দার্জিলিং, 28 মার্চ: দলে থেকে মীরজাফরের মতো কাজ করছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এমনই অভিযোগ তুলে অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি তুললেন দলেরই একাংশ। দার্জিলিং লোকসভা আসন থেকে দ্বিতীয়বার বিজেপি প্রার্থী করেছে রাজু বিস্তাকে । আর তাঁকে প্রার্থী করতেই ভূমিপুত্রর ইস্যু টেনে সরব হয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা । রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি । আর তাঁর ওই সিদ্ধান্তের কথা জানাতেই ক্ষোভে ফেটে পরেছেন দলেরই একাংশ। তাঁদের দাবি, দলে থেকে দলবিরোধী কাজ করছেন তিনি । একজন বিধায়ক হয়ে বিজেপির সাংসদ প্রার্থীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে দলেরই ভাবমূর্তি নষ্ট করছেন তিনি ।
দার্জিলিং হিল বিজেপির সম্পাদক সোনম লামা বলেন, "আমরা আগে থেকেই দাবি করেছিলাম যাতে রাজু বিস্তাকে প্রার্থী করা হয় । শীর্ষ নেতৃত্ব সেই মতো তাঁকে দ্বিতীয়বার প্রার্থী করায় আমরা খুব খুশি । কিন্তু বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যেভাবে রাজু বিস্তার বিরুদ্ধে মন্তব্য করছেন তাতে অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিৎ ।" শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির অফিস সেক্রেটারি সৌরভ সরকার বলেন, "রাজু বিস্তা পাহাড়ের জন্য যা কাজ করেছেন তা আজ পর্যন্ত কেউ করেনি । তাঁর বিরুদ্ধে এইধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না । বিষ্ণুপ্রসাদ শর্মা আসলে মীরজাফর । তাই তিনি এসব করছেন । বিষ্ণুপ্রসাদ শর্মাকে রাজু বিস্তাই টিকিট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছেন । সেটা ভুলে গেলেন তিনি ।"
দার্জিলিং হিল বিজেপি সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, "মীরজাফর বা গদ্দারের মতোই কাজ করছেন বিষ্ণুপ্রসাদ শর্মা । বিষ্ণুপ্রসাদ শর্মা নিজেই তো ভূমিপুত্র নন। যদি এতোই কথা তিনি বলেন তাহলে তিনি পদত্যাগ করুক । আমরা কার্শিয়াংয়ের ভূমিপুত্র দিয়ে জয়ী করাব ।" এই বিষয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, "যে যাই বলুক । আমি নির্দল হিসেবে লড়ছি । আমি পাহাড়বাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ।"
আরও পড়ুন: