ETV Bharat / state

বিজেপি জিতলে তুলে নিয়ে যাব, তফশিলি বধূকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক - BJP activist arrested - BJP ACTIVIST ARRESTED

BJP activist arrested: নগ্ন অবস্থায় রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ভোজালি হাতে তফশিলি বধূকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে ৷ অভিযোগ, তিনি হুমকি দিয়েছেন, বিজেপি জিতলে ওই মহিলাকে তুলে নিয়ে যাবেন ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 8:10 PM IST

জাঙ্গিপাড়া, 15 এপ্রিল: রাতের অন্ধকারে নগ্ন হয়ে বাড়িতে ঢুকে তফশিলি মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ! ভোজালি দেখিয়ে প্রাণনাশের হুমকি ! এখানেই শেষ নয়, লোকজন জড়ো হতেই পাততাড়ি গুটোনোর আগে হুমকি - 'বিজেপি জিতলে তুলে নিয়ে যাব' ! হুগলির জাঙ্গিপাড়ায় এমনই বিস্ফোরক অভিযোগ উঠল বিজেপি কর্মী শিবশঙ্কর দাসের বিরুদ্ধে । গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

পুলিশ সূত্রে খবর, হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা হোসেনপুর গ্রামে গতকাল রাতে এক যুবক তপশিলি মহিলার বাড়িতে খিল খুলে ঢুকে পড়েন এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত শিবশঙ্কর দাস ৷ সেই সময় ওই গৃহবধূ তাঁর দুই সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন ৷ অভিযোগ, গলায় ভোজালি ধরে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন । সেই সুযোগে রাতে ঘরে ঢুকে পড়েন অভিযুক্ত ৷ মহিলার চিৎকারে পরিবারের লোকজন উঠে পড়লে ওই যুবক পালিয়ে যান বলে জানা গিয়েছে । তবে যাওয়ার আগে তিনি হুমকি দিয়ে যান, বিজেপি জিতলে ওই গৃহবধূকে তুলে নিয়ে যাবেন ।

অভিযুক্তকে চিনতে পেরেছিলেন ওই মহিলা ৷ তিনি স্থানীয় মানুষজন ও পুলিশকে জানাতেই অভিযুক্ত বিজেপি কর্মীকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় । পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ নিগৃহীতা মহিলা জানান, ঘরের খিল খুলে ঢুকে পড়েন অভিযুক্ত । এরপর গলায় ভোজালি ধরে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । যেতে রাজি না হলে ওই মহিলাকে ভয় দেখানো হয় । অভিযোগ, যাওয়ার আগে ওই যুবক বলে যান, "বিজেপি জিতলে সবাইকে তুলে নিয়ে যাব ।"

জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা তমালশোভন চন্দ্র এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "বিজেপি মুখে সন্দেশখালির ঘটনা বলে মিথ্যে প্রচার করে বেড়ায় । আর তাদের দলের লোকেরা এই সব কাণ্ড করে । রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মহিলাদের ধরে টানাটানি করে । আমরা অভিযুক্তের শাস্তি চাই ।"

স্থানীয় সিপিএম নেতা ধীমান হাজরা বলেন, "আমাদের পাড়ার বৌমা । তাঁর মুখেই শুনলাম এক দুষ্কৃতী ভোজালি দিয়ে খিল খুলে ঘরে ঢুকে পড়েছিল । অভিযুক্ত নগ্ন অবস্থায় ছিল । ঘটনাটি শুনে তাজ্জব হয়ে গেলাম । অভিযুক্ত যাওয়ার আগে বলে গিয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তুলে নিয়ে যাবে । এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা । ভাবুন, সমাজ ব্যবস্থা কোথায় গিয়েছে । স্বামী বাইরে কাজ করেন, পেট চালাতে তিনি মাঠে কাজ করেন । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ।"

জাঙ্গিপাড়ার বিজেপি নেতা প্রসেনজিৎ বাগ বলেন, "কোনও মানুষই এই ঘটনাকে সমর্থন করে না । রাজনৈতিক দিক বাদ দিলেও আমি ব্যক্তিগত ভাবে এই ঘটনাকে সমর্থন করি না । এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সদস্য জড়িত থাকলে তাঁকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করা হবে । বিজেপি ওই মহিলার পাশে আছে ।"

আরও পড়ুন:

