দার্জিলিং, 26 এপ্রিল: রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শুরু শুক্রের সকাল থেকেই। নির্বাচন রয়েছে দার্জিলিং লোকসভা আসনে। ভোট রয়েছে বঙ্গের রায়গঞ্জ ও বালুরঘাটেও ৷ দার্জিলিং লোকসভা আসনে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন 15 জন প্রার্থী ৷ যার মধ্যে 9 জন প্রার্থী নির্দল রয়েছেন। কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রধান রাজনৈতিক বিরোধী দলের প্রার্থী ভোট দিতে পারবেন না। কারণ তাঁদের দু'জনেরই ভোট রয়েছে রাজধানী দিল্লিতে ৷ ওই আসন থেকে গতবারের বিজেপি সাংসদ তথা এবারেও ওই আসনের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ও কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং দু'জনেরই ভোট রয়েছে দিল্লিতে।
ফলে নির্বাচনের সময় পাহাড়ে থাকলেও তাঁরা ভোট দিতে অক্ষম। আর তাঁদের এই বহিরাগত ইস্যুকেই প্রচারে প্রথম থেকে হাতিয়ার করে এসেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য প্রার্থীরা। লড়াইটা তৈরি করা হয়েছে ভূমিপুত্র বনাম বহিরাগত ইস্যুর উপর।
- তবে কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং জন্মগত দিক দিয়ে কালিম্পং জেলার গরুবাথানের বাসিন্দা। বাবা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মী ছিলেন। ঠাকুরদা ছিলেন ফরেস্ট গার্ড। তবে উচ্চশিক্ষার পর থেকে নিজের অধ্যাপকের জীবনের একটা বড় অংশ তিনি দিল্লিতে কাটিয়েছেন। ফলে তাঁর যাবতীয় নথি দিল্লির।
- অন্যদিকে, রাজু বিস্তা একজন স্বনামধন্য ব্যবসায়ী। তাঁর কাজকর্ম পুরোটাই দিল্লির বুকে। সেখান থেকে গোটা দেশে নিজের ব্যবসা সামলান। তবে সাংসদ হওয়ার পর থেকে পাহাড়ে সময় দিয়েছেন। শিলিগুড়ি সংলগ্ন খাপরাইলে তাঁর শ্বশুরবাড়ি রয়েছে। শিলিগুড়ি আসলে তিনি খাপরাইলেই বেশিরভাগ সময় থাকেন। তবে ভোটের সকালে যেখানে অন্যান্য প্রার্থীরা নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেখানে এই দুই প্রার্থী ভোট পরিস্থিতি পরিদর্শন ছাড়া নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবেন।
আরও পড়ুন: