ETV Bharat / state

পুলিশের একহাতে কামড়, অন্য হাতে শাড়ি বিজেপি'র - BJP Calls Bangla Bandh - BJP CALLS BANGLA BANDH

BJP Bangla Bandh in Raiganj: বিজেপির ডাকা বাংলা বনধে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অভিনব প্রতিবাদ দেখা গেল ৷ বিজেপি কার্যালয়ের সামনে থাকা পুলিশকে শাড়ি এগিয়ে দিলেন কর্মীরা ৷ অন্যদিকে এক বিজেপি মহিলা কর্মীকে সরাতে গিয়ে কামড় খেতে হল পুলিশকে ৷

BJP Bandh
রায়গঞ্জে বিজেপির বাংলা বনধ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 12:36 PM IST

রায়গঞ্জ, 28 অগস্ট: বনধকে সফল করতে জেলার পথে পথে বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা ৷ এদিকে এদিনে যেন কোনও অশান্তির ঘটনা না ঘটে, তাই কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ বাহিনী ৷ এই অবস্থায় অভিনব কিছু দৃশ্য ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷

রায়গঞ্জে বিজেপির বাংলা বনধ (ইটিভি ভারত)

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের দিকে শাড়ি এগিয়ে দিলেন বিজেপি কর্মীরা ৷ বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ পাশাপাশি রাস্তায় বাঁশ দিয়ে অবরোধ করে রাখছেন ৷ এই পরিস্থিতিতে পুলিশ বনধ সমর্থকদের আটকাতে গেলে তাদের শাড়ি দেখিয়ে অভিনব বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা ৷

জেলা বিজেপি কার্যালয়ের সামনে পুলিশকে উদ্দেশ্য করে তাঁদের বলতে শোনা গেল, "শাড়ি পরেন, শাড়ি পরেন এই শাড়ি ফ্রি" ৷ আরজি করে তরুণী পড়ুয়া-চিকিৎসকের হত্যার ঘটনায় বিজেপির পক্ষ থেকে পুলিশকে শাড়ি উপহার দেওয়া হচ্ছে, জানালেন বিজেপি কর্মীরা ৷ "পুলিশি ধর্ম পালন করতে না পারলে, শাড়ি পরে রাস্তায় নামুন আপনারা", পুলিশ দেখে এভাবে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, জেলা বিজেপির সাধারণ সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী-সহ অন্যান্য নেতা-কর্মীরা ৷ এই বনধ নিয়ে রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পালের দাবি, আজকের বনধ সর্বত্র সফল ৷

বিজেপি কর্মী-সমর্থকদের এই বনধ সামলাতে পুলিশও কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে ৷ রায়গঞ্জের রাস্তায় বিক্ষোভকারী বিজেপি মহিলা কর্মীকে সরাতে গিয়ে কামড় খেতে হল মহিলা পুলিশকে ৷ ওই বিজেপির মহিলা কর্মীরা রাস্তা বন্ধ করে অবরোধ করছিলেন ৷ তাঁদের সরাতে গিয়ে মহিলা পুলিশের সঙ্গে তাঁদের রীতিমতো ধস্তাধস্তি হয় ৷ এমন সময় এক বিজেপি মহিলা কর্মী মহিলা পুলিশের হাতে কামড়ে দেয় ৷ আরেক মহিলা কর্মীকে চ্যাংদোলা করে রাস্তা থেকে তুলে সরাতে হয় পুলিশকে ৷

আরজি করের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ৷ বিজেপির অভিযোগ, বিনা প্ররোচনায় কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ আন্দোলনকারীদের উপর অত্যাচার চালিয়েছে ৷ আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ-সহ কাঁদানে গ্যাস ফাটানো ৷ মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বুধবার বাংলা বনধের ডাক দেওয়ায় হয় বিজেপির পক্ষ থেকে ৷

