ETV Bharat / state

বিমান চলাচল নিয়ে রাজ্যের প্রস্তাবে সায় বিজেপির, শাসকের সঙ্গে দিল্লিতে দরবারেও প্রস্তুত বিরোধীরা - INTERNATIONAL AVIATION ISSUE

আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ে প্রস্তাব রাখেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সেই প্রস্তাব সমর্থন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

INTERNATIONAL AVIATION ISSUE
বিমান চলাচল নিয়ে রাজ্যের প্রস্তাবে সায় বিজেপির, শাসকের সঙ্গে দিল্লিতে দরবারেও প্রস্তুত বিরোধীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2024, 7:19 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: রাজ্য থেকে ইউরোপ-আমেরিকায় বিমান পরিষেবা চালু করা নিয়ে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় আসা প্রস্তাবে একসুর শোনা গেল শাসক-বিরোধীর গলায় ৷ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন 185 নম্বর ধারায় এই প্রস্তাব বিধানসভায় আলোচনার জন্য নিয়ে আসেন ৷ এই প্রস্তাবকে সমর্থন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এই প্রস্তাবের উপর আলোচনার সময় শুভেন্দু অধিকারী কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, তা দূর করতে উদ্যোগী হওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি । এক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি টিম গঠনের অনুরোধও জানিয়েছেন বিরোধী দলনেতা ।

International Aviation Issue
পশ্চিমবঙ্গ বিধানসভা (নিজস্ব চিত্র)

এদিন এই প্রস্তাবে আন্তর্জাতিক বিমান দিন দিন কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় সরকারকে দায়ী করছিল শাসক দল ৷ এর বিরোধিতা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে যে প্রয়োজনীয় ছাড়পত্রের প্রয়োজন, তা ইতিমধ্যেই রাজ্যকে দিয়েছে কেন্দ্রীয় সরকার । এক্ষেত্রে রাজ্যকেই উদ্যোগ নিতে হবে ৷’’

বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতার অভিযোগ, কলকাতা বিমানবন্দর সম্প্রসারণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল এর মধ্যে থাকা দু’টি ধর্মীয়স্থান ৷ যা সরানো যাচ্ছে না বলেই রানওয়ে সম্প্রসারণ করা যাচ্ছে না । উলটোদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর বিধানসভা এলাকার মধ্যে পড়ে বিমানবন্দর, তাই এক্ষেত্রে তিনি উদ্যোগ নিতে পারেন ।

এদিন বিমান চলাচল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী টাটাদের রাজ্য থেকে চলে যাওয়ার কথা তোলেন । তাঁর দাবি, টাটাদের যখন এই রাজ্য থেকে চলে যেতে হয়, তখন এই রাজ্যে আর কারা বিমান চালাতে আসবেন ।

International Aviation Issue
পশ্চিমবঙ্গ বিধানসভা (নিজস্ব চিত্র)

এদিন আনা এই বিলকে সম্পূর্ণ সমর্থন করেছে বিরোধীরা এবং প্রয়োজন হলে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের এক বা একাধিক সদস্য দিল্লি যেতেও প্রস্তুত । বিরোধী দলনেতার এই প্রস্তাবের সময় বিধানসভায় শাসক-বিরোধী উভয়কেই দেখা গেল টেবিল চাপড়ে সমর্থন জানাতে । এদিকে এই বিলের জবাবই ভাষণে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘যেভাবে আজকের শাসক এবং বিরোধী উভয়ই এই প্রস্তাবকে খোলা মনে সমর্থন জানালো, তা আগামী প্রজন্ম মনে রাখবে ।’’

অতীতে বাংলা ভাগ নিয়েও রাজ্য সরকারের প্রস্তাবে সহমত হতে দেখা গিয়েছিল বিরোধীদের । গত 5 আগস্ট বিধানসভার আলোচনায় শুভেন্দু অধিকারীর দেওয়া প্রস্তাবের সঙ্গে একমত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অধ্যক্ষকে সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া প্রস্তাব পর্যালোচনা করতে বলেছিলেন । তার পর অপরাজিতা বিল পাশের সময়ও সরকারের পাশে ছিল বিরোধীরা ৷ তার পর একই চিত্র এদিনও ধরা পড়ল ৷

এদিন নিজের ঘরে বিরোধী দলনেতা বলেন, ‘‘বিরোধী দল হলেও আমরা বাংলার স্বার্থকে উপেক্ষা করতে পারি না । আর সেই কারণেই অতীতেও বাংলা ভাগ নিয়ে আনা প্রসঙ্গে সমর্থন জানিয়েছিলাম আমরা । বাংলার স্বার্থে এভাবে সমর্থন জানাতে আমাদের আপত্তি নেই ।’’

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.