ETV Bharat / state

'বহরমপুরে অধীর তৃতীয় স্থানে থাকবে', কংগ্রেস-গড়ে দাঁড়িয়েই চ্যালেঞ্জ শুভেন্দুর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: রাজ্যে কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি মুর্শিদাবাদে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিশানা করলেন বিজেপির শুভেন্দু ৷ বুধবার তিনি ভবিষ্যদ্বাণী করেন, বহরমপুরে অধীর চৌধুরী জিততে তো পারবেনই না, তিনি 3 নম্বরে থাকবেন ৷

ETV Bharat
বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে বললেন শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 9:55 AM IST

Updated : Apr 4, 2024, 10:36 AM IST

বহরমপুর লোকসভা কেন্দ্রের ফলাফল আগেই ভবিষ্যদ্বাণী করলেন শুভেন্দু অধিকারী

বহরমপুর, 4 এপ্রিল: অধীর-গড়ে দাঁড়িয়েই তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুধু তাই নয়, মালদা, মুর্শিদাবাদের পাঁচটি আসনই জয় নিশ্চিত বলে ভবিষ্যদ্বাণী করলেন ৷ বুধবার বিকেলে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে দলীয় প্রার্থী নির্মল সাহার সমর্থনে প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "চারটি আসনে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে ৷ জঙ্গিপুরে খলিলুর রহমান দ্বিতীয় স্থানে থাকলেও থাকতে পারে ৷"

2019 সালে মুর্শিদাবাদে তৃণমূলের কান্ডারি হয়ে নির্বাচনের ব্লুপ্রিন্ট সাজিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তখন বলেছিলেন, অধীর চৌধুরীকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব ৷ মুর্শিদাবাদ, জঙ্গিপুর লোকসভায় জিতলেও বহরমপুরে অধীর চৌধুরীর কাছে পরাজিত হন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার ৷ বর্তমানে তিনি তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি ৷

বহরমপুর কেন্দ্রে হারের ব্যাখ্যা দিতে গিয়ে অপূর্ব সরকার ও তাঁর দাদা পার্থপ্রতীম সরকারকে কার্যত 'ডাকাত' বলে সম্বোধন করে শুভেন্দু বলেন, "আমি ছিলাম, তাই 4 লক্ষের লিড 78 হাজারে নেমে এসেছিল ৷ পচা মালটা (অপূর্ব সরকার) মাত্র 78 হাজারে হেরেছিল ৷ সাতটি বিধানসভার মধ্যে বেলডাঙা, রেজিনগর, ভররতপুর, নওদা, ভরতপুর, বড়ঞায় লিড ছিল ৷ কান্দি ও বহরমপুরের ভোটে জিতেছিলেন অধীর চৌধুরী ৷ গতবার সনাতনী ধর্মের মানুষ বিজেপিকে ভোট দেয়নি ৷ এবার আমি আছি ৷

এদিকে কংগ্রেস গড় নিয়ে তিনি বলেন, "এবার আমি নেই ৷ মালদা আর মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিহ্ন হবে ৷ শুধু ভোটের দিন মিলিয়ে নেবেন ৷ উত্তর মালদা, দক্ষিণ মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ- এই চারটে কেন্দ্রে তৃণমূল তৃতীয় হবে ৷ প্রসূন, শাহনাওয়াজ, আবু তাহের, অধীর চৌধুরী তিন নম্বরে থাকবেন ৷ খলিলুর রহমান দ্বিতীয় স্থানে যেতে পারেন ৷ নিশ্চিহ্ন হবে এই চোর পার্টি বহরমপুরে অধীর চৌধুরী তৃতীয় স্থানে থাকবেন ৷ বহরমপুর থেকে দিল্লি যাবে নির্মল সাহা ৷ আমার কথা মিলিয়ে নেবেন ৷" সন্দেশখালি ইস্যু ফের সামনে এনে তিনি বলেন, "শাহজাহানের দলকে এবার কেউ ভোট দেবে না ৷ যারা বছরের পর বছর ধরে মহিলাদের সম্ভ্রম দিতে পারেনি, তাদের এবার মানুষ ভোট দেবে না ৷"

আরও পড়ুন:

  1. 'ভোট দিতে দেননি মমতা, এবার বদলা হবে', হুঁশিয়ারী শুভেন্দু অধিকারীর
  2. 'খালিস্তানি' বিতর্ক, শুভেন্দুর মামলা থেকে সরলেন বিচারপতি জয় সেনগুপ্ত
  3. আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীরের

বহরমপুর লোকসভা কেন্দ্রের ফলাফল আগেই ভবিষ্যদ্বাণী করলেন শুভেন্দু অধিকারী

বহরমপুর, 4 এপ্রিল: অধীর-গড়ে দাঁড়িয়েই তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুধু তাই নয়, মালদা, মুর্শিদাবাদের পাঁচটি আসনই জয় নিশ্চিত বলে ভবিষ্যদ্বাণী করলেন ৷ বুধবার বিকেলে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে দলীয় প্রার্থী নির্মল সাহার সমর্থনে প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "চারটি আসনে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে ৷ জঙ্গিপুরে খলিলুর রহমান দ্বিতীয় স্থানে থাকলেও থাকতে পারে ৷"

2019 সালে মুর্শিদাবাদে তৃণমূলের কান্ডারি হয়ে নির্বাচনের ব্লুপ্রিন্ট সাজিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তখন বলেছিলেন, অধীর চৌধুরীকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব ৷ মুর্শিদাবাদ, জঙ্গিপুর লোকসভায় জিতলেও বহরমপুরে অধীর চৌধুরীর কাছে পরাজিত হন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার ৷ বর্তমানে তিনি তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি ৷

বহরমপুর কেন্দ্রে হারের ব্যাখ্যা দিতে গিয়ে অপূর্ব সরকার ও তাঁর দাদা পার্থপ্রতীম সরকারকে কার্যত 'ডাকাত' বলে সম্বোধন করে শুভেন্দু বলেন, "আমি ছিলাম, তাই 4 লক্ষের লিড 78 হাজারে নেমে এসেছিল ৷ পচা মালটা (অপূর্ব সরকার) মাত্র 78 হাজারে হেরেছিল ৷ সাতটি বিধানসভার মধ্যে বেলডাঙা, রেজিনগর, ভররতপুর, নওদা, ভরতপুর, বড়ঞায় লিড ছিল ৷ কান্দি ও বহরমপুরের ভোটে জিতেছিলেন অধীর চৌধুরী ৷ গতবার সনাতনী ধর্মের মানুষ বিজেপিকে ভোট দেয়নি ৷ এবার আমি আছি ৷

এদিকে কংগ্রেস গড় নিয়ে তিনি বলেন, "এবার আমি নেই ৷ মালদা আর মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিহ্ন হবে ৷ শুধু ভোটের দিন মিলিয়ে নেবেন ৷ উত্তর মালদা, দক্ষিণ মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ- এই চারটে কেন্দ্রে তৃণমূল তৃতীয় হবে ৷ প্রসূন, শাহনাওয়াজ, আবু তাহের, অধীর চৌধুরী তিন নম্বরে থাকবেন ৷ খলিলুর রহমান দ্বিতীয় স্থানে যেতে পারেন ৷ নিশ্চিহ্ন হবে এই চোর পার্টি বহরমপুরে অধীর চৌধুরী তৃতীয় স্থানে থাকবেন ৷ বহরমপুর থেকে দিল্লি যাবে নির্মল সাহা ৷ আমার কথা মিলিয়ে নেবেন ৷" সন্দেশখালি ইস্যু ফের সামনে এনে তিনি বলেন, "শাহজাহানের দলকে এবার কেউ ভোট দেবে না ৷ যারা বছরের পর বছর ধরে মহিলাদের সম্ভ্রম দিতে পারেনি, তাদের এবার মানুষ ভোট দেবে না ৷"

আরও পড়ুন:

  1. 'ভোট দিতে দেননি মমতা, এবার বদলা হবে', হুঁশিয়ারী শুভেন্দু অধিকারীর
  2. 'খালিস্তানি' বিতর্ক, শুভেন্দুর মামলা থেকে সরলেন বিচারপতি জয় সেনগুপ্ত
  3. আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীরের
Last Updated : Apr 4, 2024, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.