ETV Bharat / state

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রের অন্যতম পান্ডা গ্রেফতার - Arrest in HS Question Papers Leak

HS Question Papers Leak: অর্থের বিনিময়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার অভিযোগ ৷ সেই চক্রের অন্যতম পান্ডাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার থানার পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রূপম সাধুখাঁ ৷

Arrest in HS Question Papers Leak
Arrest in HS Question Papers Leak
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 2:10 PM IST

বিধাননগর, 22 ফেব্রুয়ারি: অর্থের বিনিময়ে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ ৷ সেই অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ ৷ ধৃতের নাম রূপম সাধুখাঁ ৷ তাঁকে নদিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷

উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি বিধাননগর সাইবার থানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ অনুযায়ী, একটি চক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে । ওই চক্রটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেবে প্রতিশ্রুতি দিচ্ছে ৷ এর বদলে তারা টাকাও নিচ্ছে ৷

এই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার থানার পুলিশ । প্রাথমিকভাবে তারা দু’টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায় ৷ যার মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের । সেই অ্যাকাউন্টটি ছিল নদিয়ার বাসিন্দা প্রীতি শর্মার নামে ।

এরপরই বিধাননগর সাইবার থানার পুলিশ যোগাযোগ করে প্রীতি শর্মার সঙ্গে । তিনি পুলিশকে জানান, তাঁর এটিএম কার্ডটি তাঁর বন্ধু রূপম সাধুখাঁ তাঁর কাছ থেকে জোর করে নিয়ে গিয়েছে । মহিলা পুলিশকে আরও জানান যে তিনিও ব্যাংকের থেকে পাঠানো এসএমএস মারফত জানতে পারেন, তাঁর অ্য়াকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে ৷ সেই লেনদেনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই ৷ এরপরই বিধাননগর সাইবার থানার পুলিশ নদিয়া থেকে গ্রেফতার করে রূপম সাধুখাঁকে ।

পুলিশ সূত্রে খবর, আপাতত তদন্তকারীরা জানতে চাইছেন যে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে ? ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে দু’টি ফোন একাধিক ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক এবং অনেক সিম কার্ড পাওয়া গিয়েছে ৷ সেগুলি থেকেও আর কী কী পাওয়া যায়, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন:

  1. উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা, 2 ঘণ্টা পর পরীক্ষার্থীর বাড়ি থেকে উদ্ধার খাতা
  2. আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম, মালদার ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত সংসদের
  3. উচ্চমাধ্যমিক শুরুর এক ঘন্টার মধ্যেই উদ্ধার ফোন, তদারকিতে খোদ সভাপতি

বিধাননগর, 22 ফেব্রুয়ারি: অর্থের বিনিময়ে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ ৷ সেই অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ ৷ ধৃতের নাম রূপম সাধুখাঁ ৷ তাঁকে নদিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷

উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি বিধাননগর সাইবার থানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ অনুযায়ী, একটি চক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে । ওই চক্রটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেবে প্রতিশ্রুতি দিচ্ছে ৷ এর বদলে তারা টাকাও নিচ্ছে ৷

এই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার থানার পুলিশ । প্রাথমিকভাবে তারা দু’টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায় ৷ যার মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের । সেই অ্যাকাউন্টটি ছিল নদিয়ার বাসিন্দা প্রীতি শর্মার নামে ।

এরপরই বিধাননগর সাইবার থানার পুলিশ যোগাযোগ করে প্রীতি শর্মার সঙ্গে । তিনি পুলিশকে জানান, তাঁর এটিএম কার্ডটি তাঁর বন্ধু রূপম সাধুখাঁ তাঁর কাছ থেকে জোর করে নিয়ে গিয়েছে । মহিলা পুলিশকে আরও জানান যে তিনিও ব্যাংকের থেকে পাঠানো এসএমএস মারফত জানতে পারেন, তাঁর অ্য়াকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে ৷ সেই লেনদেনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই ৷ এরপরই বিধাননগর সাইবার থানার পুলিশ নদিয়া থেকে গ্রেফতার করে রূপম সাধুখাঁকে ।

পুলিশ সূত্রে খবর, আপাতত তদন্তকারীরা জানতে চাইছেন যে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে ? ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে দু’টি ফোন একাধিক ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক এবং অনেক সিম কার্ড পাওয়া গিয়েছে ৷ সেগুলি থেকেও আর কী কী পাওয়া যায়, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন:

  1. উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা, 2 ঘণ্টা পর পরীক্ষার্থীর বাড়ি থেকে উদ্ধার খাতা
  2. আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম, মালদার ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত সংসদের
  3. উচ্চমাধ্যমিক শুরুর এক ঘন্টার মধ্যেই উদ্ধার ফোন, তদারকিতে খোদ সভাপতি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.