ETV Bharat / state

'অপহৃত' ছেলে উদ্ধার হতেই হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার করলেন বিজেপি নেতা - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

BJP Leader Son Kidnapping Case: তাঁর ছেলেকে তৃণমূলের গুণ্ডারা অপহরণ করেছে বলে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা ৷ ছেলেকে ফিরে পেতেই মামলা প্রত্যাহার করলেন তিনি ৷

কলকাতা হাইকোর্ট , Calcutta High Court
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 5:07 PM IST

'অপহৃত' ছেলে উদ্ধার হতেই হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার করলেন বিজেপি নেতা

কলকাতা, 12 এপ্রিল: ভোটের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী কৌশিক খাঁড়ার ছেলেকে অপহরণ করার অভিযোগে বুধবার কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । তারপরই খোঁজ পাওয়া যায় ছেলের ৷ শুক্রবার তিনি হাইকোর্টে এসে জানান, তাঁর ছেলেকে ওড়িশার পুরী থেকে পাওয়া গিয়েছে ৷ এরপরই মামলা প্রত্যাহার করে নেন ৷

গত পরশুদিন অর্থাৎ, বুধবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কলকাতা হাইকোর্টে ওই বিজেপি নেতা কৌশিক খাঁড়ার পরিবারকে নিয়ে গিয়ে একটি মামলা দায়ের করেছিলেন । অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত গুণ্ডারা গত 10 দিন ধরে ডায়মন্ড হারবারের বিজেপি কর্মীর ছেলেকে অপহরণ করে রেখেছে ৷ নোদাখালি পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ স্থানীয় গুণ্ডা বুচাং ও জাহাঙ্গীরের নাম করে বলছে আগে তাদের অনুমতি লাগবে ।

সেদিন হাইকোর্টে এসে শঙ্কুদেব পণ্ডা বলেন, "কৌশিক খাঁড়াকে বুচাং ও জাহাঙ্গীররা বলছে বিজেপি থেকে ইস্তফা দিলেই ছেড়ে দেওয়া হবে তার ছেলেকে । নোদাখালি পুলিশের আইসিকে অবিলম্বে সরানো উচিত । অবিলম্বে গোটা রাজ্যে কোড অফ কন্ডাক্ট লাগু করা উচিত যাতে লোকসভা ভোটে নিচুতলার বিজেপি কর্মীরা নির্ভয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে পারে । তাদের ভয় দেখানো ও হুমকি দেওয়া যাতে বন্ধ করা হয় ।"

নোদাখালি পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন শঙ্কুদেব । একইসঙ্গে তিনি জানান, তৃণমূলের গুণ্ডারা বাচ্চাটির বাবাকে বলেছে তৃণমূলে যোগ দিলেই তাকে এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়া হবে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে ।

শঙ্কুদেব আরও বলেন, "গোটা রাজ্যে ভয়ংকর পরিস্থিতি ৷ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । তারা যাতে নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে না পারে । এই আপনাদের ডায়মন্ড হারবার মডেল ? আমার মনে হয় না এখানে স্বচ্ছভাবে ভোটের পরিস্থিতি আছে । ছেলেটাকে ছেড়ে দেওয়া হোক । ঘরে ফিরে আসুক ।" তারপরই শুক্রবার শঙ্কুদেব পণ্ডা ও কৌশিক খাঁড়া হাইকোর্টে এসে জানান ছেলেটিকে পুরী থেকে উদ্ধার করা হয়েছে ।

আরও পড়ুন :

  1. অভিষেকের গড়ে বিজেপি নেতার ছেলেকে অপহরণ করে দলবদলের চাপ ! বিস্ফোরক শঙ্কুদেব

'অপহৃত' ছেলে উদ্ধার হতেই হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার করলেন বিজেপি নেতা

কলকাতা, 12 এপ্রিল: ভোটের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী কৌশিক খাঁড়ার ছেলেকে অপহরণ করার অভিযোগে বুধবার কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । তারপরই খোঁজ পাওয়া যায় ছেলের ৷ শুক্রবার তিনি হাইকোর্টে এসে জানান, তাঁর ছেলেকে ওড়িশার পুরী থেকে পাওয়া গিয়েছে ৷ এরপরই মামলা প্রত্যাহার করে নেন ৷

গত পরশুদিন অর্থাৎ, বুধবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কলকাতা হাইকোর্টে ওই বিজেপি নেতা কৌশিক খাঁড়ার পরিবারকে নিয়ে গিয়ে একটি মামলা দায়ের করেছিলেন । অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত গুণ্ডারা গত 10 দিন ধরে ডায়মন্ড হারবারের বিজেপি কর্মীর ছেলেকে অপহরণ করে রেখেছে ৷ নোদাখালি পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ স্থানীয় গুণ্ডা বুচাং ও জাহাঙ্গীরের নাম করে বলছে আগে তাদের অনুমতি লাগবে ।

সেদিন হাইকোর্টে এসে শঙ্কুদেব পণ্ডা বলেন, "কৌশিক খাঁড়াকে বুচাং ও জাহাঙ্গীররা বলছে বিজেপি থেকে ইস্তফা দিলেই ছেড়ে দেওয়া হবে তার ছেলেকে । নোদাখালি পুলিশের আইসিকে অবিলম্বে সরানো উচিত । অবিলম্বে গোটা রাজ্যে কোড অফ কন্ডাক্ট লাগু করা উচিত যাতে লোকসভা ভোটে নিচুতলার বিজেপি কর্মীরা নির্ভয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে পারে । তাদের ভয় দেখানো ও হুমকি দেওয়া যাতে বন্ধ করা হয় ।"

নোদাখালি পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন শঙ্কুদেব । একইসঙ্গে তিনি জানান, তৃণমূলের গুণ্ডারা বাচ্চাটির বাবাকে বলেছে তৃণমূলে যোগ দিলেই তাকে এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়া হবে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে ।

শঙ্কুদেব আরও বলেন, "গোটা রাজ্যে ভয়ংকর পরিস্থিতি ৷ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । তারা যাতে নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে না পারে । এই আপনাদের ডায়মন্ড হারবার মডেল ? আমার মনে হয় না এখানে স্বচ্ছভাবে ভোটের পরিস্থিতি আছে । ছেলেটাকে ছেড়ে দেওয়া হোক । ঘরে ফিরে আসুক ।" তারপরই শুক্রবার শঙ্কুদেব পণ্ডা ও কৌশিক খাঁড়া হাইকোর্টে এসে জানান ছেলেটিকে পুরী থেকে উদ্ধার করা হয়েছে ।

আরও পড়ুন :

  1. অভিষেকের গড়ে বিজেপি নেতার ছেলেকে অপহরণ করে দলবদলের চাপ ! বিস্ফোরক শঙ্কুদেব
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.