ETV Bharat / state

বনধকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, উত্তপ্ত পুরনো মালদা - BJP BANGLA BANDH

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 10:02 AM IST

Updated : Aug 28, 2024, 1:00 PM IST

BJP-TMC Clash in Old Malda: বাংলা বনধে ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় রেল অবরোধ, রাস্তা অবরোধ করছে বিজেপি ৷ মালদায় বিজেপির মিছিলে চড়াও হয় তৃণমূল ৷ দুই বিরোধী দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা বাধে ৷ তবে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ৷

BJP Agitation in Malda
রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি সাংসদ খগেন মুর্মুর (ইটিভি ভারত)

মালদা, 28 অগস্ট: নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বনধে বুধবার উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদা ৷ বনধের সমর্থনে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু-সহ দলের নেতা-কর্মীরা স্থানীয় বুলবুলচণ্ডী মোড়ের 12 নম্বর জাতীয় সড়কে পিকেটিং শুরু করলে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বাধে ৷

মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বুধবার 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ অন্যদিকে বনধ প্রতিরোধে সব রকম ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন ৷

এদিন পুরাতন মালদার বুলবুলচণ্ডী মোড়ে বনধের সমর্থনে বিজেপির মিছিলে থাকা নেতা-কর্মীদের পিছু হঠাতে ঘটনাস্থলে উপস্থিত হন মারমুখী তৃণমূল নেতা-কর্মীরা ৷ পুলিশের উপস্থিতিতেই দুই দলের কর্মীরা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন ৷ যদিও পুলিশি তৎপরতায় ঝামেলা বেশিদূর গড়াতে পারেনি ৷

এদিন সকাল থেকেই বুলবুলচণ্ডী মোড়ে বনধের সমর্থনে মিছিল করতে শুরু করেন গেরুয়া শিবিরের কর্মীরা ৷ কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ৷ ছিলেন দলের উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্তও ৷ এদিকে কিছুক্ষণের মধ্যেই পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের নেতৃত্বে মিছিল করে উপস্থিত হন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷

বিজেপির মিছিলের দিকে তৃণমূলের নেতা-কর্মীদের যেতে বাধা দেয় উপস্থিত পুলিশ বাহিনী ৷ কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করেই তৃণমূলের সদস্যরা বিজেপি নেতা-কর্মীদের দিকে তেড়ে যান ৷ প্রতিরোধে নেমে পড়ে গেরুয়া শিবিরও ৷ মুহূর্তের মধ্যে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় ৷

এনিয়ে সাংসদ খগেন মুর্মু বলেন, “বনধের সমর্থনে আজ সকাল থেকে গোটা বাংলা জুড়ে আমাদের শান্তিপ্রিয় কর্মসূচি চলছে ৷ মিছিল হচ্ছে ৷ পিকেটিং হচ্ছে ৷ কিন্তু তৃণমূল সেই মিছিলের উপর হামলা চালাচ্ছে ৷ আজ এখানে আমাদের জেলা সভাপতিকে তৃণমূলের লোকজন মারধর করেছে ৷ মহিলা মোর্চার সদস্যদের গায়ে হাত তুলেছে ৷ মাথায় আঘাত করেছে ৷ তৃণমূল কী চায় ?”

পুরাতন মালদা পুরসভার তৃণমূল চেয়ারম্যান কার্তিক ঘোষের বক্তব্য, "এরা বাংলাকে অচল করতে বনধ করছে ৷ বাংলা অচল হলে যে মানুষগুলির অসুবিধে হবে, তারা এই বনধের প্রতিবাদ করছে ৷ ওরা পথ অবরোধ করেছিল ৷ ওদের সরিয়ে দিয়েছে ৷ এই কর্মনাশা বনধ মানুষ মানছে না ৷ তারাই বনধ ব্যর্থ করবে ৷ এখানে কোনও হামলা হয়েছে কিনা আমাদের জানা নেই ৷” এই মুহূর্তে বুলবুলচণ্ডী মোড়ে 12 নম্বর জাতীয় সড়কের উপর বসে রয়েছেন সাংসদ খগেন মুর্মু-সহ গেরুয়া শিবিরের নেত-কর্মীরা ৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷

