ETV Bharat / state

'দাঙ্গা করাতে পারেন মুখ্যমন্ত্রী', রামনবমীতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি - Ram Navami 2024 - RAM NAVAMI 2024

Bjp on Ram Navami: পুরুলিয়ায় ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম নবমীতে রাজ্যে বিজেপি অশান্তি লাগাতে পারে বলে অভিযোগ করেছিলেন ৷ তারই পালটা দিয়ে শাসক দল অশান্তি করতে পারে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি ৷

Etv Bharat
নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 7:59 PM IST

রামনবমীতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি

শিলিগুড়ি, 15 এপ্রিল: অশান্তি এড়াতে এবার রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে সরব হলেন বিজেপি বিধায়করা । সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তাঁরা । এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির চার বিধায়ক । শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়, ফাঁসিদেওয়া ব্লকের বিধায়ক দুর্গা মুর্মু, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।

শঙ্কর ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য খুবই অগণতান্ত্রিক । আসলে তাঁর সময়কালে রাজ্যে একের পর এক অরাজকতা সৃষ্টি হয়েছে । এবার তিনিই রামনবমীতে দাঙ্গা লাগাবেন বলে আমাদের আশঙ্কা । আর দাঙ্গা লাগলে তিনি নিজের ব্যর্থতা ঢাকতে পারবেন । সেজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, এখন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে । রামনবমীর দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করুক ।"

পালটা বিধায়কদের একহাত নিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । তিনি বলেন, "তাঁরা চাইলে ভারতীয় সেনা ডাকতে পারেন । এর আগে অনেকবার রামনবমী হয়েছে । কোনওদিন তো কিছুই হয়নি । আর যতদিন রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবেন আর শিলিগুড়িতে গৌতম দেব থাকবে কোনও অশান্তি হবে না।"

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কোচবিহারে প্রচারে গিয়ে নাম না করে বিজেপির বিরুদ্ধে অশান্তি লাগানোর অভিযোগ তোলেন ৷ বলেন, রামনবমীতে দাঙ্গা করার চেষ্টা করবে বিজেপি । আর দাঙ্গা হলেই রাজ্যে এনআইএ ঢুকিয়ে ভোট করাবে । মিটিং করুন, মিছিল করুন সমস্যা নেই ৷ দাঙ্গা করবেন না ৷ দাঙ্গা করবে ওরা ৷ 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে ৷ আর মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পরই সাংবাদিক বৈঠক করে পালটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানান বিজেপি বিধায়করা।

আরও পড়ুন

1. '19 তারিখে ভোট, 17 তারিখ ওরা অশান্তি ছড়াবে', পুরুলিয়া থেকে বিস্ফোরক মমতা -

2. মন্ত্রীর সামনেই বিজেপির লোকজনকে 'মাথা ন্যাড়া' করে দেওয়ার নিদান তৃণমূল নেতার

3. রামনবমী পালনে পুলিশ বাধা দিলে পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলীপের

রামনবমীতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি

শিলিগুড়ি, 15 এপ্রিল: অশান্তি এড়াতে এবার রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে সরব হলেন বিজেপি বিধায়করা । সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তাঁরা । এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির চার বিধায়ক । শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়, ফাঁসিদেওয়া ব্লকের বিধায়ক দুর্গা মুর্মু, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।

শঙ্কর ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য খুবই অগণতান্ত্রিক । আসলে তাঁর সময়কালে রাজ্যে একের পর এক অরাজকতা সৃষ্টি হয়েছে । এবার তিনিই রামনবমীতে দাঙ্গা লাগাবেন বলে আমাদের আশঙ্কা । আর দাঙ্গা লাগলে তিনি নিজের ব্যর্থতা ঢাকতে পারবেন । সেজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, এখন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে । রামনবমীর দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করুক ।"

পালটা বিধায়কদের একহাত নিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । তিনি বলেন, "তাঁরা চাইলে ভারতীয় সেনা ডাকতে পারেন । এর আগে অনেকবার রামনবমী হয়েছে । কোনওদিন তো কিছুই হয়নি । আর যতদিন রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবেন আর শিলিগুড়িতে গৌতম দেব থাকবে কোনও অশান্তি হবে না।"

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কোচবিহারে প্রচারে গিয়ে নাম না করে বিজেপির বিরুদ্ধে অশান্তি লাগানোর অভিযোগ তোলেন ৷ বলেন, রামনবমীতে দাঙ্গা করার চেষ্টা করবে বিজেপি । আর দাঙ্গা হলেই রাজ্যে এনআইএ ঢুকিয়ে ভোট করাবে । মিটিং করুন, মিছিল করুন সমস্যা নেই ৷ দাঙ্গা করবেন না ৷ দাঙ্গা করবে ওরা ৷ 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে ৷ আর মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পরই সাংবাদিক বৈঠক করে পালটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানান বিজেপি বিধায়করা।

আরও পড়ুন

1. '19 তারিখে ভোট, 17 তারিখ ওরা অশান্তি ছড়াবে', পুরুলিয়া থেকে বিস্ফোরক মমতা -

2. মন্ত্রীর সামনেই বিজেপির লোকজনকে 'মাথা ন্যাড়া' করে দেওয়ার নিদান তৃণমূল নেতার

3. রামনবমী পালনে পুলিশ বাধা দিলে পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.