ETV Bharat / state

মমতার বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার, আঙুল তুলে পুলিশকে ধমক অগ্নিমিত্রার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: কোচবিহারে রামনবমী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপি প্রর্থী অগ্নিমিত্রা পলের ৷ পুলিশের বিরুদ্ধে এফআইআর না নেওয়ার অভিযোগ ৷ প্রতিবাদে থানার দরজা বন্ধ করে বিক্ষোভে সামিল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷

Lok Sabha Election 2024
কর্তব্য়রত পুলিশ অফিসারের সঙ্গে বিতর্কে অগ্নিমিত্রা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 11:01 PM IST

কর্তব্য়রত পুলিশ অফিসারের সঙ্গে বিতর্কে অগ্নিমিত্রা

মেদিনীপুর, 17 এপ্রিল: রামনবমী নিয়ে কোচবিহারে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য ঘিরে আসরে অগ্নিমিত্রা পল ৷ অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোতয়ালি থানায় এফআইআর জানাতে গিয়ে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় নেত্রীর ৷ বুধবার মেদিনীপুরের ঘটনা ৷ অভিযোগ, না নেওয়ায় অবশেষে থানার দরজা বন্ধ করে বিক্ষোভ দেখান প্রার্থী অগ্নিমিত্রা। যদিও পরবর্তীকালে থানার আইসি উপস্থিত হয়ে অভিযোগ নিলে অবরোধ তুলে নেন তিনি ৷ এই এলাকাটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখান থেকে অগ্নিমিত্রাকে প্রার্থী করেছে বিজেপি ৷

উল্লেখ্য, দিন দুয়েক আগে কোচবিহারে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, "রাজ্যে রামনবমীর নামে হিংসা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে ।" এই বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা । তাঁর দাবি, কোতোওয়ালি থানায় স্থানীয় বিজেপি সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে যান । কিন্তু সে সময় থানায় আই সি না-থাকায়, কর্তব্যরত অফিসারকে এফআইআর নেওয়ার কথা বলেন ৷ অভিযোগ, তিনি সেই এফআইআর নিতে অস্বীকার করেন ৷ এরপরই তাঁর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা ৷

প্রতিবাদে থানা থেকে বেরিয়ে থানার দরজা বন্ধ করে বিক্ষোভে দেখান নেত্রী। ঘটনা প্রসঙ্গেই অগ্নিমিত্রা বলেন, "পুলিশ দলদাসের মতো আচরণ করছে ৷ দীর্ঘক্ষণ অভিযোগ নিতে অস্বীকার করেন ওই পুলিশ কর্মী ৷ একজন মুখ্যমন্ত্রী প্রচার সভায় গিয়ে বলছেন হিন্দুরা নাকি রামনবমীর নামে হিংসা করে। একজন হিন্দু মহিলা হয়ে কীভাবে এই মন্তব্য করতে পারেন? আমরা চাই এই মুখ্যমন্ত্রীকে নির্বাচনের সমস্ত প্রচার থেকে নির্বাসিত করে দেওয়া হোক ৷" পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে থানায় আইসি অমিত কুমার সিনহা মহাপাত্র উপস্থিত হন ৷ রীতিমতো আঙুল উঁচিয়ে তাঁকে ধমক দেন বিজেপি নেত্রী ৷ শেষ পর্যন্ত পুলিশ অভিযোগ নিলে থানার দরজা খুলে দেন প্রার্থী অগ্নিমিত্রা পল ৷

আরও পড়ুন:

  1. রামনবমীতে হিংসা ছড়াতে পারে বিজেপি, আশঙ্কা প্রকাশ করে প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার
  2. 'অভিষেকের কপ্টারে নাকি সোনা-টাকা আছে', আইটি তল্লাশি নিয়ে কোচবিহার থেকে সোচ্চার মমতা

কর্তব্য়রত পুলিশ অফিসারের সঙ্গে বিতর্কে অগ্নিমিত্রা

মেদিনীপুর, 17 এপ্রিল: রামনবমী নিয়ে কোচবিহারে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য ঘিরে আসরে অগ্নিমিত্রা পল ৷ অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোতয়ালি থানায় এফআইআর জানাতে গিয়ে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় নেত্রীর ৷ বুধবার মেদিনীপুরের ঘটনা ৷ অভিযোগ, না নেওয়ায় অবশেষে থানার দরজা বন্ধ করে বিক্ষোভ দেখান প্রার্থী অগ্নিমিত্রা। যদিও পরবর্তীকালে থানার আইসি উপস্থিত হয়ে অভিযোগ নিলে অবরোধ তুলে নেন তিনি ৷ এই এলাকাটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখান থেকে অগ্নিমিত্রাকে প্রার্থী করেছে বিজেপি ৷

উল্লেখ্য, দিন দুয়েক আগে কোচবিহারে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, "রাজ্যে রামনবমীর নামে হিংসা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে ।" এই বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা । তাঁর দাবি, কোতোওয়ালি থানায় স্থানীয় বিজেপি সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে যান । কিন্তু সে সময় থানায় আই সি না-থাকায়, কর্তব্যরত অফিসারকে এফআইআর নেওয়ার কথা বলেন ৷ অভিযোগ, তিনি সেই এফআইআর নিতে অস্বীকার করেন ৷ এরপরই তাঁর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা ৷

প্রতিবাদে থানা থেকে বেরিয়ে থানার দরজা বন্ধ করে বিক্ষোভে দেখান নেত্রী। ঘটনা প্রসঙ্গেই অগ্নিমিত্রা বলেন, "পুলিশ দলদাসের মতো আচরণ করছে ৷ দীর্ঘক্ষণ অভিযোগ নিতে অস্বীকার করেন ওই পুলিশ কর্মী ৷ একজন মুখ্যমন্ত্রী প্রচার সভায় গিয়ে বলছেন হিন্দুরা নাকি রামনবমীর নামে হিংসা করে। একজন হিন্দু মহিলা হয়ে কীভাবে এই মন্তব্য করতে পারেন? আমরা চাই এই মুখ্যমন্ত্রীকে নির্বাচনের সমস্ত প্রচার থেকে নির্বাসিত করে দেওয়া হোক ৷" পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে থানায় আইসি অমিত কুমার সিনহা মহাপাত্র উপস্থিত হন ৷ রীতিমতো আঙুল উঁচিয়ে তাঁকে ধমক দেন বিজেপি নেত্রী ৷ শেষ পর্যন্ত পুলিশ অভিযোগ নিলে থানার দরজা খুলে দেন প্রার্থী অগ্নিমিত্রা পল ৷

আরও পড়ুন:

  1. রামনবমীতে হিংসা ছড়াতে পারে বিজেপি, আশঙ্কা প্রকাশ করে প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার
  2. 'অভিষেকের কপ্টারে নাকি সোনা-টাকা আছে', আইটি তল্লাশি নিয়ে কোচবিহার থেকে সোচ্চার মমতা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.