ETV Bharat / state

সাসপেন্ড হতেই টাকা ফেরত বিরূপাক্ষের, মেডিক্যালের ভর্তিতেও দুর্নীতি ! - Birupaksha Biswas Returns Money - BIRUPAKSHA BISWAS RETURNS MONEY

Birupaksha Biswas Returns Money: এবার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে সরকারি মেডিক্যাল কলেজে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি করানোর নামে প্রতারণার অভিযোগ ৷ দু’দফায় 8 লাখ টাকা নিয়েছিলেন বিরূপাক্ষ ৷ 2021 সালের ঘটনায় সম্প্রতি তার 45 হাজার টাকা ফিরিয়েছেন তিনি ৷

Birupaksha Biswas Returns Money
বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মেডিক্যালে ভর্তির নামে প্রতারণার অভিযোগ ৷ (ছবি- ইটিভি ভারত এবং বিরূপাক্ষের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 8:32 PM IST

মুর্শিদাবাদ, 11 সেপ্টেম্বর: মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা দীন মহম্মদ ৷ অভিযোগ, 2021 সালে তাঁর ছেলেকে মেডিক্যালে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 8 লাখ টাকা নিয়েছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ৷ প্রতারণার অভিযোগে একটি এফআইআর দায়ের হয়েছিল বিরূপাক্ষের নামে ৷ এবার আরজি কর ইস্যুতে সাসপেন্ড হতেই দীন মহম্মদকে 45 হাজার টাকা ফেরত দিলেন বিরূপাক্ষ বিশ্বাস ৷ প্রতিশ্রুতি দিয়েছেন, ধাপে-ধাপে বাকি টাকাও ফিরিয়ে দেবেন ৷

বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মেডিক্যালে ভর্তির নামে প্রতারণার অভিযোগ ৷ (ইটিভি ভারত)

আজ প্রতারিত দীন মহম্মদ জানিয়েছেন, 2021 সালে তাঁর ছেলে নিটে বসেছিলেন ৷ সেখানে মেরিট লিস্টে কিছু নম্বর কম থাকায়, সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেনি দীন মহম্মদের ছেলে ৷ সেই সময় জলঙ্গির এক চিকিৎসকের মাধ্য়মে বিরূপাক্ষের সঙ্গে পরিচয় হয় তাঁর ৷ বর্ধমান মেডিক্যাল কলেজে গিয়ে ভর্তি নিয়ে কথা বলেন তিনি ৷ অভিযোগ, বিরূপাক্ষ কেপিসি মেডিক্যাল কলেজে ভর্তি করানোর জন্য 76 লাখ টাকা দাবি করেছিলেন ৷ বলেছিলেন, ম্যানেজমেন্ট কোটায় এই ভর্তি করানো হবে ৷ আর সিট বুকিংয়ের জন্য আগাম 3 লাখ টাকা নিয়েছিলেন ৷

দীন মহম্মদের পুলিশে দায়ের করা অভিযোগ এবং সংবাদমাধ্য়মে তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে বিরূপাক্ষ তাঁর থেকে আরও 5 লাখ টাকা চান ৷ বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য লাগবে, এই বলে সেই টাকা দাবি করেছিলেন তৎকালীন বর্ধমান মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ ৷ সেই টাকা জোগাড় করতে গিয়ে দোকান ও জমি বিক্রি করতে হয়েছিল বলে অভিযোগ করেছেন দীন মহম্মদ ৷

অভিযোগ, তার একমাস পরে আবারও 10 লাখ টাকা দাবি করেন বিরূপাক্ষ ৷ এবার বেঁকে বসেন দীন মহম্মদ ৷ তিনি জানিয়ে দেন, ছেলেকে মেডিক্যাল পড়াবেন না ৷ তাঁর আগের দেওয়া 8 লাখ টাকা ফেরত দিক বিরূপাক্ষ ৷ অভিযোগ, টাকা ফেরত চাইতেই দীন মহম্মদকে গালাগালি করেন তিনি ৷ কোনও টাকাই নেননি বলে জানিয়ে দেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ৷ এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি ৷ প্রথমে জেনারেল ডায়েরি ও পরে এফআইআর দায়ের করান ৷ কিন্তু, পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷

উল্লেখ্য, বিরূপাক্ষ বিশ্বাসকে প্রথম ধাপে দেওয়া 3 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন দীন মহম্মদ ৷ পরবর্তী ক্ষেত্রে 5 লাখ টাকা চেক দিয়েছিলেন ৷ ফলে তিনি যে টাকা দিয়েছিলেন, তার প্রমাণ ছিল ৷ সম্প্রতি আরজি কর-কাণ্ডে বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের হুমকি এবং নানা অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবন সাসপেন্ড করেছে বিরূপাক্ষ বিশ্বাসকে ৷ আর তার পরপরই বিরূপাক্ষ বিশ্বাস, তাঁকে ফোন করেছিলেন বলে জানান দীন মহম্মদ ৷

