ETV Bharat / state

অনুব্রতর গড়ে ত্রিমুখী লড়াই, বীরভূমে শতাব্দীর কুর্সি দখলে মরিয়া বিজেপি-কংগ্রেস - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Birbhum Constituency West Bengal Lok Sabha Election 2024 Party Wise Candidates: বীরভূম ৷ বাম জমানার একেবারে শেষের দিকে এই লোকসভা আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস ৷ সাংসদ হন শতাব্দী রায় ৷ পরের দু’টি নির্বাচনেও তিনিই জয়ী হয়েছেন ৷ এবারও কি বীরভূমের কুর্সি নিজেদের দখলে রাখতে পারবেন শতাব্দী ? নাকি বিজেপির দেবতনু আর কংগ্রেসের মিলটনের মধ্যে কেউ শেষ হাসি হাসবেন ? উত্তর খুঁজল ইটিভি ভারত ৷

Birbhum Constituency
অনুব্রতর গড়ে ত্রিমুখী লড়াই (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 5:05 PM IST

Updated : May 8, 2024, 5:51 PM IST

বীরভূমে শতাব্দীর কুর্সি দখলে মরিয়া বিজেপি-কংগ্রেস (ইটিভি ভারত)

বীরভূম, 8 মে: অনুব্রতহীন অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূম লোকসভায় ত্রিমুখী লড়াইয়ে কুর্সি কার দখলে থাকবে, সেদিকেই নজর সকলের ৷ একদিকে, তিনবারের জয়ী সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ই তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন । অন্যদিকে, বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আর এই দুইয়ের লড়াইয়ের মাঝে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিলটন রসিদ জয়ের আলো দেখছেন ৷ সব মিলিয়ে লালমাটিতে কে করবেন বাজিমাত ? তা নিয়েই তাপমাত্রার পাশাপাশি চড়ছে রাজনৈতিক পারদও ৷

একদা বামদুর্গ হিসাবে পরিচিত ছিল বীরভূম লোকসভা কেন্দ্র । রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগেই অর্থাৎ 2009 সালে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বাম-গড় দখল করেন অভিনেত্রী শতাব্দী রায় । তারপর 2014 ও 2019 সালেও এই কেন্দ্রে ঘাসফুলই ফোটে ৷ এবারও এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী তিনবারের জয়ী সাংসদ শতাব্দী রায় ।

অন্যদিকে, এই কেন্দ্র থেকে বিজেপি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল ৷ কিন্তু, রাজ্য সরকারের তরফে নো ডিউস ক্লিয়ারেন্স না পাওয়ায় তাঁর মনোনয়ন পত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন । তবে বিকল্প হিসেবে এই বীরভূম কেন্দ্র থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে বিজেপি । অন্যদিকে, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হন মিলটন রসিদ । তিনি হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও ভূমিপুত্র ৷ তাই এই কেন্দ্রে ত্রিমুখী টক্কর দেখবে সকলে ।

Birbhum Constituency
বীরভূম লোকসভা কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

তবে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে । এই কেন্দ্রের মোট ভোটার 18 লক্ষ 57 হাজার 22 জন । 13 মে চতুর্থ দফায় তাঁরাই ভাগ্য নির্ধারণ করবেন 12 জন প্রার্থীর ৷ এই কেন্দ্রে পুরুষ ভোটার 9 লক্ষ 34 হাজার 14 জন ও মহিলা ভোটার 9 লক্ষ 22 হাজার 989 জন ৷ 1 হাজার 943টি বুথে হবে ভোটগ্রহণ ।

2019 সালে এই বীরভূম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় 6 লক্ষ 54 হাজার 70টি ভোট পেয়েছিলেন । বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল 5 লক্ষ 65 হাজার 153টি ভোট পেয়েছিলেন। সিপিএম প্রার্থী রেজাউল করিম চৌধুরী 96 হাজার 763টি ভোট পেয়েছিলেন ও কংগ্রেস প্রার্থী ইমাম হোসেন 75 হাজার 451টি ভোট পেয়েছিলেন । 89 হাজার 711টি ভোটে জয়ী হলেছিলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় ।

Birbhum Constituency West Bengal
বীরভূমে শতাব্দীর কুর্সি দখলে মরিয়া বিজেপি-কংগ্রেস (ইটিভি ভারত)

তবে বীরভূম লোকসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী বিধানসভা নির্বাচন সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া ও দুবরাজপুর শহরে বিজেপির লিড রয়েছে । আবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে । তবে তিনবারের জয়ী সাংসদ শতাব্দী রায় তেমন কোনও কাজ করেনি বলে বিরোধীদের অভিযোগ রয়েছে । তা নিয়েই প্রচার করছেন বিরোধী প্রার্থীরা ৷

অন্যদিকে, টানা 15 দিন জোর প্রচারের পর হঠাৎ বিজেপির প্রার্থী বদলে বেশ কিছুটা মনোবল ভেঙেছে দলের স্থানীয় নেতা-কর্মীদের । আর বিজেপি ও তৃণমূলের লড়াইয়ের মাঝে সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে বাজিমাত করতে মরিয়া বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিলটন রসিদ । কারণ, এই কেন্দ্রে প্রায় 40 শতাংশ সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক রয়েছে । সব মিলিয়ে লালমাটির কেন্দ্রে রাজনৈতিক পারদ চড়ছে । কুর্সি দখলের লড়াইয়ে কে এগিয়ে তারই অপেক্ষা ।

