ETV Bharat / state

ভোটের 24 ঘণ্টা আগে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি, উত্তপ্ত তমলুক - Nandigram Violence - NANDIGRAM VIOLENCE

BJP Local Leader Arrest: বিজেপির মহিলা কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার গ্রেফতার হলেন দলের মণ্ডল সভাপতি ৷ ভোটাভুটির 24 ঘণ্টা আগে এবার সেই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার অগ্নিগর্ভ নন্দীগ্রাম ৷

Nandigram Violence
গ্রেফতার বিজেপি নেতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 4:05 PM IST

তমলুক, 24 মে: ভোটের আগে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র ৷ প্রথমে বিজেপির মহিলা কর্মী খুন পরে দলের নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে ভোটের ঠিক আগের দিন কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নন্দীগ্রাম। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ধনঞ্জয় ঘড়া ৷ তিনি নন্দীগ্রাম 1 নম্বর মণ্ডলের সভাপতি ৷ প্রাক্তন বিচারপতি তথা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার সময় অশান্তি হয়। মে মাসের 4 তারিখের সেই ঘটনাতেই তাঁকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় বলে খবর তমলুক থানা সূত্রে ৷ স্থানীয় পুলিশের সহযোগিতায় তাঁকে বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম থেকেই গ্রেফতার করা হয় ৷ এরপর নিয়ে আসা হয় তমলুকে ৷

প্রসঙ্গত, গত 4 মে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী ৷ তমলুক হাসপাতাল মোড়ে অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় ৷ সেখানেই দু'পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ সেই ঘটনায় ধনঞ্জয়কে গ্রেফতার করা হয় ৷

এদিকে, এই ঘটনা প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পুলিশ প্রকৃত দোষীদের গ্রেফতার করছে না। বদলে বিজেপি কর্মীদের হেনস্থা করছে। ভোটের আগে মিথ্যা মামলা সাজিয়ে বিজেপি নেতাদের এলাকা ছাড়া করার চেষ্টা করা হচ্ছে। এই গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দল। কয়েকদিন আগে নন্দীগ্রামে খুন হন এক মহিলা বিজেপি কর্মী ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ রাস্তা আটকে চলে বিক্ষোভ। পাশাপাশি কয়েকটি দোকানে আগুনও ধরিয়ে দেওয়া হয় ৷ শুক্রবার সেখানে দিনভর কেন্দ্রীয় বাহিনীর টহলদারী চলছে। এমনই আবহে রাত পোহালেই ভোট দেবে নন্দীগ্রাম।

আরও পড়ুন:

তমলুক, 24 মে: ভোটের আগে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র ৷ প্রথমে বিজেপির মহিলা কর্মী খুন পরে দলের নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে ভোটের ঠিক আগের দিন কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নন্দীগ্রাম। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ধনঞ্জয় ঘড়া ৷ তিনি নন্দীগ্রাম 1 নম্বর মণ্ডলের সভাপতি ৷ প্রাক্তন বিচারপতি তথা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার সময় অশান্তি হয়। মে মাসের 4 তারিখের সেই ঘটনাতেই তাঁকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় বলে খবর তমলুক থানা সূত্রে ৷ স্থানীয় পুলিশের সহযোগিতায় তাঁকে বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম থেকেই গ্রেফতার করা হয় ৷ এরপর নিয়ে আসা হয় তমলুকে ৷

প্রসঙ্গত, গত 4 মে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী ৷ তমলুক হাসপাতাল মোড়ে অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় ৷ সেখানেই দু'পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ৷ সেই ঘটনায় ধনঞ্জয়কে গ্রেফতার করা হয় ৷

এদিকে, এই ঘটনা প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পুলিশ প্রকৃত দোষীদের গ্রেফতার করছে না। বদলে বিজেপি কর্মীদের হেনস্থা করছে। ভোটের আগে মিথ্যা মামলা সাজিয়ে বিজেপি নেতাদের এলাকা ছাড়া করার চেষ্টা করা হচ্ছে। এই গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দল। কয়েকদিন আগে নন্দীগ্রামে খুন হন এক মহিলা বিজেপি কর্মী ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ রাস্তা আটকে চলে বিক্ষোভ। পাশাপাশি কয়েকটি দোকানে আগুনও ধরিয়ে দেওয়া হয় ৷ শুক্রবার সেখানে দিনভর কেন্দ্রীয় বাহিনীর টহলদারী চলছে। এমনই আবহে রাত পোহালেই ভোট দেবে নন্দীগ্রাম।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.