তাঁর কথায়, ফোনে বিরূপাক্ষ দাবি করেছেন, কেউ বা কারা তাঁর নাম করে টাকা নিয়েছিল ৷ অবশ্য সেই টাকা বিরূপাক্ষের অ্যাকাউন্টেই ঢুকেছিল ৷ ধাপে-ধাপে পুরো 8 লাখ টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানান বিরূপাক্ষ ৷ সেই মতো গত শনিবার 45 হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ৷ আজ 50 হাজার টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু, সেই টাকা এখনও ঢোকেনি বলে জানিয়েছেন দীন মহম্মদ ৷

মুর্শিদাবাদ, 11 সেপ্টেম্বর: মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা দীন মহম্মদ ৷ অভিযোগ, 2021 সালে তাঁর ছেলেকে মেডিক্যালে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 8 লাখ টাকা নিয়েছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ৷ প্রতারণার অভিযোগে একটি এফআইআর দায়ের হয়েছিল বিরূপাক্ষের নামে ৷ এবার আরজি কর ইস্যুতে সাসপেন্ড হতেই দীন মহম্মদকে 45 হাজার টাকা ফেরত দিলেন বিরূপাক্ষ বিশ্বাস ৷ প্রতিশ্রুতি দিয়েছেন, ধাপে-ধাপে বাকি টাকাও ফিরিয়ে দেবেন ৷

বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মেডিক্যালে ভর্তির নামে প্রতারণার অভিযোগ ৷ (ইটিভি ভারত)

আজ প্রতারিত দীন মহম্মদ জানিয়েছেন, 2021 সালে তাঁর ছেলে নিটে বসেছিলেন ৷ সেখানে মেরিট লিস্টে কিছু নম্বর কম থাকায়, সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেনি দীন মহম্মদের ছেলে ৷ সেই সময় জলঙ্গির এক চিকিৎসকের মাধ্য়মে বিরূপাক্ষের সঙ্গে পরিচয় হয় তাঁর ৷ বর্ধমান মেডিক্যাল কলেজে গিয়ে ভর্তি নিয়ে কথা বলেন তিনি ৷ অভিযোগ, বিরূপাক্ষ কেপিসি মেডিক্যাল কলেজে ভর্তি করানোর জন্য 76 লাখ টাকা দাবি করেছিলেন ৷ বলেছিলেন, ম্যানেজমেন্ট কোটায় এই ভর্তি করানো হবে ৷ আর সিট বুকিংয়ের জন্য আগাম 3 লাখ টাকা নিয়েছিলেন ৷

দীন মহম্মদের পুলিশে দায়ের করা অভিযোগ এবং সংবাদমাধ্য়মে তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে বিরূপাক্ষ তাঁর থেকে আরও 5 লাখ টাকা চান ৷ বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য লাগবে, এই বলে সেই টাকা দাবি করেছিলেন তৎকালীন বর্ধমান মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ ৷ সেই টাকা জোগাড় করতে গিয়ে দোকান ও জমি বিক্রি করতে হয়েছিল বলে অভিযোগ করেছেন দীন মহম্মদ ৷

অভিযোগ, তার একমাস পরে আবারও 10 লাখ টাকা দাবি করেন বিরূপাক্ষ ৷ এবার বেঁকে বসেন দীন মহম্মদ ৷ তিনি জানিয়ে দেন, ছেলেকে মেডিক্যাল পড়াবেন না ৷ তাঁর আগের দেওয়া 8 লাখ টাকা ফেরত দিক বিরূপাক্ষ ৷ অভিযোগ, টাকা ফেরত চাইতেই দীন মহম্মদকে গালাগালি করেন তিনি ৷ কোনও টাকাই নেননি বলে জানিয়ে দেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ৷ এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি ৷ প্রথমে জেনারেল ডায়েরি ও পরে এফআইআর দায়ের করান ৷ কিন্তু, পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷

উল্লেখ্য, বিরূপাক্ষ বিশ্বাসকে প্রথম ধাপে দেওয়া 3 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন দীন মহম্মদ ৷ পরবর্তী ক্ষেত্রে 5 লাখ টাকা চেক দিয়েছিলেন ৷ ফলে তিনি যে টাকা দিয়েছিলেন, তার প্রমাণ ছিল ৷ সম্প্রতি আরজি কর-কাণ্ডে বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের হুমকি এবং নানা অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবন সাসপেন্ড করেছে বিরূপাক্ষ বিশ্বাসকে ৷ আর তার পরপরই বিরূপাক্ষ বিশ্বাস, তাঁকে ফোন করেছিলেন বলে জানান দীন মহম্মদ ৷

তাঁর কথায়, ফোনে বিরূপাক্ষ দাবি করেছেন, কেউ বা কারা তাঁর নাম করে টাকা নিয়েছিল ৷ অবশ্য সেই টাকা বিরূপাক্ষের অ্যাকাউন্টেই ঢুকেছিল ৷ ধাপে-ধাপে পুরো 8 লাখ টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানান বিরূপাক্ষ ৷ সেই মতো গত শনিবার 45 হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ৷ আজ 50 হাজার টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু, সেই টাকা এখনও ঢোকেনি বলে জানিয়েছেন দীন মহম্মদ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.