  1. মন্ত্রীর সামনেই বিজেপির লোকজনকে 'মাথা ন্যাড়া' করে দেওয়ার নিদান তৃণমূল নেতার
  2. মুখে গামছা বেঁধে অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি, কুলটিতে খুন সুদ ব্যবসায়ী
  3. অধীরের হাতে আক্রান্ত যুবকের বাড়িতে ইউসুফ পাঠান

জাঙ্গিপাড়া, 15 এপ্রিল: রাতের অন্ধকারে নগ্ন হয়ে বাড়িতে ঢুকে তফশিলি মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ! ভোজালি দেখিয়ে প্রাণনাশের হুমকি ! এখানেই শেষ নয়, লোকজন জড়ো হতেই পাততাড়ি গুটোনোর আগে হুমকি - 'বিজেপি জিতলে তুলে নিয়ে যাব' ! হুগলির জাঙ্গিপাড়ায় এমনই বিস্ফোরক অভিযোগ উঠল বিজেপি কর্মী শিবশঙ্কর দাসের বিরুদ্ধে । গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

পুলিশ সূত্রে খবর, হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা হোসেনপুর গ্রামে গতকাল রাতে এক যুবক তপশিলি মহিলার বাড়িতে খিল খুলে ঢুকে পড়েন এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত শিবশঙ্কর দাস ৷ সেই সময় ওই গৃহবধূ তাঁর দুই সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন ৷ অভিযোগ, গলায় ভোজালি ধরে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন । সেই সুযোগে রাতে ঘরে ঢুকে পড়েন অভিযুক্ত ৷ মহিলার চিৎকারে পরিবারের লোকজন উঠে পড়লে ওই যুবক পালিয়ে যান বলে জানা গিয়েছে । তবে যাওয়ার আগে তিনি হুমকি দিয়ে যান, বিজেপি জিতলে ওই গৃহবধূকে তুলে নিয়ে যাবেন ।

অভিযুক্তকে চিনতে পেরেছিলেন ওই মহিলা ৷ তিনি স্থানীয় মানুষজন ও পুলিশকে জানাতেই অভিযুক্ত বিজেপি কর্মীকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় । পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ নিগৃহীতা মহিলা জানান, ঘরের খিল খুলে ঢুকে পড়েন অভিযুক্ত । এরপর গলায় ভোজালি ধরে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । যেতে রাজি না হলে ওই মহিলাকে ভয় দেখানো হয় । অভিযোগ, যাওয়ার আগে ওই যুবক বলে যান, "বিজেপি জিতলে সবাইকে তুলে নিয়ে যাব ।"

জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা তমালশোভন চন্দ্র এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "বিজেপি মুখে সন্দেশখালির ঘটনা বলে মিথ্যে প্রচার করে বেড়ায় । আর তাদের দলের লোকেরা এই সব কাণ্ড করে । রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মহিলাদের ধরে টানাটানি করে । আমরা অভিযুক্তের শাস্তি চাই ।"

স্থানীয় সিপিএম নেতা ধীমান হাজরা বলেন, "আমাদের পাড়ার বৌমা । তাঁর মুখেই শুনলাম এক দুষ্কৃতী ভোজালি দিয়ে খিল খুলে ঘরে ঢুকে পড়েছিল । অভিযুক্ত নগ্ন অবস্থায় ছিল । ঘটনাটি শুনে তাজ্জব হয়ে গেলাম । অভিযুক্ত যাওয়ার আগে বলে গিয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তুলে নিয়ে যাবে । এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা । ভাবুন, সমাজ ব্যবস্থা কোথায় গিয়েছে । স্বামী বাইরে কাজ করেন, পেট চালাতে তিনি মাঠে কাজ করেন । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ।"

জাঙ্গিপাড়ার বিজেপি নেতা প্রসেনজিৎ বাগ বলেন, "কোনও মানুষই এই ঘটনাকে সমর্থন করে না । রাজনৈতিক দিক বাদ দিলেও আমি ব্যক্তিগত ভাবে এই ঘটনাকে সমর্থন করি না । এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সদস্য জড়িত থাকলে তাঁকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করা হবে । বিজেপি ওই মহিলার পাশে আছে ।"

আরও পড়ুন:

  1. মন্ত্রীর সামনেই বিজেপির লোকজনকে 'মাথা ন্যাড়া' করে দেওয়ার নিদান তৃণমূল নেতার
  2. মুখে গামছা বেঁধে অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি, কুলটিতে খুন সুদ ব্যবসায়ী
  3. অধীরের হাতে আক্রান্ত যুবকের বাড়িতে ইউসুফ পাঠান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.