ETV Bharat / state

'কাকলি ঘোষ দস্তিদার দুর্নীতিগ্রস্ত সাংসদ', বিনাযুদ্ধে জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী স্বপন - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 5:29 PM IST

Swapan Majumder slams Kakoli Ghosh Dastidar: বারাসত লোকসভা কেন্দ্রে পরপর তিনবার জয়ী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ৷ এবার তাঁর প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়েছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ৷ বিনাযুদ্ধে এতটুকু জমি ছাড়তে নারাজ বিতর্কিত জনপ্রতিনিধি ৷

Etv Bharat
ভোট প্রচারে অকপট বিজেপি প্রার্থী স্বপন

বিজেপি প্রার্থী স্বপন মজুমদার

বারাসত, 28 মার্চ: তাঁর প্রার্থী পদ ঘিরে ঘরে-বাইরে বিতর্কের ঝড় বইছে ৷ তাতে অবশ্য আমল দিতে রাজি নন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বরং অভিযোগ উড়িয়ে প্রতিপক্ষ শাসকদলের হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে অল-আউট আক্রমণে গেলেন তিনি ৷ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে দুর্নীতিগ্রস্ত অ্যাখা দিয়ে কার্যত তাঁকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন স্বপন মজুমদার ৷ প্রচারের আলোয় ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর ৷

ইটিভি ভারত: শাসক শিবিরের তরফে আপনার বিরুদ্ধে মাদক পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে ৷ এমনকী, আপনার নাকি 10 বছরের সাজা ঘোষণা হয়েছিল ? গুজব না সত্যি ?

বিজেপি প্রার্থী: শাসকদল বহু অভিযোগই তোলে। 2016 থেকে 2021। এই পাঁচ বছরে পশ্চিমবঙ্গের একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে বহু মামলা হয়েছে। সবটাই হয়েছে ষড়যন্ত্র করে। এই রাজ‍্যে যত না গাঁজার চাষ হয় তার চেয়ে বেশি মামলা হয়েছে মাদক আইনে। তারপরও বলব, আমার সম্পর্কে বাংলার মানুষ সবটাই জানে। আদালতের সামনেও চলে এসেছে সবকিছু। আদালত বুঝতে পেরেছে, কীভাবে পুলিশকে ব‍্যবহার করে মিথ্যা মামলা দেওয়া হয় এখানে। আমার বিরুদ্ধে মাদক আইনের মামলা আনা হয়েছিল তা ন'মাসের মধ্যেই খারিজ হয়ে গিয়েছে। বেকসুর খালাস করেছে আদালত।

আর তৃণমূল নেতা কুণাল ঘোষ নাকি এনিয়ে বিবৃতি দিয়েছেন। ও'র সম্পর্কে বলব, যে সারদায় গরিব মানুষের টাকা মেরেছে সেই কুলাঙ্গারের কথায় আমি কোনও জবাব দিতে চাই না। যাঁরা চোরের দলের সরদার তাঁরা আমাদের জ্ঞান দেবে। সেই জ্ঞান নিতে রাজি নই আমরা।

ইটিভি ভারত: আপনার প্রার্থীপদ নিয়ে তো দলেরই একটা অংশ প্রশ্ন তুলছে, সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছে। ভোট চাইবেন কীভাবে ?

বিজেপি প্রার্থী: দেখুন, বিজেপি বড় পরিবার। অনেক বড় দল। সেখানে অনেকেই রয়েছেন। পুরনো এবং নতুন সকলেই যুক্ত আছেন এই দলে। হতে পারে তৃণমূলের লোককে বিজেপিতে ঢোকানো হয়েছিল। যাতে আমাদের দলকে কালিমালিপ্ত করা যায়! এটারও সত‍্যতা সামনে চলে আসবে দেখবেন ৷

ইটিভি ভারত: আপনি বলছেন, প্রার্থী পদ ঘিরে দলের অভ‍্যন্তরে কোনও ক্ষোভ-বিক্ষোভ নেই ?

বিজেপি প্রার্থী: আপনি তো দেখতেই পারছেন! যদি ক্ষোভ-বিক্ষোভ থাকত তাহলে এত কর্মী-সমর্থক আমার কর্মসূচিতে আসত ?

ইটিভি ভারত: আপনার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এইরকম হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াই করবেন কীভাবে ?

বিজেপি প্রার্থী: তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর! কাটমানি-খোর। এদের দুর্নীতির লম্বা তালিকা রয়েছে আমার কাছে। তাতে নাম রয়েছে কাকলিরও। ও'র দুর্নীতির তালিকা সঠিক সময়ে খুলব। এটুকু জেনে রাখুন দুর্নীতির দায়ে ওকে একদিন জেলে যেতে হবে।

ইটিভি ভারত: আপনি বলছেন কাকলি ঘোষ দস্তিদার দুর্নীতিগ্রস্ত ?

