বর্ধমান, 4 জুন: গণনার দিনও চরম আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ ৷ তারপরও গণনা কেন্দ্রে চরম অব্যবস্থার অভিযোগ তুলে বিরক্তি প্রকাশ করতেও দেখা গেল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে । মঙ্গলবার সকালেই তিনি পৌঁছে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি বিল্ডিংয়ে। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল দিলীপ ঘোষকে ৷ আর সেখানেই তিনি গণনা কেন্দ্রের অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশও করলেন ৷
দিলীপ ঘোষের মতে, সকাল গড়িয়ে গেলেও এজেন্টদের জন্য টেবিল প্রস্তুত রাখা হয়নি। ফলে কেউ ভিতরে ঢুকতে পারছে না বলেও দাবি করেন তিনি। দিলীপ বলেন, "দেখুন ইতিমধ্যেই গণনা কেন্দ্রের বাইরে লাইন পড়তে শুরু করেছে।" তাঁর মতে, সকালের দিকে হঠাৎ করে দেখা যাচ্ছে কে কোথায় বসবে, কোথায় রেজিস্ট্রি হবে সবকিছু তখন ঠিকভাবে করা হয়নি। তবে ফল প্রকাশের আগে জনগণকে ধন্যবাদও জানিয়েছেন বিজেপি প্রার্থী ৷
এদিন দিলীপ ঘোষ বলেন, "সকাল ছ'টা বেজে গেলেও কাজ শুরু হয়নি। কোথায় টেবিল লাগবে, কোথায় রেজিস্ট্রি হবে, কোথায় চেক-আপ লাগবে সেটাই তারা ঠিক করে উঠতে পারেনি। ইতিমধ্যেই দু-তিনশো লোক লাইনে দাঁড়িয়ে আছে। বারোশো-তেরোশো লোক ভিতরে যাবে। তারা কখন যাবে ? সকাল বেলা হঠাৎ করে সিস্টেম চেঞ্জ হচ্ছে। আমি দাঁড়িয়ে দেখছি সব। আমার সব এজেন্টরা আসছে। ফল নিয়ে কিছু বলার নেই। তবে জনগণকে বলব ধন্যবাদ। ফল প্রকাশ হোক তারপর বাকি কথা বলব ।"