শিলিগুড়ি, 23 অগস্ট: আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগের দাবিতে বিজেপির থানা ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল শিলিগুড়িতে । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল গোটা এলাকায় ।
শুক্রবার আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্যের প্রত্যেকটি থানা ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেয় রাজ্য বিজেপি । সেই মতো এ দিন সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক শাখা । বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ির 4 ও 5 নম্বর মণ্ডলের কর্মী-সমর্থকরা যৌথভাবে এ দিন এনজেপি থানা ঘেরাও অভিযান করে ।
কিন্তু থানার সামনে পুলিশের ব্যারিকেডের বাধার মুখে পড়তে হয় কর্মী-সমর্থকদের । এতে প্রথমে ব্যারিকেড ভেঙে এগোতে যান আন্দোলনকারীরা । পরে ব্যারিকেড ভেঙে এগোনোর পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক আন্দোলনকারীকে আটক করে পুলিশ । এরপর বিজেপির কর্মী-সমর্থকরা থানার সামনে বসে পড়েন । কিছুক্ষণ আন্দোলন চলার পর আটক আন্দোলনকারীকে নিঃশর্তে মুক্তির দাবি জানানো হয় । তাঁকে পুলিশ মুক্তি দিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
এই বিষয়ে বিজেপির 6 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক কাজল দাস বলেন, "আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ নষ্ট করার চেষ্টা করে । আমাদের কর্মীকে আটক করা হয় । আমাদের দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে ।"
এনজেপি থানার পাশাপাশি এ দিন একই কর্মসূচি নেওয়া হয়েছিল মাটিগাড়া থানাতেও । এ দিন মাটিগাড়া ও পাথরঘাটা মণ্ডলের বিজেপি কর্মী-সমর্থকরা মাটিগাড়া থানা ঘেরাও করে অভিযান কর্মসূচি করেন । কিন্তু সেখানেও পুলিশের বাধার মুখে পড়তে হয় বিজেপি কর্মী-সমর্থকদের । পুলিশি বাধা পাওয়ার পর কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করেন ।
এতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কর্মী-সমর্থকদের । প্রতিবাদে থানার সামনে মূল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা । পথ অবরোধ করে চলে বিক্ষোভ । এই বিষয়ে বিজেপি নেতা কানহাইয়া পাঠক বলেন, "আরজি করের মতো যে নিষ্কৃষ্ট ঘটনা ঘটেছে তার জন্য মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি করছি আমরা ।"
এছাড়া বিক্ষোভ হয় ভক্তিনগর, শিলিগুড়ি ও প্রধাননগর থানাতেও ৷ প্রধাননগর থানায় প্রথমে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান আন্দোলনকারীরা । পরে বাধা পেতেই 31 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । অন্যদিকে, শিলিগুড়ি থানাতেও প্রথমে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলনকারীরা । পরে মূল গেটের সামনে ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হতে মাটিতে বসে বিক্ষোভ চলে ।
এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুন মণ্ডল, পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন-সহ অন্যান্যরা । শঙ্কর ঘোষ বলেন, "এই কলঙ্কিত মুখ্যমন্ত্রী যতদিন পর্যন্ত না পদত্যাগ করবেন, আমাদের আন্দোলন চলবে । দাবি উঠছে এবার উত্তরকন্যা অভিযানের । প্রয়োজনে আমরা সেই কর্মসূচিও নেব ।"
নারী নির্যাতন,খুন-ধর্ষণ,অরাজকতা,বিশৃঙ্খলা এবং আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি এবং থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি । সেই মতো আলিপুরদুয়ারে হলো বিজেপির এই বিক্ষোভ এবং থানা ঘেরাও কর্মসূচি । এ দিন আলিপুরদুয়ার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় আলিপুরদুয়ার জেলা বিজেপি কর্মীরা ।
এ দিন আলিপুরদুয়ার থানার সামনেও বিক্ষোভ দেখানো হয় আলিপুরদুয়ার জেলা বিজেপির পক্ষ থেকে । হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন, ‘পুলিশ তুমি যতই মারো তোমার মেয়ে হচ্ছে বড়’ । উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক মিঠু দাস ৷