ETV Bharat / state

উনি একটা পাগলি ! সন্ন্যাসীদের হুমকির ঘটনায় মমতাকে পালটা ভারত সেবাশ্রম সম্পাদকের - BHARAT SEVASHRAM SANGHA ON MAMATA - BHARAT SEVASHRAM SANGHA ON MAMATA

Bharat Sevashram Sangha To Mamata Banerjee: মহারাজদের নিয়ে মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা ৷ 'পাগলি' বলে কটাক্ষ করলেন দুর্গাপুরের ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী আত্মস্থানন্দ মহারাজ ৷

Bharat Sevashram Sangha
দুর্গাপুরে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 5:24 PM IST

মমতার কটাক্ষ ভারত সেবাশ্রমের সম্পাদকের (ইটিভি ভারত)

দুর্গাপুর, 19 মে: ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের বিরুদ্ধে মন্তব্য ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে সরব হলেন দুর্গাপুরের ভারত সেবাশ্রমের সম্পাদক স্বামী আত্মস্থানন্দ মহারাজ ৷ তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, "উনি একটা পাগলি ৷ তাঁর কথার কোনও ঠিক নেই । মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত, সেটা তিনি বলেন না ৷ বরং, প্রধানমন্ত্রীকে উলটোপালটা কথা বলছেন ৷ এটা মাথা খারাপ ছাড়া আর কী হবে !"

শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভারত সেবাশ্রমকে আক্রমণ করে তিনি বলেন, "সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন । ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম । কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না ৷ এর অর্থ উনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন । আমি চিহ্নিত করেছি কে কে করেছেন ।"

তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভারত সেবাশ্রমের মহারাজরা অভিযোগ তুলছেন, তিনি সাধু-সন্তদের অপমান করেছেন । তারই পালটা আজ দুর্গাপুরে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক সরাসরি মমতাকে আক্রমণ করে তাঁকে 'পাগলি' বলে কটাক্ষ করলেন ৷ তবে মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য করায় শিল্পশহরজুড়ে বিতর্ক শুরু হয়েছে ।

ভারত সেবাশ্রম সংঘের পাশাপাশি মহারাজদের বিরুদ্ধে মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছেন তিনি ৷ পুরুলিয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে বলেন, "ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ তাদের সেবা ও সদাচারের জন্য সারা বিশ্বে পরিচিত ৷ তারা ভারতের নাম উজ্জ্বল করে ৷ আজ বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের খোলাখুলি ধমকাচ্ছেন ৷ প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ মেদিনীপুরে প্রচার সভায় গিয়ে তিনি বলেন, "ইমামরা আবেদন করতে পারেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘ প্রতিবাদ করলেই অসুবিধা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷"

আরও পড়ুন:

  1. 'বাংলার মুখ্যমন্ত্রী সাধু-সন্তদের খোলাখুলি ধমকাচ্ছেন', মমতাকে তোপ প্রধানমন্ত্রীর
  2. ইমামরা আবেদন করতে পারেন, ভারত সেবাশ্রম প্রতিবাদ করলেই অসুবিধা মমতার: শুভেন্দু
  3. মানুষের প্রাপ্য না দিয়ে মিথ্যা প্রচার বিজেপির, সোশাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ মমতার

মমতার কটাক্ষ ভারত সেবাশ্রমের সম্পাদকের (ইটিভি ভারত)

দুর্গাপুর, 19 মে: ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের বিরুদ্ধে মন্তব্য ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে সরব হলেন দুর্গাপুরের ভারত সেবাশ্রমের সম্পাদক স্বামী আত্মস্থানন্দ মহারাজ ৷ তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, "উনি একটা পাগলি ৷ তাঁর কথার কোনও ঠিক নেই । মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত, সেটা তিনি বলেন না ৷ বরং, প্রধানমন্ত্রীকে উলটোপালটা কথা বলছেন ৷ এটা মাথা খারাপ ছাড়া আর কী হবে !"

শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের সাধুদের একাংশের বিরুদ্ধে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভারত সেবাশ্রমকে আক্রমণ করে তিনি বলেন, "সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন । ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম । কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না ৷ এর অর্থ উনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন । আমি চিহ্নিত করেছি কে কে করেছেন ।"

তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভারত সেবাশ্রমের মহারাজরা অভিযোগ তুলছেন, তিনি সাধু-সন্তদের অপমান করেছেন । তারই পালটা আজ দুর্গাপুরে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক সরাসরি মমতাকে আক্রমণ করে তাঁকে 'পাগলি' বলে কটাক্ষ করলেন ৷ তবে মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য করায় শিল্পশহরজুড়ে বিতর্ক শুরু হয়েছে ।

ভারত সেবাশ্রম সংঘের পাশাপাশি মহারাজদের বিরুদ্ধে মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছেন তিনি ৷ পুরুলিয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে বলেন, "ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ তাদের সেবা ও সদাচারের জন্য সারা বিশ্বে পরিচিত ৷ তারা ভারতের নাম উজ্জ্বল করে ৷ আজ বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের খোলাখুলি ধমকাচ্ছেন ৷ প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ মেদিনীপুরে প্রচার সভায় গিয়ে তিনি বলেন, "ইমামরা আবেদন করতে পারেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘ প্রতিবাদ করলেই অসুবিধা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷"

আরও পড়ুন:

  1. 'বাংলার মুখ্যমন্ত্রী সাধু-সন্তদের খোলাখুলি ধমকাচ্ছেন', মমতাকে তোপ প্রধানমন্ত্রীর
  2. ইমামরা আবেদন করতে পারেন, ভারত সেবাশ্রম প্রতিবাদ করলেই অসুবিধা মমতার: শুভেন্দু
  3. মানুষের প্রাপ্য না দিয়ে মিথ্যা প্রচার বিজেপির, সোশাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ মমতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.