ETV Bharat / state

100 দিনের কাজে লক্ষ-কোটির দুর্নীতির অভিযোগ, বিধানসভায় 'ক্যাগ' আলোচনার দাবিতে বিক্ষোভ বিজেপির

WB Assembly Chaos: ক্যাগ রিপোর্টে অসঙ্গতি নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি ৷ ক্যাগ রিপোর্টে অসঙ্গতি রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ৷

ETV Bharat
বিধানসভায় বিক্ষোভ বিজেপির
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 12:36 PM IST

Updated : Feb 6, 2024, 2:45 PM IST

বিধানসভায় ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা না হওয়ায় বিক্ষোভ দেখাল বিজেপি

কলকাতা, 6 ফেব্রুয়ারি: ক্যাগ রিপোর্টে অসঙ্গতি নিয়ে তুলকালাম কাণ্ড বিধানসভায় ৷ মঙ্গলবার প্রশ্নোত্তর পর্ব শেষে বিধানসভায় ক্যাগ রিপোর্টে অসঙ্গতি নিয়ে আলোচনা চেয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ৷ এদিকে অধ্যক্ষের তরফ থেকে আলোচনা করতে না-দেওয়ায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিরোধী তথা বিজেপি বিধায়করা ৷ এরপর বিধানসভার সাউথ গেটের বাইরে এই নিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি।

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এদিনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন ৷ তাঁর বক্তব্য, "এই সরকার হিসেব দিতে চাইছে না ৷ অথচ তা নিয়ে আলোচনা করতে চাইলে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় আমাদের আলোচনা করতে দিচ্ছেন না ৷ তাই আমরা প্রতিবাদ করে বাইরে বেরিয়ে এসেছি ৷ তাঁকে মনে করিয়ে দিতে চাই, বিধানসভা বিরোধীদের জায়গা ৷ সেখানে কিছু বললেই আমাদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে ৷ লোকসভার উদাহরণ দেওয়া হচ্ছে ৷ সাসপেনশনের কথা বলা হচ্ছে ৷" তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজে 1 লক্ষ 94 হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা ৷ তিনি বলেন, "যদি চুরি না করে থাকেন, তাহলে আলোচনা করতে দিচ্ছে না কেন ? পুরো জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷"

এদিকে এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে 100 দিনের কাজ নিয়ে তল্লাশিতে নেমেছে ইডি ৷ আরেকদিকে বিধানসভার অন্দরে তৃণমূলকে বেকায়দায় ফেলতে সক্রিয় বিজেপি পরিষদীয় দল ৷ এদিন আগে থেকেই নির্ধারিত ছিল আজ ক্যাগ ইস্যুকে সামনে রেখে মূলতুবি প্রস্তাব আনা হবে ৷ সেইমতো এদিন প্রশ্নোত্তর পর্বের শেষে এই বিষয় নিয়ে আলোচনা চায় বিজেপি ৷

তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আলোচনা করতে না দেওয়ায় প্রথমে ওয়েলে নেমে হইচই শুরু করেন বিজেপি বিধায়করা ৷ বিধানসভার ভিতরেই তাঁরা 'চোর চোর' স্লোগান দিতে থাকেন ৷ এরপর বিধানসভার নর্থ গেটের বাইরে এসে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

অন্যদিকে তৃণমূলের তরফে বিজেপির এই অবস্থানের কড়া সমালোচনা করা হয়েছে ৷ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই বিষয়ে বলেন, "এই মুহূর্তে বিজেপি রোজই এ ধরনের ঘটনা ঘটিয়ে সংবাদমাধ্যমের নজর কাড়ার চেষ্টা করছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন ক্যাগ রিপোর্টে 2003 সাল থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার কথা বলা হয়েছে ৷ আমাদের সরকার এসেছে 2011 সালে ৷ তারপরে সমস্ত কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে রাজ্য ৷ আসলে ভোটের আগে রাজনীতি করতে চাইছে বিজেপি ৷ সংবাদমাধ্যমে টিকে থাকতেই তারা এসব করছে ৷"

আরও পড়ুন:

