ETV Bharat / state

'ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব', হুঁশিয়ারি দিলীপের - Dilip Ghosh Controversy

Dilip Ghosh slams TMC: বারবার নিজের মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ ৷ এমনকী নির্বাচন কমিশনও তাঁকে সতর্ক করেছে ৷ তাতেও দমেননি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷

Dilip Ghosh
দুর্গাপুরে প্রচারে দিলীপ ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 3:58 PM IST

দুর্গাপুরে রোড শো করলেন দিলীপ ঘোষ

দুর্গাপুর, 1 মে: নতুন কেন্দ্রে প্রচার তুঙ্গে! মঙ্গলবার রাত্রি 8টা নাগাদ ভরা বাজারে তারস্বরে লাউডস্পিকার বাজিয়ে, টোটোতে পাঁচটি মাইক বেঁধে ব্যাঞ্জো বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ বিজেপি কর্মীদের নাচতেও দেখা গেল বাজারের মধ্যে ৷ এই আওয়াজে ঘিঞ্জি বেনাচিতি বাজারে অস্বস্তি ছড়িয়েছে ৷ কেউ কেউ কানে হাত রেখে চুপচাপ সরে গেলেন ৷ ব্যাপক যানজটও হল ৷ এরপরেই তৃণমূল সভ্য ও অসভ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ৷

তখনই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, "আমরা বক্স বাজাচ্ছি, তো ওদের কি ? আমরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে বাজাচ্ছি ৷ ওরা বাংলাদেশে চলে যাক ৷ ওদের বাংলাদেশে পাঠাব ৷ এটা জেনে রাখুন ৷ ওরা মহিলাদের উপর অত্যাচার করেছে ৷ 4 তারিখের পর চৌরাস্তায় কাপড় খুলে দেব ৷"

এহেন আক্রমণের পর পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের পালটা আক্রমণ, "বিজেপির প্রার্থী যেভাবে ডিজে বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করেছে, তাতে অনেক দোকানদাররা অভিযোগ করছেন ৷" তিনি তৃণমূল নেতৃত্বদের প্রতিবাদ করার বার্তাও দিয়েছেন ৷ তৃণমূল নেতা আরও বলেন, "যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন, তিনি যদি অসভ্যতামি করেন তাহলে দুর্গাপুরের মানুষ জবাব দিতে জানে ৷ এর জন্য কিন্তু তৃণমূল দায়ী থাকবে না ৷"

অন্যদিকে মঙ্গলবার অণ্ডালের খাঁন্দরাতে যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার সময় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার শংকরপুর মোড়ে বিজেপি কর্মীদেরকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "এই গাড়ি ভাঙচুর, কালো পতাকা, গো-ব্যাক স্লোগান এগুলো নতুন কিছু নয় ৷ এখানেও পাথর ছুড়েছিল ৷ এই রাক্ষসী শক্তি যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ এ ঘটনা চলতেই থাকবে ৷ চার তারিখ আসতে আসতে সব ঠান্ডা হয়ে যাবে ৷"

আরও পড়ুন:

  1. 'গরু চড়াও গে', রেগে গিয়ে দলীয় কর্মীদের নিদান দিলীপের
  2. 'পিছিয়ে পড়া মানুষের সঙ্গে মুসলিমদের সংরক্ষণ বাংলা মানবে ?', প্রশ্ন যোগীর

দুর্গাপুরে রোড শো করলেন দিলীপ ঘোষ

দুর্গাপুর, 1 মে: নতুন কেন্দ্রে প্রচার তুঙ্গে! মঙ্গলবার রাত্রি 8টা নাগাদ ভরা বাজারে তারস্বরে লাউডস্পিকার বাজিয়ে, টোটোতে পাঁচটি মাইক বেঁধে ব্যাঞ্জো বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ বিজেপি কর্মীদের নাচতেও দেখা গেল বাজারের মধ্যে ৷ এই আওয়াজে ঘিঞ্জি বেনাচিতি বাজারে অস্বস্তি ছড়িয়েছে ৷ কেউ কেউ কানে হাত রেখে চুপচাপ সরে গেলেন ৷ ব্যাপক যানজটও হল ৷ এরপরেই তৃণমূল সভ্য ও অসভ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ৷

তখনই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, "আমরা বক্স বাজাচ্ছি, তো ওদের কি ? আমরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে বাজাচ্ছি ৷ ওরা বাংলাদেশে চলে যাক ৷ ওদের বাংলাদেশে পাঠাব ৷ এটা জেনে রাখুন ৷ ওরা মহিলাদের উপর অত্যাচার করেছে ৷ 4 তারিখের পর চৌরাস্তায় কাপড় খুলে দেব ৷"

এহেন আক্রমণের পর পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের পালটা আক্রমণ, "বিজেপির প্রার্থী যেভাবে ডিজে বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করেছে, তাতে অনেক দোকানদাররা অভিযোগ করছেন ৷" তিনি তৃণমূল নেতৃত্বদের প্রতিবাদ করার বার্তাও দিয়েছেন ৷ তৃণমূল নেতা আরও বলেন, "যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন, তিনি যদি অসভ্যতামি করেন তাহলে দুর্গাপুরের মানুষ জবাব দিতে জানে ৷ এর জন্য কিন্তু তৃণমূল দায়ী থাকবে না ৷"

অন্যদিকে মঙ্গলবার অণ্ডালের খাঁন্দরাতে যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার সময় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার শংকরপুর মোড়ে বিজেপি কর্মীদেরকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "এই গাড়ি ভাঙচুর, কালো পতাকা, গো-ব্যাক স্লোগান এগুলো নতুন কিছু নয় ৷ এখানেও পাথর ছুড়েছিল ৷ এই রাক্ষসী শক্তি যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ এ ঘটনা চলতেই থাকবে ৷ চার তারিখ আসতে আসতে সব ঠান্ডা হয়ে যাবে ৷"

আরও পড়ুন:

  1. 'গরু চড়াও গে', রেগে গিয়ে দলীয় কর্মীদের নিদান দিলীপের
  2. 'পিছিয়ে পড়া মানুষের সঙ্গে মুসলিমদের সংরক্ষণ বাংলা মানবে ?', প্রশ্ন যোগীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.