মালদা, 28 অগস্ট: নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বনধে বুধবার উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদা ৷ বনধের সমর্থনে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু-সহ দলের নেতা-কর্মীরা স্থানীয় বুলবুলচণ্ডী মোড়ের 12 নম্বর জাতীয় সড়কে পিকেটিং শুরু করলে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বাধে ৷

মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বুধবার 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ অন্যদিকে বনধ প্রতিরোধে সব রকম ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন ৷

এদিন পুরাতন মালদার বুলবুলচণ্ডী মোড়ে বনধের সমর্থনে বিজেপির মিছিলে থাকা নেতা-কর্মীদের পিছু হঠাতে ঘটনাস্থলে উপস্থিত হন মারমুখী তৃণমূল নেতা-কর্মীরা ৷ পুলিশের উপস্থিতিতেই দুই দলের কর্মীরা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন ৷ যদিও পুলিশি তৎপরতায় ঝামেলা বেশিদূর গড়াতে পারেনি ৷

এদিন সকাল থেকেই বুলবুলচণ্ডী মোড়ে বনধের সমর্থনে মিছিল করতে শুরু করেন গেরুয়া শিবিরের কর্মীরা ৷ কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ৷ ছিলেন দলের উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্তও ৷ এদিকে কিছুক্ষণের মধ্যেই পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের নেতৃত্বে মিছিল করে উপস্থিত হন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷

বিজেপির মিছিলের দিকে তৃণমূলের নেতা-কর্মীদের যেতে বাধা দেয় উপস্থিত পুলিশ বাহিনী ৷ কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করেই তৃণমূলের সদস্যরা বিজেপি নেতা-কর্মীদের দিকে তেড়ে যান ৷ প্রতিরোধে নেমে পড়ে গেরুয়া শিবিরও ৷ মুহূর্তের মধ্যে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় ৷

এনিয়ে সাংসদ খগেন মুর্মু বলেন, “বনধের সমর্থনে আজ সকাল থেকে গোটা বাংলা জুড়ে আমাদের শান্তিপ্রিয় কর্মসূচি চলছে ৷ মিছিল হচ্ছে ৷ পিকেটিং হচ্ছে ৷ কিন্তু তৃণমূল সেই মিছিলের উপর হামলা চালাচ্ছে ৷ আজ এখানে আমাদের জেলা সভাপতিকে তৃণমূলের লোকজন মারধর করেছে ৷ মহিলা মোর্চার সদস্যদের গায়ে হাত তুলেছে ৷ মাথায় আঘাত করেছে ৷ তৃণমূল কী চায় ?”

পুরাতন মালদা পুরসভার তৃণমূল চেয়ারম্যান কার্তিক ঘোষের বক্তব্য, "এরা বাংলাকে অচল করতে বনধ করছে ৷ বাংলা অচল হলে যে মানুষগুলির অসুবিধে হবে, তারা এই বনধের প্রতিবাদ করছে ৷ ওরা পথ অবরোধ করেছিল ৷ ওদের সরিয়ে দিয়েছে ৷ এই কর্মনাশা বনধ মানুষ মানছে না ৷ তারাই বনধ ব্যর্থ করবে ৷ এখানে কোনও হামলা হয়েছে কিনা আমাদের জানা নেই ৷” এই মুহূর্তে বুলবুলচণ্ডী মোড়ে 12 নম্বর জাতীয় সড়কের উপর বসে রয়েছেন সাংসদ খগেন মুর্মু-সহ গেরুয়া শিবিরের নেত-কর্মীরা ৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷

Last Updated : Aug 28, 2024, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.