কলকাতা, 23 মে: তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন ৷ বৃহস্পতিবার তৃণমূল ভবনে মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে হাতে তৃণমূলের পতাকা তুলে নেন সিরিয়া ৷ বিজেপি ছাড়ার পরই তিনি বলেন, "সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনা সাজানো । সন্দেশখালির ঘটনা হাতে লেখা গল্প । সেখানে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হত।"
এদিন সিরিয়া আরও বলেন, "মহিলাদের সম্মানের জন্য আমার লড়াই। সন্দেশখালিতে মহিলারা নির্যাতিত ও ধর্ষিত হয়েছেন শুনে তাঁদের হয়ে আমি লড়াই করছিলাম । কিন্তু বিগত সময়ে অনেক দিন ধরেই এ বিষয়ে একাধিক প্রশ্ন মনে উঁকি মারছিল। সন্দেশখালিতে গিয়ে সে সব প্রশ্নের যা উত্তর পেয়েছি তারপরেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। বসিরহাটের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর আমি সন্দেশখালিতে যাই । কিন্তু গিয়ে দেখলাম, এটা সম্পূর্ণ বানানো গল্প । সেখানে আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হত, মোবাইল দেওয়া হত । কবে, কী হবে, আগে থেকে মিডিয়াকে খবর দিয়ে দেওয়া হত । 2016 সাল থেকে আমি পার্টির সঙ্গে ছিলাম । এ সব দেখে মন ভেঙে গিয়েছে ।"
আরও পড়ুন : ভিডিয়োর পর এবার ভাইরাল অডিয়ো ক্লিপ! তিন রহস্যময়ের কন্ঠস্বরের কথোপকথনে সরগরম সন্দেশখালি
কীভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে তার একটা সাম্প্রতিক উদাহরণও দিয়ে সিরিয়া বলেন, "15 মে সন্দেশখালিতে আবার এক মহিলা নতুন করে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ করেন । আমার কাছে ফোন আসে, সন্দেশখালি যেতে হবে । মেসেজ আসে, এটা আমাদের তৈরি করা । এরপর সেখানে গিয়ে দেখলাম, পুলিশের এফআইআরে বলা হয়েছে, মহিলার শ্লীলতাহানি হয়েছে । পরের দিন ওই মহিলা গোপন জবানবন্দি দিতে গিয়ে বলেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে । এসব মন থেকে মেনে নিতে পারিনি, তাই বিজেপি ছাড়লাম ।"