বহরমপুর, 4 এপ্রিল: অধীর-গড়ে দাঁড়িয়েই তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুধু তাই নয়, মালদা, মুর্শিদাবাদের পাঁচটি আসনই জয় নিশ্চিত বলে ভবিষ্যদ্বাণী করলেন ৷ বুধবার বিকেলে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে দলীয় প্রার্থী নির্মল সাহার সমর্থনে প্রচারে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "চারটি আসনে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে ৷ জঙ্গিপুরে খলিলুর রহমান দ্বিতীয় স্থানে থাকলেও থাকতে পারে ৷"
2019 সালে মুর্শিদাবাদে তৃণমূলের কান্ডারি হয়ে নির্বাচনের ব্লুপ্রিন্ট সাজিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তখন বলেছিলেন, অধীর চৌধুরীকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব ৷ মুর্শিদাবাদ, জঙ্গিপুর লোকসভায় জিতলেও বহরমপুরে অধীর চৌধুরীর কাছে পরাজিত হন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার ৷ বর্তমানে তিনি তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি ৷
বহরমপুর কেন্দ্রে হারের ব্যাখ্যা দিতে গিয়ে অপূর্ব সরকার ও তাঁর দাদা পার্থপ্রতীম সরকারকে কার্যত 'ডাকাত' বলে সম্বোধন করে শুভেন্দু বলেন, "আমি ছিলাম, তাই 4 লক্ষের লিড 78 হাজারে নেমে এসেছিল ৷ পচা মালটা (অপূর্ব সরকার) মাত্র 78 হাজারে হেরেছিল ৷ সাতটি বিধানসভার মধ্যে বেলডাঙা, রেজিনগর, ভররতপুর, নওদা, ভরতপুর, বড়ঞায় লিড ছিল ৷ কান্দি ও বহরমপুরের ভোটে জিতেছিলেন অধীর চৌধুরী ৷ গতবার সনাতনী ধর্মের মানুষ বিজেপিকে ভোট দেয়নি ৷ এবার আমি আছি ৷
এদিকে কংগ্রেস গড় নিয়ে তিনি বলেন, "এবার আমি নেই ৷ মালদা আর মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিহ্ন হবে ৷ শুধু ভোটের দিন মিলিয়ে নেবেন ৷ উত্তর মালদা, দক্ষিণ মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ- এই চারটে কেন্দ্রে তৃণমূল তৃতীয় হবে ৷ প্রসূন, শাহনাওয়াজ, আবু তাহের, অধীর চৌধুরী তিন নম্বরে থাকবেন ৷ খলিলুর রহমান দ্বিতীয় স্থানে যেতে পারেন ৷ নিশ্চিহ্ন হবে এই চোর পার্টি বহরমপুরে অধীর চৌধুরী তৃতীয় স্থানে থাকবেন ৷ বহরমপুর থেকে দিল্লি যাবে নির্মল সাহা ৷ আমার কথা মিলিয়ে নেবেন ৷" সন্দেশখালি ইস্যু ফের সামনে এনে তিনি বলেন, "শাহজাহানের দলকে এবার কেউ ভোট দেবে না ৷ যারা বছরের পর বছর ধরে মহিলাদের সম্ভ্রম দিতে পারেনি, তাদের এবার মানুষ ভোট দেবে না ৷"
আরও পড়ুন: