ETV Bharat / state

বিশ্ব বুমেরাং চ্যাম্পিয়নশিপে চা বাগানের ভগবান, অংশ নিতে অন্তরায় অর্থ - WORLD BOOMERANG CHAMPIONSHIP - WORLD BOOMERANG CHAMPIONSHIP

World Boomerang Championship 2024: বিশ্ব বুমেরাং চ্যাম্পিয়নশিপ ৷ বুমেরাং নিয়ে বিশ্বমানের প্রতিযোগিতা আগামী 6 জুলাই থেকে শুরু হচ্ছে ৷ আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ৷ সেখানেই অংশ নিচ্ছেন আলিপুরদুয়ারের ডুয়ার্সের পাটকাপাড়া চা-বাগানের বাসিন্দা ভগবানদাস টোপ্পো ৷ দরিদ্র ভগবানদাসের এই কৃতিত্বে খুশি তাঁর পরিবার পরিজনরা ৷

ETV BHARAT
বিশ্ব বুমেরাং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করবেন চা বাগানের ভগবানদাস টোপ্পো ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 10:32 PM IST

আলিপুরদুয়ার, 28 মে: ডুয়ার্সের পাটকাপাড়া চা-বাগানের বাসিন্দা ভগবানদাস টোপ্পো ৷ দরিদ্র চা শ্রমিক পরিবারের ভগবানদাস এবার বিশ্ব বুমেরাং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৷ 6 জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে শুরু হবে এই প্রতিযোগিতা ৷ কিন্তু, মার্কিন মুলুকের বিমানে তাঁর ওঠা হবে কিনা তা নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে ৷ কারণ, বিমানের যাতায়াতের টিকিটের মূল্যই প্রায় 3 লক্ষ টাকা ৷ সেই অর্থ জোগাড় করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর কাছে ৷

বিশ্ব বুমেরাং চ্যাম্পিয়নশিপে ভগবানদাস (ইটিভি ভারত)

2023 সালের ডিসেম্বর মাসে চেন্নাইয়ে আয়োজিত জাতীয় বুমেরাং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন 42 বছরের ভদবানদাস টোপ্পো ৷ সেখানে সাফল্য তাঁকে মার্কিন মুলুকে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট পাইয়ে দিয়েছে ৷ কিন্তু, টুর্নামেন্টের টিকিট নিশ্চিত হলেও, মার্কিন মুলুকের টিকিট এখন হাতে পাননি ৷ কারণ, টিকিট ও অন্যান্য খরচ মিলিয়ে যে 3 লক্ষ টাকা দরকার ! কিন্তু, সেই টাকা এখনও জোগাড় করে উঠতে পারেননি তিনি ৷ বেসরকারি সংস্থা ইন্দো-বুমেরাং অ্যাসোসিয়েশনও খেলায়াড়দের বিমানের টিকিটের ব্যবস্থা করতে পারেনি ৷ অগত্যা নিজের ব্য়বস্থা নিজেকেই করতে হচ্ছে ভগবানদাসকে ৷

যদিও, এসবের মাঝেই নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছেন ৷ ভগবানদাস প্রতিদিন প্রায় চার ঘণ্টা বাড়ির পাশের মাঠে বুমেরাং ছোড়ার অনুশীলন করেন ৷ আলিপুরদুয়ারের ডুয়ার্সের পাটকাপাড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান ভগবান দাস টোপ্পো ৷ পরিবারে এই মুহূর্তে রয়েছেন, মা, দাদা ও ভাই ৷ তাঁদের চারজনের সংসারে মিলিত আয়ে দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করার পর, সঞ্চয় বলে কিছুই থাকে না ৷ সেখানে 3 লক্ষ টাকা জোগাড় করা, অলীক স্বপ্ন ৷ কিন্তু, যে সুযোগটা তাঁর কাছে এসেছে, সেটাকে বাস্তবায়িত করতে হলে, স্বপ্ন দেখলে হবে না ৷ চেষ্টা করতে হবে ৷

মার্কিন মুলুকের বিমানে উঠতে সেই 3 লক্ষ টাকা জোগাড় করতে তাই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের দ্বারস্থ হয়েছিলেন ভগবানদাস টোপ্পো ৷ প্রথমে আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ তথা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জন বারলার সঙ্গে দেখা করেছিলেন ভগবানদাস ৷ সাংসদের মাধ্যমে দিল্লিতে নিশীথের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্যের আবেদন করেছেন তিনি ৷ আলিপুরদুয়ারের একজন চা শ্রমিক পরিবারের সন্তান মার্কিন মুলুকে দেশের প্রতিনিধিত্ব করতে যাবেন শুনে খুশি নিশীথ ৷ তাই তিনি আশ্বাস দিয়েছেন সরকারের তরফে ভগবানদাসকে সাহায্য় করার ৷

