কলকাতা, 5 এপ্রিল: ক্ষমা চেয়েও নিস্তার মিলল না! ভোট প্রচারে 'অপত্তিকর ভাষা' প্রয়োগের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি ৷ বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় নির্বাচনী প্রচারের মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী 'অপত্তিকর ভাষা' প্রয়োগ করেছেন বলে অভিযোগ করে গেরুয়া শিবির ৷ এই অভিযোগে শুক্রবার নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি ।
রাজ্য বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া ওই চিঠিতে লেখা হয়েছে, কোচবিহারে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময় তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অসাংবিধানিক এবং আপত্তিকর ভাষার ব্যবহার করেছেন । নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট প্রচারের সময় আদর্শ নির্বাচনী আচরণ বিধি বজায় রাখা এবং নির্বাচনী প্রচারের মর্যাদা বজায় রাখার প্রতি বারে বারে নজর নির্দেশ দেওয়া হয়েছে ।
রাজ্য বিজেপির আরও অভিযোগ, তবুও প্রচার মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় দেশের প্রধানমন্ত্রীর দেওয়া সুবিধার কথা বলার ক্ষেত্রে অসাংবিধানিক এবং আপত্তিকর ভাষা প্রয়োগ করেন মমতা। ওই চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, শুধু তৃণমূল সুপ্রিমোই নন, দলের অন্যা তারকা ক্যাম্পেনাররাও বিভিন্ন সময় এই ধরনের আপত্তিকর ভাষা ব্যাবহার করেছেন । বিশেষ করে মহিলাদের সম্বন্ধে কিছু বলার সময় তাঁরা সমস্ত মাত্রা ছাড়াচ্ছেন।
প্রসঙ্গত, গতকাল মাথাভাঙায় নির্বাচনী প্রচারের মঞ্চে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী অপশব্দ ব্যবহারের পর সর্বসমোক্ষে ক্ষমাও চেয়েছিলেন । তিনি তাঁর প্রচার মঞ্চ থেকেই বার বার বলেন, এই ধরনের শব্দ তাঁর প্রয়োগ করা ঠিক হয়নি । তারপরেও ওই বক্তব্যের জেরে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাল বিজেপি ।
রাজ্য রাজনীতিতে অপশব্দ প্রয়োগের নজির আরও অনেক রয়েছে ৷ বিরোধী দল নেতা-নেত্রীদের বিরুদ্ধে আক্রমণে কুকথা ব্যবহারে মাত্রা ছাড়িয়েছেন অনেকেই ৷ কিন্তু লোকসভা ভোটের আগে আদর্শ নির্বাচনী আচরণ বিধিতে জোর দিয়েছে কমিশন ৷ শুধু তাই নয়., নির্বাচনের দিন ঘোষণার সময় মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারও বলেছিলেন, প্রচারের সময় কোনও নেতা-নেত্রীরই এমন কথা বলা উচিত নয় যা শালীনতার মাত্রা ছাপিয়ে যাবে। তবু কু'কথার স্রোত সমানে চলিতেছে। তাই ওই আচরণ বিধি অনুযায়ী, অনেকের বিরুদ্ধেই অভিযোগ জমা পড়েছে কমিশনে ৷ এই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ-সহ অনেক হেভিওয়েট নেতা-নেত্রীর নামই রয়েছে ৷
আরও পড়ুন:
'শাহজাহানকে আমরাই গ্রেফতার করেছি', সন্দেশখালি ক্ষতে প্রলেপ লাগিয়ে মোদিকে নিশানা মমতার
জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কোথায় গেল মোদির গ্যারান্টি, প্রশ্ন তুললেন মমতা