আরও পড়ুন:

  1. সেলিম ফ্যাক্টরে কি নবাবের শহরে কুর্সি টলমল শাসকের? নাকি ফুটবে পদ্ম ?
  2. রায়গঞ্জ কেন্দ্রের কুর্সি কার, কোন দলবদলু করবেন বাজিমাত ?
  3. মালদা দক্ষিণের কুর্সিতে কি ফের 'খান চৌধুরী', নাকি মানুষের নজর ঘুরবে

বীরভূমে শতাব্দীর কুর্সি দখলে মরিয়া বিজেপি-কংগ্রেস (ইটিভি ভারত)

বীরভূম, 8 মে: অনুব্রতহীন অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূম লোকসভায় ত্রিমুখী লড়াইয়ে কুর্সি কার দখলে থাকবে, সেদিকেই নজর সকলের ৷ একদিকে, তিনবারের জয়ী সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ই তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন । অন্যদিকে, বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আর এই দুইয়ের লড়াইয়ের মাঝে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিলটন রসিদ জয়ের আলো দেখছেন ৷ সব মিলিয়ে লালমাটিতে কে করবেন বাজিমাত ? তা নিয়েই তাপমাত্রার পাশাপাশি চড়ছে রাজনৈতিক পারদও ৷

একদা বামদুর্গ হিসাবে পরিচিত ছিল বীরভূম লোকসভা কেন্দ্র । রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগেই অর্থাৎ 2009 সালে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বাম-গড় দখল করেন অভিনেত্রী শতাব্দী রায় । তারপর 2014 ও 2019 সালেও এই কেন্দ্রে ঘাসফুলই ফোটে ৷ এবারও এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী তিনবারের জয়ী সাংসদ শতাব্দী রায় ।

অন্যদিকে, এই কেন্দ্র থেকে বিজেপি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল ৷ কিন্তু, রাজ্য সরকারের তরফে নো ডিউস ক্লিয়ারেন্স না পাওয়ায় তাঁর মনোনয়ন পত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন । তবে বিকল্প হিসেবে এই বীরভূম কেন্দ্র থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে বিজেপি । অন্যদিকে, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হন মিলটন রসিদ । তিনি হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও ভূমিপুত্র ৷ তাই এই কেন্দ্রে ত্রিমুখী টক্কর দেখবে সকলে ।

Birbhum Constituency
বীরভূম লোকসভা কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

তবে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে । এই কেন্দ্রের মোট ভোটার 18 লক্ষ 57 হাজার 22 জন । 13 মে চতুর্থ দফায় তাঁরাই ভাগ্য নির্ধারণ করবেন 12 জন প্রার্থীর ৷ এই কেন্দ্রে পুরুষ ভোটার 9 লক্ষ 34 হাজার 14 জন ও মহিলা ভোটার 9 লক্ষ 22 হাজার 989 জন ৷ 1 হাজার 943টি বুথে হবে ভোটগ্রহণ ।

2019 সালে এই বীরভূম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় 6 লক্ষ 54 হাজার 70টি ভোট পেয়েছিলেন । বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল 5 লক্ষ 65 হাজার 153টি ভোট পেয়েছিলেন। সিপিএম প্রার্থী রেজাউল করিম চৌধুরী 96 হাজার 763টি ভোট পেয়েছিলেন ও কংগ্রেস প্রার্থী ইমাম হোসেন 75 হাজার 451টি ভোট পেয়েছিলেন । 89 হাজার 711টি ভোটে জয়ী হলেছিলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় ।

Birbhum Constituency West Bengal
বীরভূমে শতাব্দীর কুর্সি দখলে মরিয়া বিজেপি-কংগ্রেস (ইটিভি ভারত)

তবে বীরভূম লোকসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী বিধানসভা নির্বাচন সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া ও দুবরাজপুর শহরে বিজেপির লিড রয়েছে । আবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে । তবে তিনবারের জয়ী সাংসদ শতাব্দী রায় তেমন কোনও কাজ করেনি বলে বিরোধীদের অভিযোগ রয়েছে । তা নিয়েই প্রচার করছেন বিরোধী প্রার্থীরা ৷

অন্যদিকে, টানা 15 দিন জোর প্রচারের পর হঠাৎ বিজেপির প্রার্থী বদলে বেশ কিছুটা মনোবল ভেঙেছে দলের স্থানীয় নেতা-কর্মীদের । আর বিজেপি ও তৃণমূলের লড়াইয়ের মাঝে সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে বাজিমাত করতে মরিয়া বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিলটন রসিদ । কারণ, এই কেন্দ্রে প্রায় 40 শতাংশ সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক রয়েছে । সব মিলিয়ে লালমাটির কেন্দ্রে রাজনৈতিক পারদ চড়ছে । কুর্সি দখলের লড়াইয়ে কে এগিয়ে তারই অপেক্ষা ।

আরও পড়ুন:

  1. সেলিম ফ্যাক্টরে কি নবাবের শহরে কুর্সি টলমল শাসকের? নাকি ফুটবে পদ্ম ?
  2. রায়গঞ্জ কেন্দ্রের কুর্সি কার, কোন দলবদলু করবেন বাজিমাত ?
  3. মালদা দক্ষিণের কুর্সিতে কি ফের 'খান চৌধুরী', নাকি মানুষের নজর ঘুরবে
Last Updated : May 8, 2024, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.