বিজেপি প্রার্থী: এনিয়ে কোনও সন্দেহ নেই! সাধারণ মানুষ এবং সাংসদ তহবিলের উন্নয়নের টাকা নয়ছয় করেছেন উনি । তৃণমূল ও দুর্নীতি সমার্থক শব্দ । দুর্নীতিগ্রস্ত ছাড়া সেখানে সৎ কোনও লোক আছে, দেখাতে পারবেন ? এমন একজনের নাম বলুন, যাঁর সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই ।

ইটিভি ভারত: আপনি বরাবরই বিতর্কিত মন্তব্য করতে অভ্যস্ত। থানা জ্বালিয়ে দেওয়া থেকে ওসিকে গাছে বেঁধে রেখে পেটানোর নিদান দিয়েছেন ৷ জনপ্রতিনিধির মুখে এই রকম কথা মানায় ?

বিজেপি প্রার্থী: দেখুন, পুলিশের গায়ে উর্দি থাকার মানে তাঁরা সাধারণ মানুষকে নিরাপত্তা দেবেন । কিন্তু, সেই উর্দিধারীরা যদি সাধারণ মানুষের কথা চিন্তা না করে উলটে দুর্নীতিগ্রস্তদের সঙ্গেই হাত মেলান, নিরীহ মানুষদের উপর যদি অন‍্যায়ভাবে মামলা দেন, তাহলে সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের সম্পর্কে কি বলা যায় আপনি বলুন ? আমার জায়গায় আপনি থাকলে কী করতেন ? বলুন !

ইটিভি ভারত: আপনি যদি জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন। তাহলেও কি আপনি একই কথা বলবেন ?

বিজেপি প্রার্থী: সময়ই বলবে। আমরা গাছে বেঁধে পেটানোতে বিশ্বাসী নই। কিন্তু, যে সমস্ত দুর্নীতিগ্রস্ত, চটিচাটা পুলিশ রয়েছেন তাঁদের বলব সাবধান হয়ে যান‌। আমরা তাঁদের চিহ্নিত করে রাখছি। বিজেপি সরকার ক্ষমতায় এলে পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন:

1. বিজেপি'র একাধিক গ্রুপ ছাড়লেন 'অভিমানী' রুদ্রনীল, দলও ছাড়ছেন? শুনল ইটিভি ভারত

2. ‘ছন্নছাড়া’ বিরোধীদের বিরুদ্ধে তৃণমূলের ‘উন্নয়নে’ ভর করে বারাসতে ফের জিততে আত্মবিশ্বাসী কাকলি

3. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা

বিজেপি প্রার্থী স্বপন মজুমদার

বারাসত, 28 মার্চ: তাঁর প্রার্থী পদ ঘিরে ঘরে-বাইরে বিতর্কের ঝড় বইছে ৷ তাতে অবশ্য আমল দিতে রাজি নন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বরং অভিযোগ উড়িয়ে প্রতিপক্ষ শাসকদলের হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে অল-আউট আক্রমণে গেলেন তিনি ৷ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে দুর্নীতিগ্রস্ত অ্যাখা দিয়ে কার্যত তাঁকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন স্বপন মজুমদার ৷ প্রচারের আলোয় ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর ৷

ইটিভি ভারত: শাসক শিবিরের তরফে আপনার বিরুদ্ধে মাদক পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে ৷ এমনকী, আপনার নাকি 10 বছরের সাজা ঘোষণা হয়েছিল ? গুজব না সত্যি ?

বিজেপি প্রার্থী: শাসকদল বহু অভিযোগই তোলে। 2016 থেকে 2021। এই পাঁচ বছরে পশ্চিমবঙ্গের একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে বহু মামলা হয়েছে। সবটাই হয়েছে ষড়যন্ত্র করে। এই রাজ‍্যে যত না গাঁজার চাষ হয় তার চেয়ে বেশি মামলা হয়েছে মাদক আইনে। তারপরও বলব, আমার সম্পর্কে বাংলার মানুষ সবটাই জানে। আদালতের সামনেও চলে এসেছে সবকিছু। আদালত বুঝতে পেরেছে, কীভাবে পুলিশকে ব‍্যবহার করে মিথ্যা মামলা দেওয়া হয় এখানে। আমার বিরুদ্ধে মাদক আইনের মামলা আনা হয়েছিল তা ন'মাসের মধ্যেই খারিজ হয়ে গিয়েছে। বেকসুর খালাস করেছে আদালত।

আর তৃণমূল নেতা কুণাল ঘোষ নাকি এনিয়ে বিবৃতি দিয়েছেন। ও'র সম্পর্কে বলব, যে সারদায় গরিব মানুষের টাকা মেরেছে সেই কুলাঙ্গারের কথায় আমি কোনও জবাব দিতে চাই না। যাঁরা চোরের দলের সরদার তাঁরা আমাদের জ্ঞান দেবে। সেই জ্ঞান নিতে রাজি নই আমরা।

ইটিভি ভারত: আপনার প্রার্থীপদ নিয়ে তো দলেরই একটা অংশ প্রশ্ন তুলছে, সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছে। ভোট চাইবেন কীভাবে ?

