ETV Bharat / state

'তৃণমূল থেকেও প্রস্তাব এসেছে', বিজেপি টিকিট না দিলে একাই লড়বেন অনুপম

Anupam Hazra: গত বছরের শেষে বিজেপির জাতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুপম হাজরাকে ৷ এদিকে সামনেই লোকসভা নির্বাচন ৷ এই অবস্থায় বিজেপি নেতা কি নির্বাচনে লড়বেন ? লড়লে কোনও দলের হয়ে, নাকি নির্দল প্রার্থী হিসেবে ? ইটিভি ভারতের প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনুপম বললেন তাঁর মনের কথা ৷

ETV Bharat
ইটিভি ভারতের মুখোমুখি অনুপম হাজরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 9:01 PM IST

Updated : Jan 27, 2024, 9:13 PM IST

আসন্ন লোকসভা নির্বাচনে কী করবেন তা ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন অনুপম হাজরা

বোলপুর, 27 জানুয়ারি: বিজেপি টিকিট না দিলেও বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা ৷ "তৃণমূল থেকেও প্রস্তাব এসেছে", ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা ৷ বঙ্গ বিজেপির নেতারা দলে'সিন্ডিকেট' চালান বলে অনুপমের অভিযোগ। পাশাপাশি, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও বিষোদগার করলেন তিনি ৷ এমনকী তাঁর দাবি, "বঙ্গ বিজেপি টাকা নিয়ে পদ দিচ্ছে ৷"

বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশাল মিডিয়ায় বারবার সরব হতে দেখা গিয়েছে অনুপমকে ৷ কখনও নাম না করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। কখনও আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে 'চোর মুক্ত বিজেপি চাই' স্লোগান তুলতে দেখা গিয়েছে তাঁকে ৷ রাজনৈতিক মহলের দাবি, এরই খেসারত দিতে হয়েছে দলের সর্বভারতীয় সম্পাদকের পদ খুইয়ে ৷

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে অনুপম হাজরা তাঁর মনের কথা জানালেন ৷ বঙ্গ বিজেপির বিরুদ্ধে সরব হওয়াতেই কি পদ খোয়াতে হল ? এর উত্তরে তিনি বলেন, "বঙ্গ বিজেপিতে একটা সিন্ডিকেট চলে ৷ কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা বোঝেন না ৷ তাই বঙ্গ বিজেপির নেতারা ভুল বুঝিয়েছেন, যাতে কেন্দ্রীয় নেতৃত্ব প্রভাবিত হয়েছে ৷" কী ধরনের সিন্ডিকেট, প্রশ্নে বিস্ফোরক অনুপম ৷

তিনি বলেন, "টাকা নিয়ে পদ দেওয়া হচ্ছে ৷ কাজের লোকদের নয়, প্রধান্য দেওয়া হচ্ছে কাছের লোকদের ৷ এককথায় দলকে বিক্রি করে নিজেদের পকেট গরম করছেন নেতারা ৷ আমি চোরদের চুরির প্রমাণ-সহ নামের তালিকা কেন্দ্রীয় নেতাদের পাঠিয়েছিলাম ৷ কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বলেননি ৷ ওঁরা চাইছেন দলে চোর থাকুক ।" তৃণমূলে যোগ দেওয়া বা তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন ? এর উত্তরে অনুপম হাজরা বলেন, "সব দল থেকে প্রস্তাব পেয়েছি ৷ তৃণমূল থেকেও অবশ্যই পেয়েছি ৷ তবে দল ছাড়াও অনেক কিছু কাজ করা হয় ৷ এখনই কিছু বলতে চাই না ৷ সময়ই কথা বলবে ৷"

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত ? এই প্রশ্নে বিজেপির থেকে টিকিট না-পাওয়ার আশঙ্কা প্রকাশ করে অনুপম হাজরা বলেন, "বোলপুর লোকসভা কেন্দ্র থেকেই লড়ব ৷ প্রথম পছন্দ দলের টিকিট ৷ কিন্তু, বঙ্গ বিজেপির যা সিন্ডিকেট দেখছি, তাতে হয়তো কোনও অযোগ্যকে টিকিট দিতে পারে ৷" এরপর তিনি নির্দল হয়ে লড়বেন কি না, এর উত্তরে সোজাসুজি কোনও উত্তর না দিয়ে অনুপম বলেন, "সময় খুব শক্তিশালী ৷ সময় কথা বলবে ৷"

আরও পড়ুন:

  1. শর্ত মানলে বিজেপিতে সব আগের মতো, ‘পদমুক্ত’ হওয়ার পর অনুপমের দাবি ঘিরে নয়া জল্পনা
  2. পৌষমেলায় মুখোমুখি অনুপম হাজরা ও বঙ্গ বিজেপির স্টল! গোষ্ঠীকোন্দলের কটাক্ষ তৃণমূলের
  3. 'এখন আমি ব্রাত্য', শাহী সভায় আমন্ত্রণ না পেয়ে বললেন 'ক্ষুব্ধ' অনুপম

আসন্ন লোকসভা নির্বাচনে কী করবেন তা ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন অনুপম হাজরা

বোলপুর, 27 জানুয়ারি: বিজেপি টিকিট না দিলেও বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা ৷ "তৃণমূল থেকেও প্রস্তাব এসেছে", ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা ৷ বঙ্গ বিজেপির নেতারা দলে'সিন্ডিকেট' চালান বলে অনুপমের অভিযোগ। পাশাপাশি, কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও বিষোদগার করলেন তিনি ৷ এমনকী তাঁর দাবি, "বঙ্গ বিজেপি টাকা নিয়ে পদ দিচ্ছে ৷"

বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশাল মিডিয়ায় বারবার সরব হতে দেখা গিয়েছে অনুপমকে ৷ কখনও নাম না করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। কখনও আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে 'চোর মুক্ত বিজেপি চাই' স্লোগান তুলতে দেখা গিয়েছে তাঁকে ৷ রাজনৈতিক মহলের দাবি, এরই খেসারত দিতে হয়েছে দলের সর্বভারতীয় সম্পাদকের পদ খুইয়ে ৷

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে অনুপম হাজরা তাঁর মনের কথা জানালেন ৷ বঙ্গ বিজেপির বিরুদ্ধে সরব হওয়াতেই কি পদ খোয়াতে হল ? এর উত্তরে তিনি বলেন, "বঙ্গ বিজেপিতে একটা সিন্ডিকেট চলে ৷ কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা বোঝেন না ৷ তাই বঙ্গ বিজেপির নেতারা ভুল বুঝিয়েছেন, যাতে কেন্দ্রীয় নেতৃত্ব প্রভাবিত হয়েছে ৷" কী ধরনের সিন্ডিকেট, প্রশ্নে বিস্ফোরক অনুপম ৷

তিনি বলেন, "টাকা নিয়ে পদ দেওয়া হচ্ছে ৷ কাজের লোকদের নয়, প্রধান্য দেওয়া হচ্ছে কাছের লোকদের ৷ এককথায় দলকে বিক্রি করে নিজেদের পকেট গরম করছেন নেতারা ৷ আমি চোরদের চুরির প্রমাণ-সহ নামের তালিকা কেন্দ্রীয় নেতাদের পাঠিয়েছিলাম ৷ কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বলেননি ৷ ওঁরা চাইছেন দলে চোর থাকুক ।" তৃণমূলে যোগ দেওয়া বা তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন ? এর উত্তরে অনুপম হাজরা বলেন, "সব দল থেকে প্রস্তাব পেয়েছি ৷ তৃণমূল থেকেও অবশ্যই পেয়েছি ৷ তবে দল ছাড়াও অনেক কিছু কাজ করা হয় ৷ এখনই কিছু বলতে চাই না ৷ সময়ই কথা বলবে ৷"

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত ? এই প্রশ্নে বিজেপির থেকে টিকিট না-পাওয়ার আশঙ্কা প্রকাশ করে অনুপম হাজরা বলেন, "বোলপুর লোকসভা কেন্দ্র থেকেই লড়ব ৷ প্রথম পছন্দ দলের টিকিট ৷ কিন্তু, বঙ্গ বিজেপির যা সিন্ডিকেট দেখছি, তাতে হয়তো কোনও অযোগ্যকে টিকিট দিতে পারে ৷" এরপর তিনি নির্দল হয়ে লড়বেন কি না, এর উত্তরে সোজাসুজি কোনও উত্তর না দিয়ে অনুপম বলেন, "সময় খুব শক্তিশালী ৷ সময় কথা বলবে ৷"

আরও পড়ুন:

  1. শর্ত মানলে বিজেপিতে সব আগের মতো, ‘পদমুক্ত’ হওয়ার পর অনুপমের দাবি ঘিরে নয়া জল্পনা
  2. পৌষমেলায় মুখোমুখি অনুপম হাজরা ও বঙ্গ বিজেপির স্টল! গোষ্ঠীকোন্দলের কটাক্ষ তৃণমূলের
  3. 'এখন আমি ব্রাত্য', শাহী সভায় আমন্ত্রণ না পেয়ে বললেন 'ক্ষুব্ধ' অনুপম
Last Updated : Jan 27, 2024, 9:13 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.