সকালে সরকারি বাস চলাচল করলেও দেখা যায়নি বেসরকারি বাস ৷ চলেনি ছোট গাড়িও ৷ খোলেনি দোকানপাট, বাজারঘাট ৷ রাস্তায় নেমেছেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, সহ কর্মী সমর্থকেরা ৷ তাঁরা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে রায়গঞ্জ রেলগেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ পুলিশ এসে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে ৷ উলটো দিকে বনধ বিরোধী তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা রাস্তায় নেমেছে ৷ তাঁরা সরকারি বাসগুলিকে রায়গঞ্জ ডিপো থেকে বের করার জন্য সাহায্য করে ৷ মোটর বাইকে করে সরকারি বাসগুলিকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা ৷

রায়গঞ্জ, 28 অগস্ট: বনধকে সফল করতে জেলার পথে পথে বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা ৷ এদিকে এদিনে যেন কোনও অশান্তির ঘটনা না ঘটে, তাই কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ বাহিনী ৷ এই অবস্থায় অভিনব কিছু দৃশ্য ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷

রায়গঞ্জে বিজেপির বাংলা বনধ (ইটিভি ভারত)

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের দিকে শাড়ি এগিয়ে দিলেন বিজেপি কর্মীরা ৷ বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ পাশাপাশি রাস্তায় বাঁশ দিয়ে অবরোধ করে রাখছেন ৷ এই পরিস্থিতিতে পুলিশ বনধ সমর্থকদের আটকাতে গেলে তাদের শাড়ি দেখিয়ে অভিনব বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা ৷

জেলা বিজেপি কার্যালয়ের সামনে পুলিশকে উদ্দেশ্য করে তাঁদের বলতে শোনা গেল, "শাড়ি পরেন, শাড়ি পরেন এই শাড়ি ফ্রি" ৷ আরজি করে তরুণী পড়ুয়া-চিকিৎসকের হত্যার ঘটনায় বিজেপির পক্ষ থেকে পুলিশকে শাড়ি উপহার দেওয়া হচ্ছে, জানালেন বিজেপি কর্মীরা ৷ "পুলিশি ধর্ম পালন করতে না পারলে, শাড়ি পরে রাস্তায় নামুন আপনারা", পুলিশ দেখে এভাবে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, জেলা বিজেপির সাধারণ সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী-সহ অন্যান্য নেতা-কর্মীরা ৷ এই বনধ নিয়ে রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পালের দাবি, আজকের বনধ সর্বত্র সফল ৷

বিজেপি কর্মী-সমর্থকদের এই বনধ সামলাতে পুলিশও কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে ৷ রায়গঞ্জের রাস্তায় বিক্ষোভকারী বিজেপি মহিলা কর্মীকে সরাতে গিয়ে কামড় খেতে হল মহিলা পুলিশকে ৷ ওই বিজেপির মহিলা কর্মীরা রাস্তা বন্ধ করে অবরোধ করছিলেন ৷ তাঁদের সরাতে গিয়ে মহিলা পুলিশের সঙ্গে তাঁদের রীতিমতো ধস্তাধস্তি হয় ৷ এমন সময় এক বিজেপি মহিলা কর্মী মহিলা পুলিশের হাতে কামড়ে দেয় ৷ আরেক মহিলা কর্মীকে চ্যাংদোলা করে রাস্তা থেকে তুলে সরাতে হয় পুলিশকে ৷

আরজি করের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ৷ বিজেপির অভিযোগ, বিনা প্ররোচনায় কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ আন্দোলনকারীদের উপর অত্যাচার চালিয়েছে ৷ আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ-সহ কাঁদানে গ্যাস ফাটানো ৷ মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বুধবার বাংলা বনধের ডাক দেওয়ায় হয় বিজেপির পক্ষ থেকে ৷

সকালে সরকারি বাস চলাচল করলেও দেখা যায়নি বেসরকারি বাস ৷ চলেনি ছোট গাড়িও ৷ খোলেনি দোকানপাট, বাজারঘাট ৷ রাস্তায় নেমেছেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, সহ কর্মী সমর্থকেরা ৷ তাঁরা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে রায়গঞ্জ রেলগেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ পুলিশ এসে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে ৷ উলটো দিকে বনধ বিরোধী তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা রাস্তায় নেমেছে ৷ তাঁরা সরকারি বাসগুলিকে রায়গঞ্জ ডিপো থেকে বের করার জন্য সাহায্য করে ৷ মোটর বাইকে করে সরকারি বাসগুলিকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.