ফ্রিজার খারাপ হয়েছে বলে জানতে পেরেছি ৷ পিডব্লিউডির ইলেকট্রিক্যাল বিভাগকে বিকল ফ্রিজারগুলি দ্রুত মেরামত করার জন্য পদক্ষেপ করতে বলা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.