বিজেপি প্রার্থী: দেখুন, বিজেপি বড় পরিবার। অনেক বড় দল। সেখানে অনেকেই রয়েছেন। পুরনো এবং নতুন সকলেই যুক্ত আছেন এই দলে। হতে পারে তৃণমূলের লোককে বিজেপিতে ঢোকানো হয়েছিল। যাতে আমাদের দলকে কালিমালিপ্ত করা যায়! এটারও সত‍্যতা সামনে চলে আসবে দেখবেন ৷

ইটিভি ভারত: আপনি বলছেন, প্রার্থী পদ ঘিরে দলের অভ‍্যন্তরে কোনও ক্ষোভ-বিক্ষোভ নেই ?

বিজেপি প্রার্থী: আপনি তো দেখতেই পারছেন! যদি ক্ষোভ-বিক্ষোভ থাকত তাহলে এত কর্মী-সমর্থক আমার কর্মসূচিতে আসত ?

ইটিভি ভারত: আপনার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এইরকম হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াই করবেন কীভাবে ?

বিজেপি প্রার্থী: তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর! কাটমানি-খোর। এদের দুর্নীতির লম্বা তালিকা রয়েছে আমার কাছে। তাতে নাম রয়েছে কাকলিরও। ও'র দুর্নীতির তালিকা সঠিক সময়ে খুলব। এটুকু জেনে রাখুন দুর্নীতির দায়ে ওকে একদিন জেলে যেতে হবে।

ইটিভি ভারত: আপনি বলছেন কাকলি ঘোষ দস্তিদার দুর্নীতিগ্রস্ত ?

বিজেপি প্রার্থী: এনিয়ে কোনও সন্দেহ নেই! সাধারণ মানুষ এবং সাংসদ তহবিলের উন্নয়নের টাকা নয়ছয় করেছেন উনি । তৃণমূল ও দুর্নীতি সমার্থক শব্দ । দুর্নীতিগ্রস্ত ছাড়া সেখানে সৎ কোনও লোক আছে, দেখাতে পারবেন ? এমন একজনের নাম বলুন, যাঁর সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই ।

ইটিভি ভারত: আপনি বরাবরই বিতর্কিত মন্তব্য করতে অভ্যস্ত। থানা জ্বালিয়ে দেওয়া থেকে ওসিকে গাছে বেঁধে রেখে পেটানোর নিদান দিয়েছেন ৷ জনপ্রতিনিধির মুখে এই রকম কথা মানায় ?

বিজেপি প্রার্থী: দেখুন, পুলিশের গায়ে উর্দি থাকার মানে তাঁরা সাধারণ মানুষকে নিরাপত্তা দেবেন । কিন্তু, সেই উর্দিধারীরা যদি সাধারণ মানুষের কথা চিন্তা না করে উলটে দুর্নীতিগ্রস্তদের সঙ্গেই হাত মেলান, নিরীহ মানুষদের উপর যদি অন‍্যায়ভাবে মামলা দেন, তাহলে সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের সম্পর্কে কি বলা যায় আপনি বলুন ? আমার জায়গায় আপনি থাকলে কী করতেন ? বলুন !

ইটিভি ভারত: আপনি যদি জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন। তাহলেও কি আপনি একই কথা বলবেন ?

বিজেপি প্রার্থী: সময়ই বলবে। আমরা গাছে বেঁধে পেটানোতে বিশ্বাসী নই। কিন্তু, যে সমস্ত দুর্নীতিগ্রস্ত, চটিচাটা পুলিশ রয়েছেন তাঁদের বলব সাবধান হয়ে যান‌। আমরা তাঁদের চিহ্নিত করে রাখছি। বিজেপি সরকার ক্ষমতায় এলে পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন:

1. বিজেপি'র একাধিক গ্রুপ ছাড়লেন 'অভিমানী' রুদ্রনীল, দলও ছাড়ছেন? শুনল ইটিভি ভারত

2. ‘ছন্নছাড়া’ বিরোধীদের বিরুদ্ধে তৃণমূলের ‘উন্নয়নে’ ভর করে বারাসতে ফের জিততে আত্মবিশ্বাসী কাকলি

3. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.