  1. 'রাজ্যপালের উচিত ক্যাগ রিপোর্টের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া', মন্তব্য শুভেন্দুর
  2. সিএজি রিপোর্টে সব মিথ্যা ! মোদিকে কড়া প্রতিবাদ-পত্র মমতার
  3. 300 আসনে লড়লেও গোটা দেশে কংগ্রেস 40 আসন পাবে কি না সন্দেহ: মমতা

বিধানসভায় ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা না হওয়ায় বিক্ষোভ দেখাল বিজেপি

কলকাতা, 6 ফেব্রুয়ারি: ক্যাগ রিপোর্টে অসঙ্গতি নিয়ে তুলকালাম কাণ্ড বিধানসভায় ৷ মঙ্গলবার প্রশ্নোত্তর পর্ব শেষে বিধানসভায় ক্যাগ রিপোর্টে অসঙ্গতি নিয়ে আলোচনা চেয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ৷ এদিকে অধ্যক্ষের তরফ থেকে আলোচনা করতে না-দেওয়ায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিরোধী তথা বিজেপি বিধায়করা ৷ এরপর বিধানসভার সাউথ গেটের বাইরে এই নিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি।

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এদিনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন ৷ তাঁর বক্তব্য, "এই সরকার হিসেব দিতে চাইছে না ৷ অথচ তা নিয়ে আলোচনা করতে চাইলে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় আমাদের আলোচনা করতে দিচ্ছেন না ৷ তাই আমরা প্রতিবাদ করে বাইরে বেরিয়ে এসেছি ৷ তাঁকে মনে করিয়ে দিতে চাই, বিধানসভা বিরোধীদের জায়গা ৷ সেখানে কিছু বললেই আমাদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে ৷ লোকসভার উদাহরণ দেওয়া হচ্ছে ৷ সাসপেনশনের কথা বলা হচ্ছে ৷" তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজে 1 লক্ষ 94 হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা ৷ তিনি বলেন, "যদি চুরি না করে থাকেন, তাহলে আলোচনা করতে দিচ্ছে না কেন ? পুরো জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷"

এদিকে এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে 100 দিনের কাজ নিয়ে তল্লাশিতে নেমেছে ইডি ৷ আরেকদিকে বিধানসভার অন্দরে তৃণমূলকে বেকায়দায় ফেলতে সক্রিয় বিজেপি পরিষদীয় দল ৷ এদিন আগে থেকেই নির্ধারিত ছিল আজ ক্যাগ ইস্যুকে সামনে রেখে মূলতুবি প্রস্তাব আনা হবে ৷ সেইমতো এদিন প্রশ্নোত্তর পর্বের শেষে এই বিষয় নিয়ে আলোচনা চায় বিজেপি ৷

তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আলোচনা করতে না দেওয়ায় প্রথমে ওয়েলে নেমে হইচই শুরু করেন বিজেপি বিধায়করা ৷ বিধানসভার ভিতরেই তাঁরা 'চোর চোর' স্লোগান দিতে থাকেন ৷ এরপর বিধানসভার নর্থ গেটের বাইরে এসে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

অন্যদিকে তৃণমূলের তরফে বিজেপির এই অবস্থানের কড়া সমালোচনা করা হয়েছে ৷ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই বিষয়ে বলেন, "এই মুহূর্তে বিজেপি রোজই এ ধরনের ঘটনা ঘটিয়ে সংবাদমাধ্যমের নজর কাড়ার চেষ্টা করছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন ক্যাগ রিপোর্টে 2003 সাল থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার কথা বলা হয়েছে ৷ আমাদের সরকার এসেছে 2011 সালে ৷ তারপরে সমস্ত কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে রাজ্য ৷ আসলে ভোটের আগে রাজনীতি করতে চাইছে বিজেপি ৷ সংবাদমাধ্যমে টিকে থাকতেই তারা এসব করছে ৷"

আরও পড়ুন:

  1. 'রাজ্যপালের উচিত ক্যাগ রিপোর্টের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া', মন্তব্য শুভেন্দুর
  2. সিএজি রিপোর্টে সব মিথ্যা ! মোদিকে কড়া প্রতিবাদ-পত্র মমতার
  3. 300 আসনে লড়লেও গোটা দেশে কংগ্রেস 40 আসন পাবে কি না সন্দেহ: মমতা
Last Updated : Feb 6, 2024, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.