ETV Bharat / state

আরজি করের ঘটনায় মুলতবি প্রস্তাব খারিজ, তুলকালাম পুরনিগমে - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 6:45 PM IST

Updated : Aug 30, 2024, 8:13 PM IST

BJP CPIM and Congress Stage Protest: আরজি করের ঘটনায় বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে গেল কলকাতা পুরনিগমে। বিজেপির তরফে এই প্রস্তাব আনা খারিজ হয়ে গেলে বিক্ষোভ শুরু করে বিরোধীরা ।

BJP CPIM and Congress Stage Protest
বিজেপির প্রতিবাদ (নিজস্ব চিত্র)

কলকাতা, 30 অগস্ট: আরজি করের ঘটনায় মুলতবি প্রস্তাব খারিজ কলকাতা পুরনিগমে অধিবেশনে। বিজেপির তরফে এই প্রস্তাব আনা হলেও তা ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তা খারিজ করে দেন। এই নিয়েই ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী দলগুলি । পুরনিগমের বিভিন্ন কার্যালয়ে নারী সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে সোচ্চার হলেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষ ।

পুরনিগমে তুলকালাম (ইটিভি ভারত)

অধিবেশনের শুরুর আগে বাম ও কংগ্রেস কাউন্সিলররা পুরনিগমের ভিতর আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিল করেন । বিজেপির কাউন্সিলররা আলাদা বিক্ষোভ দেখান । মেয়র ফিরহাদ হাকিমের ঘর থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল চেয়ারপার্সনের ঘরের সামনে । এরপর বিরোধীরা প্ল্যাকার্ড নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন ।

এদিন সভা পরিচালনার ভার সামলাচ্ছিলেন তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী । শুরুতে শোক প্রস্তাব পাঠের মধ্যে দিয়ে সভার কাজ শুরু হয়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর উদ্দেশে শোক জানিয়ে প্রস্তাব পাঠ হলেও আরজি করের ঘটনার উল্লেখ না থাকায় তা নিয়ে মুলতবি প্রস্তাব আনা হলে তা খারিজ হয়ে যায় । ভারপ্রাপ্ত চেয়ারপার্সন প্রথমে বিজেপির প্রস্তাব গ্রহণ করা যায় কিনা তা নিয়ে আলোচনা শুরু করেন । তবে মেয়র ফিরহাদ হাকিম তারই মধ্যে রাজ্য সঙ্গীত পরিবেশন করে সভা শুরুর নির্দেশ দেন । মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা আর না হওয়া বিতর্কের সূত্রপাত হয় এবং বিজেপির তরফে লাগাতার স্লোগান দেওয়া হতে থাকে । শাসক শিবিরও পালটা হৈচৈ করতে থাকে । তুমুল হট্টগোলের মাধ্যমে সজলের নেতৃত্বে বিজেপি কাউন্সিলররা সভাকক্ষে বসে পড়েন । স্লোগান দিতে দিতে কক্ষ ছাড়ে বাম-কংগ্রেসও ।

পরে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "এত লোকের নামে প্রস্তাব জানানো হলেও সেখানে তিলোত্তমার উল্লেখ নেই । এরা এতটা নির্লজ্জ। আরজি করের ঘটনার প্রতি নিন্দা জানিয়ে আমরা আজকের অধিবেশন মুলতবি রাখতে বলেছিলাম । সেটা তারা করতে দিন না । ছুটির দিন এরা মহিলা কর্মচারীদের কাজে ডেকে পাঠায় । মহিলা কর্মচারীরা নিজেরাই সেই দাবি করেছেন । পুরসভার অধিকাংশ জায়গায় সিসিটিভি নেই । পর্যাপ্ত পরিমাণে মহিলা নিরাপত্তা রক্ষী নেই । শেখ শাহজাহানদের নেতারা এখানে বসে আছেন । তাঁরাই কলকাতা পুরসভা চালাচ্ছেন । অথচ তাঁরা মহিলাদের নিরাপত্তার জন্য কোনও ব্যবস্থা নিচ্ছেন না ।

কলকাতা, 30 অগস্ট: আরজি করের ঘটনায় মুলতবি প্রস্তাব খারিজ কলকাতা পুরনিগমে অধিবেশনে। বিজেপির তরফে এই প্রস্তাব আনা হলেও তা ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তা খারিজ করে দেন। এই নিয়েই ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী দলগুলি । পুরনিগমের বিভিন্ন কার্যালয়ে নারী সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে সোচ্চার হলেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষ ।

পুরনিগমে তুলকালাম (ইটিভি ভারত)

অধিবেশনের শুরুর আগে বাম ও কংগ্রেস কাউন্সিলররা পুরনিগমের ভিতর আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিল করেন । বিজেপির কাউন্সিলররা আলাদা বিক্ষোভ দেখান । মেয়র ফিরহাদ হাকিমের ঘর থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল চেয়ারপার্সনের ঘরের সামনে । এরপর বিরোধীরা প্ল্যাকার্ড নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন ।

এদিন সভা পরিচালনার ভার সামলাচ্ছিলেন তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী । শুরুতে শোক প্রস্তাব পাঠের মধ্যে দিয়ে সভার কাজ শুরু হয়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর উদ্দেশে শোক জানিয়ে প্রস্তাব পাঠ হলেও আরজি করের ঘটনার উল্লেখ না থাকায় তা নিয়ে মুলতবি প্রস্তাব আনা হলে তা খারিজ হয়ে যায় । ভারপ্রাপ্ত চেয়ারপার্সন প্রথমে বিজেপির প্রস্তাব গ্রহণ করা যায় কিনা তা নিয়ে আলোচনা শুরু করেন । তবে মেয়র ফিরহাদ হাকিম তারই মধ্যে রাজ্য সঙ্গীত পরিবেশন করে সভা শুরুর নির্দেশ দেন । মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা আর না হওয়া বিতর্কের সূত্রপাত হয় এবং বিজেপির তরফে লাগাতার স্লোগান দেওয়া হতে থাকে । শাসক শিবিরও পালটা হৈচৈ করতে থাকে । তুমুল হট্টগোলের মাধ্যমে সজলের নেতৃত্বে বিজেপি কাউন্সিলররা সভাকক্ষে বসে পড়েন । স্লোগান দিতে দিতে কক্ষ ছাড়ে বাম-কংগ্রেসও ।

পরে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "এত লোকের নামে প্রস্তাব জানানো হলেও সেখানে তিলোত্তমার উল্লেখ নেই । এরা এতটা নির্লজ্জ। আরজি করের ঘটনার প্রতি নিন্দা জানিয়ে আমরা আজকের অধিবেশন মুলতবি রাখতে বলেছিলাম । সেটা তারা করতে দিন না । ছুটির দিন এরা মহিলা কর্মচারীদের কাজে ডেকে পাঠায় । মহিলা কর্মচারীরা নিজেরাই সেই দাবি করেছেন । পুরসভার অধিকাংশ জায়গায় সিসিটিভি নেই । পর্যাপ্ত পরিমাণে মহিলা নিরাপত্তা রক্ষী নেই । শেখ শাহজাহানদের নেতারা এখানে বসে আছেন । তাঁরাই কলকাতা পুরসভা চালাচ্ছেন । অথচ তাঁরা মহিলাদের নিরাপত্তার জন্য কোনও ব্যবস্থা নিচ্ছেন না ।

Last Updated : Aug 30, 2024, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.