এনিয়ে জন বারলা জানিয়েছেন, "আমাদের আলিপুরদুয়ারের একজন ছেলে বুমেরাংয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছে ৷ এমন কোনও খেলা হয়, আমিও প্রথমবার জানলাম ৷ তাই ও যখন আমার কাছে সাহায্য চাইতে এল, তখন ক্রীড়ামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে ওকে ওখানে নিয়ে গেলাম ৷ আসলে এটা একটা বেসরকারি টুর্নামেন্ট ৷ তবে, ওকে সাহায্য করব বলে জানিয়েছি আমরা ৷"

আলিপুরদুয়ার, 28 মে: ডুয়ার্সের পাটকাপাড়া চা-বাগানের বাসিন্দা ভগবানদাস টোপ্পো ৷ দরিদ্র চা শ্রমিক পরিবারের ভগবানদাস এবার বিশ্ব বুমেরাং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৷ 6 জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে শুরু হবে এই প্রতিযোগিতা ৷ কিন্তু, মার্কিন মুলুকের বিমানে তাঁর ওঠা হবে কিনা তা নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে ৷ কারণ, বিমানের যাতায়াতের টিকিটের মূল্যই প্রায় 3 লক্ষ টাকা ৷ সেই অর্থ জোগাড় করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর কাছে ৷

বিশ্ব বুমেরাং চ্যাম্পিয়নশিপে ভগবানদাস (ইটিভি ভারত)

2023 সালের ডিসেম্বর মাসে চেন্নাইয়ে আয়োজিত জাতীয় বুমেরাং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন 42 বছরের ভদবানদাস টোপ্পো ৷ সেখানে সাফল্য তাঁকে মার্কিন মুলুকে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট পাইয়ে দিয়েছে ৷ কিন্তু, টুর্নামেন্টের টিকিট নিশ্চিত হলেও, মার্কিন মুলুকের টিকিট এখন হাতে পাননি ৷ কারণ, টিকিট ও অন্যান্য খরচ মিলিয়ে যে 3 লক্ষ টাকা দরকার ! কিন্তু, সেই টাকা এখনও জোগাড় করে উঠতে পারেননি তিনি ৷ বেসরকারি সংস্থা ইন্দো-বুমেরাং অ্যাসোসিয়েশনও খেলায়াড়দের বিমানের টিকিটের ব্যবস্থা করতে পারেনি ৷ অগত্যা নিজের ব্য়বস্থা নিজেকেই করতে হচ্ছে ভগবানদাসকে ৷

যদিও, এসবের মাঝেই নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছেন ৷ ভগবানদাস প্রতিদিন প্রায় চার ঘণ্টা বাড়ির পাশের মাঠে বুমেরাং ছোড়ার অনুশীলন করেন ৷ আলিপুরদুয়ারের ডুয়ার্সের পাটকাপাড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান ভগবান দাস টোপ্পো ৷ পরিবারে এই মুহূর্তে রয়েছেন, মা, দাদা ও ভাই ৷ তাঁদের চারজনের সংসারে মিলিত আয়ে দু’বেলা দু’মুঠো অন্ন জোগাড় করার পর, সঞ্চয় বলে কিছুই থাকে না ৷ সেখানে 3 লক্ষ টাকা জোগাড় করা, অলীক স্বপ্ন ৷ কিন্তু, যে সুযোগটা তাঁর কাছে এসেছে, সেটাকে বাস্তবায়িত করতে হলে, স্বপ্ন দেখলে হবে না ৷ চেষ্টা করতে হবে ৷

মার্কিন মুলুকের বিমানে উঠতে সেই 3 লক্ষ টাকা জোগাড় করতে তাই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের দ্বারস্থ হয়েছিলেন ভগবানদাস টোপ্পো ৷ প্রথমে আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ তথা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জন বারলার সঙ্গে দেখা করেছিলেন ভগবানদাস ৷ সাংসদের মাধ্যমে দিল্লিতে নিশীথের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্যের আবেদন করেছেন তিনি ৷ আলিপুরদুয়ারের একজন চা শ্রমিক পরিবারের সন্তান মার্কিন মুলুকে দেশের প্রতিনিধিত্ব করতে যাবেন শুনে খুশি নিশীথ ৷ তাই তিনি আশ্বাস দিয়েছেন সরকারের তরফে ভগবানদাসকে সাহায্য় করার ৷

এনিয়ে জন বারলা জানিয়েছেন, "আমাদের আলিপুরদুয়ারের একজন ছেলে বুমেরাংয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছে ৷ এমন কোনও খেলা হয়, আমিও প্রথমবার জানলাম ৷ তাই ও যখন আমার কাছে সাহায্য চাইতে এল, তখন ক্রীড়ামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে ওকে ওখানে নিয়ে গেলাম ৷ আসলে এটা একটা বেসরকারি টুর্নামেন্ট ৷ তবে, ওকে সাহায্য করব বলে জানিয়েছি আমরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.