ETV Bharat / state

'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যাচ্ছেন না কেন?', প্রশ্ন দিলীপের - TMC Government

Dilip Ghosh slams TMC Government: তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি ঘিরে উত্তাল সন্দেশখালি ৷ 5 জানুয়ারির পর থেকে এখনও নিখোঁজ তৃণমূল নেতা ৷ এই পরিস্থিতিতে বিজেপির প্রাক্তন সহ-সভাপতির প্রশ্ন, মণিপুরে না যাওয়া নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল ৷ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দেশখালি যাচ্ছেন না?

ETV Bharat
দিলীপ ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 4:14 PM IST

Updated : Feb 15, 2024, 5:34 PM IST

সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের

খড়গপুর, 15 ফেব্রুয়ারি: "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দেশখালি যাচ্ছেন না ?" এমনই প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহাজাহান ফেরার ৷ ইডি অভিযানের পর থেকে একের পর এক ঘটনায় উত্তপ্ত সন্দেশখালি তথা রাজ্য রাজনীতি ৷ 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি ৷ সেদিন থেকে ফেরার শেখ শাহাজাহান ৷ কারও কারও অনুমান তিনি বাংলাদেশে পালিয়ে গিয়েছেন ৷ এদিকে আড়াল থেকেই জামিনের আবেদনও করেছেন তিনি ৷ বিরোধী দলগুলি বারবার শেখ শাহাজাহানকে নিয়ে প্রশ্ন তুলছে ৷ এমনকী পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে ৷

এই পরিস্থিতিতে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, "দিন কয়েক আগে প্রশ্ন উঠেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন মণিপুরে যাচ্ছেন না ? এদিকে মণিপুরের চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটছে সন্দেশখালিতে ৷ কিন্তু মুখ্যমন্ত্রী ওখানে যাচ্ছেন না ৷ তৃণমূলের কোনও মন্ত্রী বা কোনও নেতাও সন্দেশখালিতে গিয়ে সেখানকার মানুষদের সান্ত্বনা দিচ্ছেন না ৷ কী লুকোতে চাইছে তৃণমূল সরকার ? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, শাহজাহানের মতো লোকেদের নেপথ্য থেকে সমর্থন করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে রেখেছেন ৷ এই জন্য পুলিশ গ্রেফতার করছে না ৷ তার জন্য বিক্ষোভ এত বাড়ছে ৷"

সন্দেশখালিতে দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷ এই বিষয়টি জানত না সরকার, এমনটাই দাবি করেছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ৷ তাঁর এই মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন, "এঁরা জানত না, তা নয় ৷ শাহাজাহানকে কে তৈরি করেছে ? শুধু শাহাজাহান নয়, শাহাজাহানের মতো বিভিন্ন জায়গায় গুন্ডা মাফিয়া তৈরি করছে শাসকদল ৷ তারা টাকা তুলে দলকে দিচ্ছে ৷ এরাই শাসকদলের সম্পদ ৷ নেতারাও তাদের সঙ্গেই থাকবেন, সরকারও তাদের সঙ্গে থাকবে ৷" তিনি আরও বলেন, "তারা যদি আয় কমিয়ে দেয়, তাহলে নেতারা জেলে চলে যাবে ৷ তৃণমূল নির্বাচনে জিততে পারবে না ৷"

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে রাজ্যের রিপোর্টের অপেক্ষায় রাজ্যপাল
  2. সরস্বতী পুজোর পর বাজেট অধিবেশন শুরু হতেই সন্দেশখালি উত্তাপ বিধানসভায়
  3. নন্দীগ্রাম মমতাকে ক্ষমতায় এনেছিল, চেয়ার খালি করবে সন্দেশখালি, তোপ শুভেন্দুর

সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের

খড়গপুর, 15 ফেব্রুয়ারি: "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দেশখালি যাচ্ছেন না ?" এমনই প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহাজাহান ফেরার ৷ ইডি অভিযানের পর থেকে একের পর এক ঘটনায় উত্তপ্ত সন্দেশখালি তথা রাজ্য রাজনীতি ৷ 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি ৷ সেদিন থেকে ফেরার শেখ শাহাজাহান ৷ কারও কারও অনুমান তিনি বাংলাদেশে পালিয়ে গিয়েছেন ৷ এদিকে আড়াল থেকেই জামিনের আবেদনও করেছেন তিনি ৷ বিরোধী দলগুলি বারবার শেখ শাহাজাহানকে নিয়ে প্রশ্ন তুলছে ৷ এমনকী পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে ৷

এই পরিস্থিতিতে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, "দিন কয়েক আগে প্রশ্ন উঠেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন মণিপুরে যাচ্ছেন না ? এদিকে মণিপুরের চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটছে সন্দেশখালিতে ৷ কিন্তু মুখ্যমন্ত্রী ওখানে যাচ্ছেন না ৷ তৃণমূলের কোনও মন্ত্রী বা কোনও নেতাও সন্দেশখালিতে গিয়ে সেখানকার মানুষদের সান্ত্বনা দিচ্ছেন না ৷ কী লুকোতে চাইছে তৃণমূল সরকার ? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, শাহজাহানের মতো লোকেদের নেপথ্য থেকে সমর্থন করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে রেখেছেন ৷ এই জন্য পুলিশ গ্রেফতার করছে না ৷ তার জন্য বিক্ষোভ এত বাড়ছে ৷"

সন্দেশখালিতে দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷ এই বিষয়টি জানত না সরকার, এমনটাই দাবি করেছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ৷ তাঁর এই মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন, "এঁরা জানত না, তা নয় ৷ শাহাজাহানকে কে তৈরি করেছে ? শুধু শাহাজাহান নয়, শাহাজাহানের মতো বিভিন্ন জায়গায় গুন্ডা মাফিয়া তৈরি করছে শাসকদল ৷ তারা টাকা তুলে দলকে দিচ্ছে ৷ এরাই শাসকদলের সম্পদ ৷ নেতারাও তাদের সঙ্গেই থাকবেন, সরকারও তাদের সঙ্গে থাকবে ৷" তিনি আরও বলেন, "তারা যদি আয় কমিয়ে দেয়, তাহলে নেতারা জেলে চলে যাবে ৷ তৃণমূল নির্বাচনে জিততে পারবে না ৷"

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে রাজ্যের রিপোর্টের অপেক্ষায় রাজ্যপাল
  2. সরস্বতী পুজোর পর বাজেট অধিবেশন শুরু হতেই সন্দেশখালি উত্তাপ বিধানসভায়
  3. নন্দীগ্রাম মমতাকে ক্ষমতায় এনেছিল, চেয়ার খালি করবে সন্দেশখালি, তোপ শুভেন্দুর
Last Updated : Feb 15, 2024, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.