ETV Bharat / state

গণনাকেন্দ্রে কলকাতা পুলিশ ! আদালত অবমাননার অভিযোগে সরব দেবশ্রী চৌধুরী - Lok Sabha Election Results 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 10:49 AM IST

Kolkata Dakshin BJP Candidate Debasree Chaudhuri: ভোট গণনা কেন্দ্র চত্বরের মধ্যে থাকতে পারবে না কলকাতা পুলিশ ৷ আদালতের এই রায় উপেক্ষা করে গণনা কেন্দ্র চত্বরে পুলিশ আধিকারিরকরা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন বলে অভিযোগ করলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ৷

Kolkata Dakshin BJP Candidate
কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী (নিজস্ব ছবি)

কলকাতা, 4 জুন: কলকাতা হাইকোর্টের রায়কে উপেক্ষা করে গণনা কেন্দ্র চত্বরে কলকাতা পুলিশ ৷ লালবাজারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী । নির্বাচন কমিশনের তরফে নিযুক্ত অবজার্ভারকেও তিনি অভিযোগ জানিয়েছেন বলে দাবি তাঁর । তিনি বলেন,"হাইকোর্টের নির্দেশে ভোটকেন্দ্র চত্বরে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের আধিকারিকরা থাকতে পারবেন না । কিন্তু হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করেই গণনা কেন্দ্রে পুলিশ বসে রয়েছে ৷ যত তাড়াতাড়ি তাদের সরানো হবে, তত ভালো হবে ৷ তবে আমার যেখানে যা অভিযোগ করার তা করেছি ।"

আদালতের রায় অবমাননার অভিযোগ দেবশ্রীর (ইটিভি ভারত)

ঘটনাটি ঘটেছে কলকাতা দক্ষিণের ভবানীপুর বিধানসভা এলাকার সাখাওয়াত মেমোরিয়াল গভর্মেন্ট গার্লস হাইস্কুলে । এই ভোট গণনা কেন্দ্র পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ৷ তখন তিনি গণনা কেন্দ্র চত্বরে কলকাতা পুলিশের আধিকারিকরা কেন রয়েছেন সেই নিয়ে প্রশ্ন তোলেন এবং অবজার্ভারের কাছে অভিযোগ জানান ৷

দিন কয়েক আগে কলকাতা হাইকোর্ট এক রায়ে জানায়, কোনও ভোট গণনা কেন্দ্রে চত্বরের ভিতর পুলিশ থাকতে পারবে না । কিন্তু আজকে ভোট গণনা শুরুর আগে থেকেই ভবানীপুর বিধানসভার সাখাওয়াত মেমোরিয়াল গভর্মেন্ট গার্লস হাইস্কুলের চত্বরে কলকাতা পুলিশ নিরাপত্তার দায়িত্ব দেখে ক্ষোভ প্রকাশ করেন দেবশ্রী চৌধুরী । তিনি আরও দাবি করেন, শুধু বাংলা নয়, গোটা দেশে গেরুয়া রঙে রাঙাইত হবে । শুধু সময়ের অপেক্ষা । জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী তিনি । গোটা দেশে গেরুয়া আবির উড়বে বলেই দাবি করলেন কলকাতা দক্ষিণের পদ্মপ্রার্থী ।

কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি ৷ 1998 সাল থেকে এখনও পর্যন্ত কলকাতা দক্ষিণ বরাবরই তৃণমূল কংগ্রেসকে ঢেলে সমর্থন করেছে । বিশেষ করে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সুব্রত বকসি, হালফিলে মালা রায় । এবার সাংসদ হওয়ার জন্য লড়াই করেছেন তৃণমূল কংগ্রেসের তরফে মালা রায়, বিজেপির তরফে দেবশ্রী চৌধুরী এবং বাম ও কংগ্রেসের জোট প্রার্থী সায়রা শাহ হালিম । বিজেপি এখানে পদ্ম ফুল ফোটাতে পারে কি না তাই দেখার অপেক্ষা ৷

কলকাতা, 4 জুন: কলকাতা হাইকোর্টের রায়কে উপেক্ষা করে গণনা কেন্দ্র চত্বরে কলকাতা পুলিশ ৷ লালবাজারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী । নির্বাচন কমিশনের তরফে নিযুক্ত অবজার্ভারকেও তিনি অভিযোগ জানিয়েছেন বলে দাবি তাঁর । তিনি বলেন,"হাইকোর্টের নির্দেশে ভোটকেন্দ্র চত্বরে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের আধিকারিকরা থাকতে পারবেন না । কিন্তু হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করেই গণনা কেন্দ্রে পুলিশ বসে রয়েছে ৷ যত তাড়াতাড়ি তাদের সরানো হবে, তত ভালো হবে ৷ তবে আমার যেখানে যা অভিযোগ করার তা করেছি ।"

আদালতের রায় অবমাননার অভিযোগ দেবশ্রীর (ইটিভি ভারত)

ঘটনাটি ঘটেছে কলকাতা দক্ষিণের ভবানীপুর বিধানসভা এলাকার সাখাওয়াত মেমোরিয়াল গভর্মেন্ট গার্লস হাইস্কুলে । এই ভোট গণনা কেন্দ্র পরিদর্শনে আসেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ৷ তখন তিনি গণনা কেন্দ্র চত্বরে কলকাতা পুলিশের আধিকারিকরা কেন রয়েছেন সেই নিয়ে প্রশ্ন তোলেন এবং অবজার্ভারের কাছে অভিযোগ জানান ৷

দিন কয়েক আগে কলকাতা হাইকোর্ট এক রায়ে জানায়, কোনও ভোট গণনা কেন্দ্রে চত্বরের ভিতর পুলিশ থাকতে পারবে না । কিন্তু আজকে ভোট গণনা শুরুর আগে থেকেই ভবানীপুর বিধানসভার সাখাওয়াত মেমোরিয়াল গভর্মেন্ট গার্লস হাইস্কুলের চত্বরে কলকাতা পুলিশ নিরাপত্তার দায়িত্ব দেখে ক্ষোভ প্রকাশ করেন দেবশ্রী চৌধুরী । তিনি আরও দাবি করেন, শুধু বাংলা নয়, গোটা দেশে গেরুয়া রঙে রাঙাইত হবে । শুধু সময়ের অপেক্ষা । জয়ের বিষয়ে 100 শতাংশ আশাবাদী তিনি । গোটা দেশে গেরুয়া আবির উড়বে বলেই দাবি করলেন কলকাতা দক্ষিণের পদ্মপ্রার্থী ।

কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি ৷ 1998 সাল থেকে এখনও পর্যন্ত কলকাতা দক্ষিণ বরাবরই তৃণমূল কংগ্রেসকে ঢেলে সমর্থন করেছে । বিশেষ করে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সুব্রত বকসি, হালফিলে মালা রায় । এবার সাংসদ হওয়ার জন্য লড়াই করেছেন তৃণমূল কংগ্রেসের তরফে মালা রায়, বিজেপির তরফে দেবশ্রী চৌধুরী এবং বাম ও কংগ্রেসের জোট প্রার্থী সায়রা শাহ হালিম । বিজেপি এখানে পদ্ম ফুল ফোটাতে পারে কি না তাই দেখার অপেক্ষা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.