ETV Bharat / state

অগ্নিমিত্রার ধমক, 'পালালেন' পুলিশ আধিকারিক ! - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Protest Over RG Kar in Asansol: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সোমবার বিজেপি যুব মোর্চার ডাকে আসানসোল পুরনিগম মোড় অবরোধ করা হয়। সেখানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের ধমকে আসানসোল দক্ষিণ থানার পুলিশকে কার্যত পিছু হটতে হল ৷

Protest on RG Kar Incident
অগ্নিমিত্রার ধমক পুলিশকে (ইটিভা ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 4:36 PM IST

Updated : Aug 26, 2024, 5:01 PM IST

আসানসোল, 26 অগস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে বিজেপি যুব মোর্চার ডাকে আসানসোল পুরনিগম মোড়ে পথ অবরোধ কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা। এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। অবরোধ চলাকালীন আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডু উপস্থিত হলে তাঁকে লক্ষ্য করে কার্যত ধমক দিতে শুরু করেন অগ্নিমিত্রা পল।

আসানসোল দক্ষিণ থানার পুলিশকে পিছু হটতে হটল (ইটিভি ভারত)

একসময় অগ্নিমিত্রার ধমকের জেরে পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডুকেও পিছুও হটতে হয় ৷ প্রবল বিক্ষোভে কার্যত তাঁকে এলাকা ছাড়তে বাধ্য করেন অগ্নিমিত্রা-সহ বিজেপির কর্মকর্তারা। এদিন উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়-সহ অন্যরা। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করার পর ফলে জিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর বিজেপির কর্মীরা নিজেরাই অবরোধ তুলে নেন।

অবরোধের মাঝেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের আক্রমণের তির ছিল আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুণ্ডুর দিকে। বারবার মাইক নিয়ে তাঁর নাম করে ক্ষোভে ফেটে পড়েন নেত্রী। প্রশ্ন করতে শুরু করেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে নেওয়া কর্মসূচিতে পুলিশের এমন ভূমিকা কেন? যাতে আইনশৃঙ্খলার অবনতি না-হয়, সেই কারণে কৌশিক কুণ্ডু নিজে বিক্ষোভ থেকে দূরে থাকতে চাইছিলেন। কিন্তু নাছোড়বান্দা বিজেপির কর্মী সমর্থকরা।

অগ্নিমিত্রা পল এবং বিজেপি কর্মী-সমর্থকরা কার্যত পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডুর পিছনে পিছনে গিয়ে স্লোগান ও বিক্ষোভের স্বর চড়াতে থাকেন। শেষ পর্যন্ত ঘটনাস্থল ছেড়ে কৌশিক কুণ্ডুকে চলে যেতে বাধ্য করেন বিজেপি নেতা থেকে কর্মীরা। অগ্নিমিত্রা এদিন পুলিশের ভূমিকা-সহ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন। যদিও বিজেপির বিক্ষোভে পুলিশের এই চলে যাওয়ায় কার্যত নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকল আসানসোল ৷

আসানসোল, 26 অগস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে বিজেপি যুব মোর্চার ডাকে আসানসোল পুরনিগম মোড়ে পথ অবরোধ কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা। এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। অবরোধ চলাকালীন আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডু উপস্থিত হলে তাঁকে লক্ষ্য করে কার্যত ধমক দিতে শুরু করেন অগ্নিমিত্রা পল।

আসানসোল দক্ষিণ থানার পুলিশকে পিছু হটতে হটল (ইটিভি ভারত)

একসময় অগ্নিমিত্রার ধমকের জেরে পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডুকেও পিছুও হটতে হয় ৷ প্রবল বিক্ষোভে কার্যত তাঁকে এলাকা ছাড়তে বাধ্য করেন অগ্নিমিত্রা-সহ বিজেপির কর্মকর্তারা। এদিন উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়-সহ অন্যরা। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করার পর ফলে জিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর বিজেপির কর্মীরা নিজেরাই অবরোধ তুলে নেন।

অবরোধের মাঝেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের আক্রমণের তির ছিল আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুণ্ডুর দিকে। বারবার মাইক নিয়ে তাঁর নাম করে ক্ষোভে ফেটে পড়েন নেত্রী। প্রশ্ন করতে শুরু করেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে নেওয়া কর্মসূচিতে পুলিশের এমন ভূমিকা কেন? যাতে আইনশৃঙ্খলার অবনতি না-হয়, সেই কারণে কৌশিক কুণ্ডু নিজে বিক্ষোভ থেকে দূরে থাকতে চাইছিলেন। কিন্তু নাছোড়বান্দা বিজেপির কর্মী সমর্থকরা।

অগ্নিমিত্রা পল এবং বিজেপি কর্মী-সমর্থকরা কার্যত পুলিশ আধিকারিক কৌশিক কুণ্ডুর পিছনে পিছনে গিয়ে স্লোগান ও বিক্ষোভের স্বর চড়াতে থাকেন। শেষ পর্যন্ত ঘটনাস্থল ছেড়ে কৌশিক কুণ্ডুকে চলে যেতে বাধ্য করেন বিজেপি নেতা থেকে কর্মীরা। অগ্নিমিত্রা এদিন পুলিশের ভূমিকা-সহ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন। যদিও বিজেপির বিক্ষোভে পুলিশের এই চলে যাওয়ায় কার্যত নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকল আসানসোল ৷

Last Updated : Aug 26, 2024, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.