ETV Bharat / state

কৌটো বোমা ফেটেই বিস্ফোরণ ! হাসনাবাদকাণ্ডে গ্রেফতার বিজেপি কর্মী - Hasnabad Blast - HASNABAD BLAST

Bomb Blast in Hasnabad: কৌটো বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে ৷ এ বিষয়ে প্রায় নিশ্চিত সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা ৷ হাসনাবাদ বিস্ফোরণকাণ্ডে তারপরই আটক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ । রুজু হল মামলাও ।

Hasnabad blast
হাসনাবাদকাণ্ডে গ্রেফতার বিজেপি কর্মী
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 4:44 PM IST

হাসনাবাদ, 28 এপ্রিল: হাসনাবাদ বিস্ফোরণকাণ্ডে অবশেষে বিজেপি কর্মী দিলীপ দাসকে গ্রেফতার করল পুলিশ । রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে । ধৃত দিলীপ সম্পর্কে বিজেপি নেতা নিমাই দাসের ভাই । বিস্ফোরণের নেপথ্যে মজুত কৌটা বোমা রয়েছে বলেই প্রাথমিক তদন্তের পর সন্দেহ পুলিশের । সেই কারণে প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ওই বিজেপি কর্মীকে । পরে এ বিষয়ে নিশ্চিত হলে তাঁকে গ্রেফতার করে তদন্তকারীরা । ধৃত দিলীপের বিরুদ্ধে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে । এ দিনই ধৃতকে নিজেদের হেফাজতে নিতে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

শনিবার সকালে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে হাসনাবাদের দক্ষিণ শিমুলিয়া কালিবাড়ি এলাকা । বিস্ফোরণের অভিঘাতে রান্নাঘর থেকে ছিটকে পাশের পুকুরে গিয়ে পড়েন বিজেপি কর্মী দিলীপ দাসের স্ত্রী শ‍্যামলী । তাতে গুরুতর জখম হন তিনি । কী থেকে এই বিস্ফোরণ ! প্রথমে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পরে ঘটনাস্থলে এসে নমুনা খতিয়ে দেখে সিআইডির বোম্ব স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা একপ্রকার নিশ্চিত হয় যে, বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে মজুত কৌটো জাতিয় বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে । প্রাথমিকভাবে পুলিশকেও বিষয়টি জানিয়েছেন তাঁরা ।

যদিও আটক বিজেপি কর্মীর পরিবারের লোকজন স্পষ্টত জানান, ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে । ভোটের মুখে সন্দেশখালিকাণ্ডের মোড় ঘোরাতেই ষড়যন্ত্র করে শাসকদল ওই বিজেপি কর্মীর বাড়িতে বোমা লুকিয়ে রেখেছে বলেও অভিযোগ করে গেরুয়া শিবির । এ নিয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা । তবে শাসক শিবির এই বিস্ফোরণের ঘটনায় কেন এনআইএ তদন্ত হবে না, তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে । ফলে এ নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে, তখনই বিজেপি কর্মী দিলীপ দাস গ্রেফতার হওয়ায় ঘটনার মোড় অন‍্যদিকে নিল ৷

এ দিকে সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ এবং হাসনাবাদে বিস্ফোরণকাণ্ডে জেরে বসিরহাট সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে পুলিশের তরফে । বিভিন্ন গাড়ি ও যানবাহন থামিয়ে চলছে পুলিশের এই নাকা চেকিং । ভোট না মেটা পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পুলিশের এই নাকা চেকিং চলবে বলেই জানা গিয়েছে । তবে আগে থেকে কেন পুলিশের এই তৎপরতা দেখা গেল না, তা নিয়ে উঠেছে প্রশ্ন ৷

আরও পড়ুন:

  1. হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে জখম গৃহবধূ! বোমা ফেটেছে, দাবি কুণালের
  2. ভোটের আগে উত্তপ্ত বড়ঞা, বোমা বাঁধার সময় বিস্ফোরণে উড়ল যুবকের হাত
  3. অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে জখম 8 শিশু-সহ 12 জন

হাসনাবাদ, 28 এপ্রিল: হাসনাবাদ বিস্ফোরণকাণ্ডে অবশেষে বিজেপি কর্মী দিলীপ দাসকে গ্রেফতার করল পুলিশ । রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে । ধৃত দিলীপ সম্পর্কে বিজেপি নেতা নিমাই দাসের ভাই । বিস্ফোরণের নেপথ্যে মজুত কৌটা বোমা রয়েছে বলেই প্রাথমিক তদন্তের পর সন্দেহ পুলিশের । সেই কারণে প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ওই বিজেপি কর্মীকে । পরে এ বিষয়ে নিশ্চিত হলে তাঁকে গ্রেফতার করে তদন্তকারীরা । ধৃত দিলীপের বিরুদ্ধে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে । এ দিনই ধৃতকে নিজেদের হেফাজতে নিতে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

শনিবার সকালে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে হাসনাবাদের দক্ষিণ শিমুলিয়া কালিবাড়ি এলাকা । বিস্ফোরণের অভিঘাতে রান্নাঘর থেকে ছিটকে পাশের পুকুরে গিয়ে পড়েন বিজেপি কর্মী দিলীপ দাসের স্ত্রী শ‍্যামলী । তাতে গুরুতর জখম হন তিনি । কী থেকে এই বিস্ফোরণ ! প্রথমে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পরে ঘটনাস্থলে এসে নমুনা খতিয়ে দেখে সিআইডির বোম্ব স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা একপ্রকার নিশ্চিত হয় যে, বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে মজুত কৌটো জাতিয় বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে । প্রাথমিকভাবে পুলিশকেও বিষয়টি জানিয়েছেন তাঁরা ।

যদিও আটক বিজেপি কর্মীর পরিবারের লোকজন স্পষ্টত জানান, ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে । ভোটের মুখে সন্দেশখালিকাণ্ডের মোড় ঘোরাতেই ষড়যন্ত্র করে শাসকদল ওই বিজেপি কর্মীর বাড়িতে বোমা লুকিয়ে রেখেছে বলেও অভিযোগ করে গেরুয়া শিবির । এ নিয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা । তবে শাসক শিবির এই বিস্ফোরণের ঘটনায় কেন এনআইএ তদন্ত হবে না, তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে । ফলে এ নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে, তখনই বিজেপি কর্মী দিলীপ দাস গ্রেফতার হওয়ায় ঘটনার মোড় অন‍্যদিকে নিল ৷

এ দিকে সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ এবং হাসনাবাদে বিস্ফোরণকাণ্ডে জেরে বসিরহাট সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে পুলিশের তরফে । বিভিন্ন গাড়ি ও যানবাহন থামিয়ে চলছে পুলিশের এই নাকা চেকিং । ভোট না মেটা পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পুলিশের এই নাকা চেকিং চলবে বলেই জানা গিয়েছে । তবে আগে থেকে কেন পুলিশের এই তৎপরতা দেখা গেল না, তা নিয়ে উঠেছে প্রশ্ন ৷

আরও পড়ুন:

  1. হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে জখম গৃহবধূ! বোমা ফেটেছে, দাবি কুণালের
  2. ভোটের আগে উত্তপ্ত বড়ঞা, বোমা বাঁধার সময় বিস্ফোরণে উড়ল যুবকের হাত
  3. অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে জখম 8 শিশু-সহ 12 জন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.