ETV Bharat / state

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সেই ভয়েই শাহজাহানকে গ্রেফতার; বিস্ফোরক লকেট - লকেট চট্টোপাধ্যায়

BJP MP Locket Chatterjee: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে আসার আগেই পুলিশ গ্রেফতার করেছে শেখ শাহজাহানকে ৷ মোদির ভয়ে সন্দেশখালির 'বেতাজ বাদশা' পাকড়াও করা হয়েছে বলে লকেট চট্টোপাধ্যায়েরর দাবি ৷ তিনি পাশাপাশি শাহজাহানের বিরুদ্ধে এনআইএ তদন্ত ও তাঁর ফাঁসির দাবি করেছেন ।

BJP MP Locket Chatterjee
লকেট চট্টোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 6:29 PM IST

শেখ শাহজাহানের ফাঁসির দাবি লকেটের

সিঙ্গুর, 29 ফ্রেব্রুরারি: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার আরামবাগে সভা রয়েছে তাঁর ৷ মোদির রাজ্যে আসার আগে তাই ভয় পেয়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করে নিজের দখলে নিল পুলিশ । এমনই বিস্ফোরক দাবি করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ বৃহস্পতিবার লোকসভা নির্বাচন নিয়ে বুড়াশান্তিতে বিজেপির দলীয় কার্যালয়ে সিঙ্গুর ব্লকের মণ্ডল সভাপতিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি ৷

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালির 'বেতাজ বাদশা' শাহজাহানের বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি করেন লকেট চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি সাসপেন্ড তৃণমূল নেতার ফাঁসির দাবিও করেছেন হুগলির সাংসদ ৷ তাঁর বক্তব্য, "সংবিধানের প্রতিনিধি না-হলে বলতাম শেখ শাহজাহানকে সন্দেশখালির মহিলাদের হাতে তুলে দেওয়া হোক । মহিলারাই একে শেষ করবে । তাঁকে পুলিশ তুলে নিয়ে গিয়ে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে । সন্দেশখালি এক মাসের বেশি সময় ধরে উত্তপ্ত । একযোগে গ্রামের মহিলা রাস্তায় বেরিয়ে আন্দোলনের ডাক দিয়েছে । মুখ খুলেছে মহিলা থেকে তৃণমূলের একাধিক নেতা কর্মীরা । শেখ শাহজাহানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাঁরা ।"

শাহজাহানের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে লকেট চট্টোপাধ্যায় বলেন, "সন্দেশখালি থেকেই গ্রেফতার করা হল শেখ শাহজাহানকে। এতদিন ধরে ওনাকে কেন রেখে দেওয়া হয়েছিল সেখানে । মমতা বন্দ্যোপাধ্যায় 55 দিন ধরে সন্দেশখালিতে মহিলারা এত বিক্ষোভ দেখাচ্ছেন, আর সেখানেই শেখ শাহজাহানকে রেখে দিয়েছিলেন। এটা পুরোপুরিভাবে নিজেদের মধ্যে ডিল হয়েছে । গ্রেফতারির পর শাহজাহানের ভাব দেখে মনে হচ্ছিল তাঁকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হচ্ছে। দু'টো আঙুল দেখিয়ে আসছিলেন। জয়ের প্রতীক দেখাচ্ছিলেন ৷ তিনি মেয়েদেরকে নির্যাতন করেছে, গণধর্ষণ করেছে, এটাই তাঁর জয় । শেখ শাহজাহানকে ভরতি করা হবে বলে উডবান ওয়ার্ড তৈরি করা হচ্ছে ।"

হুগলির সাংসদের দাবি করেন, "আগামিকাল আরামবাগে নরেন্দ্র মোদি আসছেন তাই তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে শেখ শাহজাহানকে নিজের কবলে নিয়েছেন । আমরা শাহজাহানের ফাঁসি দেখতে চাই । বছরের পর বছর মহিলাদের উপর অত্যাচার করেছে সে । পুলিশ নিজেরা নিয়ে গিয়ে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে । এর ফাঁসি হোক না হলে মহিলাদের হাতে তুলে দেওয়া হোক । অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছে । কোর্টের কিছু ছিল না । পুলিশ সবকিছু জানত ৷ তারা এতদিন ধরে বলছিল খুঁজে পাওয়া যাচ্ছে না । আর গ্রামবাসীরা বলছে পাঁচ মিনিটের মধ্যে আমরা খুঁজে বার করে দিতে পারি শাহজাহানকে ।

তিনি আরও বলেন, "আগামিকাল মোদিজি আসছেন সেই জন্য শাহজাহানকে নিজেদের হেফাজতে রাখার ব্যবস্থা করল । আমরা চাই এনআইএ তদন্ত হোক, শাহজাহানের ফাঁসি হোক । শাহজাহান মহিলাদের উপর যে অত্যাচার করেছে, জমি কেড়ে নিয়েছে, সেটা তদন্ত করে বার করা হোক । তাঁর কঠিন সাজা আমরা তাড়াতাড়ি দেখতে চাই ।"

আরও পড়ুন:

  1. মা-বোনেদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জেরেই গ্রেফতার শাহজাহান, বলছে বিজেপি
  2. সন্দেশখালির কোন পুলিশ আধিকারিকদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল শাহজাহানের ? জানতে মরিয়া সিআইডি
  3. 'বাঘ'বন্দি হতেই উৎসব শুরু, শাহজাহানের গ্রেফতারিতে দেদার মিষ্টিমুখ সন্দেশখালিতে

শেখ শাহজাহানের ফাঁসির দাবি লকেটের

সিঙ্গুর, 29 ফ্রেব্রুরারি: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার আরামবাগে সভা রয়েছে তাঁর ৷ মোদির রাজ্যে আসার আগে তাই ভয় পেয়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করে নিজের দখলে নিল পুলিশ । এমনই বিস্ফোরক দাবি করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ বৃহস্পতিবার লোকসভা নির্বাচন নিয়ে বুড়াশান্তিতে বিজেপির দলীয় কার্যালয়ে সিঙ্গুর ব্লকের মণ্ডল সভাপতিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি ৷

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালির 'বেতাজ বাদশা' শাহজাহানের বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি করেন লকেট চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি সাসপেন্ড তৃণমূল নেতার ফাঁসির দাবিও করেছেন হুগলির সাংসদ ৷ তাঁর বক্তব্য, "সংবিধানের প্রতিনিধি না-হলে বলতাম শেখ শাহজাহানকে সন্দেশখালির মহিলাদের হাতে তুলে দেওয়া হোক । মহিলারাই একে শেষ করবে । তাঁকে পুলিশ তুলে নিয়ে গিয়ে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে । সন্দেশখালি এক মাসের বেশি সময় ধরে উত্তপ্ত । একযোগে গ্রামের মহিলা রাস্তায় বেরিয়ে আন্দোলনের ডাক দিয়েছে । মুখ খুলেছে মহিলা থেকে তৃণমূলের একাধিক নেতা কর্মীরা । শেখ শাহজাহানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাঁরা ।"

শাহজাহানের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে লকেট চট্টোপাধ্যায় বলেন, "সন্দেশখালি থেকেই গ্রেফতার করা হল শেখ শাহজাহানকে। এতদিন ধরে ওনাকে কেন রেখে দেওয়া হয়েছিল সেখানে । মমতা বন্দ্যোপাধ্যায় 55 দিন ধরে সন্দেশখালিতে মহিলারা এত বিক্ষোভ দেখাচ্ছেন, আর সেখানেই শেখ শাহজাহানকে রেখে দিয়েছিলেন। এটা পুরোপুরিভাবে নিজেদের মধ্যে ডিল হয়েছে । গ্রেফতারির পর শাহজাহানের ভাব দেখে মনে হচ্ছিল তাঁকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হচ্ছে। দু'টো আঙুল দেখিয়ে আসছিলেন। জয়ের প্রতীক দেখাচ্ছিলেন ৷ তিনি মেয়েদেরকে নির্যাতন করেছে, গণধর্ষণ করেছে, এটাই তাঁর জয় । শেখ শাহজাহানকে ভরতি করা হবে বলে উডবান ওয়ার্ড তৈরি করা হচ্ছে ।"

হুগলির সাংসদের দাবি করেন, "আগামিকাল আরামবাগে নরেন্দ্র মোদি আসছেন তাই তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে শেখ শাহজাহানকে নিজের কবলে নিয়েছেন । আমরা শাহজাহানের ফাঁসি দেখতে চাই । বছরের পর বছর মহিলাদের উপর অত্যাচার করেছে সে । পুলিশ নিজেরা নিয়ে গিয়ে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে । এর ফাঁসি হোক না হলে মহিলাদের হাতে তুলে দেওয়া হোক । অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছে । কোর্টের কিছু ছিল না । পুলিশ সবকিছু জানত ৷ তারা এতদিন ধরে বলছিল খুঁজে পাওয়া যাচ্ছে না । আর গ্রামবাসীরা বলছে পাঁচ মিনিটের মধ্যে আমরা খুঁজে বার করে দিতে পারি শাহজাহানকে ।

তিনি আরও বলেন, "আগামিকাল মোদিজি আসছেন সেই জন্য শাহজাহানকে নিজেদের হেফাজতে রাখার ব্যবস্থা করল । আমরা চাই এনআইএ তদন্ত হোক, শাহজাহানের ফাঁসি হোক । শাহজাহান মহিলাদের উপর যে অত্যাচার করেছে, জমি কেড়ে নিয়েছে, সেটা তদন্ত করে বার করা হোক । তাঁর কঠিন সাজা আমরা তাড়াতাড়ি দেখতে চাই ।"

আরও পড়ুন:

  1. মা-বোনেদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জেরেই গ্রেফতার শাহজাহান, বলছে বিজেপি
  2. সন্দেশখালির কোন পুলিশ আধিকারিকদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল শাহজাহানের ? জানতে মরিয়া সিআইডি
  3. 'বাঘ'বন্দি হতেই উৎসব শুরু, শাহজাহানের গ্রেফতারিতে দেদার মিষ্টিমুখ সন্দেশখালিতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.