ETV Bharat / state

খড়গপুরে বিজেপি কর্মী খুন, আইসি-এসপিকে গ্রেফতারির হুঁশিয়ারি হিরণের - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections 2024: খড়গপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণন্ময় চট্টোপাধ্যায় ৷ সেখানে গিয়ে জেলার পুলিশ সুপার ও স্থানীয় থানার আইসি-কে সিবিআইকে দিয়ে গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 8:02 PM IST

খড়গপুরে মৃত বিজেপি কর্মীর বাড়িতে হিরণন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)

খড়গপুর, 24 মার্চ: খড়গপুরে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় এবার আইসি ও জেলার পুলিশ সুপারকে সিবিআইকে দিয়ে গ্রেফতার করানোর হুঁশিয়ারি দিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ ৷ রবিবার নিহত বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের (32) বাড়িতে যান খড়গপুর সদরের বিধায়ক ৷ সেখান থেকেই পুলিশ সুপার এবং খড়গপুর থানার আইসিকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন হিরণ ৷ পাশাপাশি, এই ঘটনায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করার কথাও বলতে শোনা গেল তাঁকে ৷

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই গত শুক্রবার রাতে খড়গপুরে বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয় একটি চাষের জমির পাশে ৷ সেই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ তারই মধ্যে রবিবার নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান এলাকার বিধায়ক তথা ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ ৷ সেখানে মৃতের পরিবারকে সুবিচারের আশ্বাস দেন তিনি ৷ প্রয়োজনে হাইকোর্টে মামলা করে সিবিআই তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন ৷

এর পাশাপাশি, এই ঘটনায় খড়গপুর থানার আইসি ও জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে খুনের মামলা রুজু না করার অভিযোগ তুলেছেন তিনি ৷ তা নিয়ে হিরণের হুঁশিয়ারি, সিবিআইকে দিয়ে আইসি ও পুলিশ সুপারকে গ্রেফতার করাবেন ৷ উল্লেখ্য, 22 মার্চ দুপুরে বাড়ি থেকে বের হন শান্তনু ঘোড়ুই ৷ বাড়িতে বলে যান, কাজে বেরোচ্ছেন ৷ কিন্তু, সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়ি ফেরেননি তিনি ৷

দীর্ঘক্ষণ খোঁজাখুজি করার পর, রাত 10টা নাগাদ খড়গপুর থানায় অভিযোগ দায়ের করতে যান পরিবারের সদস্যরা ৷ তখনই খবর আসে একটি চাষের জমির পাশে হাত-পা বাঁধা অবস্থায় শান্তনুর দেহ পড়ে আছে ৷ এরপর বাড়ির লোক ঘটনাস্থলে গিয়ে দেখেন শান্তনুর নাক-মুখ থেকে শুরু করে শরীরের বিভিন্ অংশে রক্তে ভেসে যাচ্ছে ৷ এই ঘটনায় পরবর্তী সময়ে বাড়ির লোকজন খড়গপুর থানায় কয়েকজনের নামে অভিযোগ লেখাতে যান ৷ কিন্তু, পুলিশ তাঁদের অভিযোগ না নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখে ৷ এরপর হিরণ থানায় পৌঁছাতেই পুলিশ এফআইআর দায়ের করে ৷ এদিন হিরণ মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে শান্তনু ঘোড়ুইয়ের মা হিরণের পা ধরে ছেলের মৃত্যুর সুবিচারের দাবি জানাতে থাকেন ৷ তখনই হিরণ প্রতিশ্রুতি দেন, দ্রুত এই ঘটনায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে আবেদন করবেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ডেবরায় ভাঙল দেবের প্রচার মঞ্চের একাংশ, দুর্ঘটনা থেকে রেহাই সাংসদের
  2. প্রচারে জমজমাট ঘাটাল, দেবের হাসির উত্তরে হিরণের 'তোমার দেখা নাই রে'

খড়গপুরে মৃত বিজেপি কর্মীর বাড়িতে হিরণন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)

খড়গপুর, 24 মার্চ: খড়গপুরে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় এবার আইসি ও জেলার পুলিশ সুপারকে সিবিআইকে দিয়ে গ্রেফতার করানোর হুঁশিয়ারি দিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ ৷ রবিবার নিহত বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের (32) বাড়িতে যান খড়গপুর সদরের বিধায়ক ৷ সেখান থেকেই পুলিশ সুপার এবং খড়গপুর থানার আইসিকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন হিরণ ৷ পাশাপাশি, এই ঘটনায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করার কথাও বলতে শোনা গেল তাঁকে ৷

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই গত শুক্রবার রাতে খড়গপুরে বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয় একটি চাষের জমির পাশে ৷ সেই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ তারই মধ্যে রবিবার নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান এলাকার বিধায়ক তথা ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ ৷ সেখানে মৃতের পরিবারকে সুবিচারের আশ্বাস দেন তিনি ৷ প্রয়োজনে হাইকোর্টে মামলা করে সিবিআই তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন ৷

এর পাশাপাশি, এই ঘটনায় খড়গপুর থানার আইসি ও জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে খুনের মামলা রুজু না করার অভিযোগ তুলেছেন তিনি ৷ তা নিয়ে হিরণের হুঁশিয়ারি, সিবিআইকে দিয়ে আইসি ও পুলিশ সুপারকে গ্রেফতার করাবেন ৷ উল্লেখ্য, 22 মার্চ দুপুরে বাড়ি থেকে বের হন শান্তনু ঘোড়ুই ৷ বাড়িতে বলে যান, কাজে বেরোচ্ছেন ৷ কিন্তু, সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়ি ফেরেননি তিনি ৷

দীর্ঘক্ষণ খোঁজাখুজি করার পর, রাত 10টা নাগাদ খড়গপুর থানায় অভিযোগ দায়ের করতে যান পরিবারের সদস্যরা ৷ তখনই খবর আসে একটি চাষের জমির পাশে হাত-পা বাঁধা অবস্থায় শান্তনুর দেহ পড়ে আছে ৷ এরপর বাড়ির লোক ঘটনাস্থলে গিয়ে দেখেন শান্তনুর নাক-মুখ থেকে শুরু করে শরীরের বিভিন্ অংশে রক্তে ভেসে যাচ্ছে ৷ এই ঘটনায় পরবর্তী সময়ে বাড়ির লোকজন খড়গপুর থানায় কয়েকজনের নামে অভিযোগ লেখাতে যান ৷ কিন্তু, পুলিশ তাঁদের অভিযোগ না নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখে ৷ এরপর হিরণ থানায় পৌঁছাতেই পুলিশ এফআইআর দায়ের করে ৷ এদিন হিরণ মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে শান্তনু ঘোড়ুইয়ের মা হিরণের পা ধরে ছেলের মৃত্যুর সুবিচারের দাবি জানাতে থাকেন ৷ তখনই হিরণ প্রতিশ্রুতি দেন, দ্রুত এই ঘটনায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে আবেদন করবেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ডেবরায় ভাঙল দেবের প্রচার মঞ্চের একাংশ, দুর্ঘটনা থেকে রেহাই সাংসদের
  2. প্রচারে জমজমাট ঘাটাল, দেবের হাসির উত্তরে হিরণের 'তোমার দেখা নাই রে'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.