ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে আসল অপরাধীকে আড়াল করা হচ্ছে মন্তব্য দিলীপের, পথে নেমে প্রতিবাদের দাবি সুকান্তর - RG KAR DOCTOR RAPE AND MURDER

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 10:23 AM IST

RG Kar Hospital doctor rape and murder case: আরজি কর-কাণ্ডে এবার রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ হাসপাতাবের মধ্যে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা এক প্রকার সমাজিক অবক্ষয় বলে দাবি দিলীপের ৷

RG kar incident
চুঁচুড়ার একটি সভায় দিলীপ ও সুকান্ত (নিজস্ব চিত্র)

চুঁচুড়া, 14 অগস্ট: আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় রাজ্যরাজনীতি ৷ পথে নেমেছেন বুদ্ধিজীবীরা ৷ প্রতিবাদের তীব্রতা আর নির্যাতিতার বিচারের আর্তনাদ মিশিয়ে দিতে আজ 'মধ্যরাতে রাজপথ দখল' কর্মসূচি নাগরিক থেকে বুদ্ধিজীবীদের ৷ তার মধ্যেই হুগলির চঁচুড়ার একটি সভা থেকে রাজ্যের শাসক দলকে একযোগে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷

অপরাধীকে আড়াল করা হচ্ছে, মন্তব্য দিলীপের (ইটিভি ভারত)

মঙ্গলবার চুঁচুড়া পিপুলপাতিতে ভারতমাতা পুজো আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ আজরি কর-কাণ্ডে আসল অপরাধীকে আড়াল করা হচ্ছে ৷ আগে অপরাধী ধরুক, তারপর মুখ্যমন্ত্রী ফাঁসি দেবেন। আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি নেতা দিলীপের।

এই অনুষ্ঠান থেকেই তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলে দিলেন অপরাধীর ফাঁসি হবে ৷ কিন্তু আসল অপরাধীকেই আড়াল করা হচ্ছে । আগে তো আসল কে ধরুক, তারপর তো ফাঁসি দেবে। কামদুনির পরও বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার হয়েছে। একটারও ফাঁসি হয়েছে ? প্রতি মাসে মহিলা কমিশনের লোকেরা দেখতে আসেন, কেন ? সিবিআইকে ডাকা হয়েছে সেখানেও বলছে সিবিআই কিছু করতে পারে না ৷ সিবিআই পারুক না-পারুক, কেন সিবিআইকে ডাকা হচ্ছে । তার মানে আপনার পুলিশের উপর ভরসা নেই ।"

এদিন চুঁচুড়ায় আরএসএসের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেই বৈঠকেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও রাজ্য সরকারকে আক্রমণ করেন ৷ তরুণী চিকিৎসকে মৃ্ত্য়ুতে পুলিশ থেকে আরজি কর কর্তৃপক্ষ ও স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি ৷ সুকান্ত বলেন, "প্রথম থেকেই বিজেপির দাবি ছিল, সিবিআই তদন্ত হোক। কিন্তু যে সময়টা নষ্ট হল, তাতে অনেক তথ্যপ্রমাণ লোপাট হল ৷ কারণ ওই হাসপাতালে ড্রাগ ও সেক্স র‍্যাকেটের কথা শোনা যাচ্ছে ৷ আমরা সত্য-মিথ্যা জানি না ৷ হত্যাকাণ্ডের তো তদন্ত হওয়া উচিত ৷ সেটা হলেই সত্যিটা সামনে আসবে ৷" পাশাপাশি দলীয় কর্মীদের আহ্বান করেন স্বাধীনতা দিবসে পথে নেমে প্রতিবাদ করতে ৷

আরজি কর-কাণ্ডে ইতিমধ্যেই কলতাকা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ বুধবার শহরে এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ দল ৷ এই দলে ফরেনসিক বিশেষজ্ঞরাও আছেন ৷

চুঁচুড়া, 14 অগস্ট: আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় রাজ্যরাজনীতি ৷ পথে নেমেছেন বুদ্ধিজীবীরা ৷ প্রতিবাদের তীব্রতা আর নির্যাতিতার বিচারের আর্তনাদ মিশিয়ে দিতে আজ 'মধ্যরাতে রাজপথ দখল' কর্মসূচি নাগরিক থেকে বুদ্ধিজীবীদের ৷ তার মধ্যেই হুগলির চঁচুড়ার একটি সভা থেকে রাজ্যের শাসক দলকে একযোগে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷

অপরাধীকে আড়াল করা হচ্ছে, মন্তব্য দিলীপের (ইটিভি ভারত)

মঙ্গলবার চুঁচুড়া পিপুলপাতিতে ভারতমাতা পুজো আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ আজরি কর-কাণ্ডে আসল অপরাধীকে আড়াল করা হচ্ছে ৷ আগে অপরাধী ধরুক, তারপর মুখ্যমন্ত্রী ফাঁসি দেবেন। আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি নেতা দিলীপের।

এই অনুষ্ঠান থেকেই তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলে দিলেন অপরাধীর ফাঁসি হবে ৷ কিন্তু আসল অপরাধীকেই আড়াল করা হচ্ছে । আগে তো আসল কে ধরুক, তারপর তো ফাঁসি দেবে। কামদুনির পরও বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার হয়েছে। একটারও ফাঁসি হয়েছে ? প্রতি মাসে মহিলা কমিশনের লোকেরা দেখতে আসেন, কেন ? সিবিআইকে ডাকা হয়েছে সেখানেও বলছে সিবিআই কিছু করতে পারে না ৷ সিবিআই পারুক না-পারুক, কেন সিবিআইকে ডাকা হচ্ছে । তার মানে আপনার পুলিশের উপর ভরসা নেই ।"

এদিন চুঁচুড়ায় আরএসএসের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেই বৈঠকেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও রাজ্য সরকারকে আক্রমণ করেন ৷ তরুণী চিকিৎসকে মৃ্ত্য়ুতে পুলিশ থেকে আরজি কর কর্তৃপক্ষ ও স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি ৷ সুকান্ত বলেন, "প্রথম থেকেই বিজেপির দাবি ছিল, সিবিআই তদন্ত হোক। কিন্তু যে সময়টা নষ্ট হল, তাতে অনেক তথ্যপ্রমাণ লোপাট হল ৷ কারণ ওই হাসপাতালে ড্রাগ ও সেক্স র‍্যাকেটের কথা শোনা যাচ্ছে ৷ আমরা সত্য-মিথ্যা জানি না ৷ হত্যাকাণ্ডের তো তদন্ত হওয়া উচিত ৷ সেটা হলেই সত্যিটা সামনে আসবে ৷" পাশাপাশি দলীয় কর্মীদের আহ্বান করেন স্বাধীনতা দিবসে পথে নেমে প্রতিবাদ করতে ৷

আরজি কর-কাণ্ডে ইতিমধ্যেই কলতাকা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ বুধবার শহরে এসে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ দল ৷ এই দলে ফরেনসিক বিশেষজ্ঞরাও আছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.