ঘাটাল, 5 সেপ্টেম্বর: একাধিক কর্মসূচি নিয়ে ঘাটালে এলেন সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব। বুধবার তাঁর একাধিক কর্মসূচির মধ্যে প্রথমে তিনি ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন বিষয়ে রোগী কল্যাণ সমিতির আলোচনা করেন। পরে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের উচিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করে ধর্ষণকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। শুধু একটিমাত্র রাজ্যে ধর্ষণের বিল আনা হলে তাতে খুব একটা লাভ হবে না বলে আমার মনে হয়।"
ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস মেশিন ও এমআরআই মেশিনও এদিন সাংসদ দেব উদ্বোধন করেন ৷ তিনি ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। ঘাটাল নিয়ে জানান, ডায়ালিসিস-সহ সিটি স্ক্যান খুব শীঘ্রই চালু হতে চলেছে। এছাড়াও ঘাটাল ব্লাড ব্যাংকের জন্য একটি বড় মেশিন নিয়ে আসা হচ্ছে। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা বৃদ্ধির দিকেও নজর রেখেছেন বলে জানান তিনি।
এছাড়াও আরজি কর-কাণ্ডে রাজ্যজুড়ে যে প্রতিবাদ তা নিয়ে সাংসদ দীপক অধিকারীর প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, "আরজি কর নিয়ে মানুষ প্রতিবাদ করছেন । এটা ভালো লাগছে । তবে এখানে কোনও রাজনৈতিক রং লাগুক এটা আমি ঠিক চাইব না। আরজি করে যা হয়েছে খুবই দুঃখজনক, নিন্দনীয়। তার প্রতিবাদ করা উচিত। সাধারণ মানুষ সেই আবেগ থেকেই পথে নেমেছেন। এটা সারা দেশের বিষয়। 'কন্যাশ্রী', 'রূপশ্রী' বা 'বেটি বাঁচাও বেটি পড়াও'-এর কোনও মানেই নেই, যদি দেশের মেয়েদের আমরা রক্ষা করতে না-পারি।"
রাজ্যের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "অনেক রাজনৈতিক দল চাইছেন এসময় এই রাজ্য সরকারকে ফেলে দেওয়া। এমনও গুঞ্জন চলছে যে নবান্নে একটা হেলিকপ্টার আসবে আর দিদি সেখান থেকে চলে যাবে ৷ এমনটা নয় ৷ এটা শুধু রাজ্যের সমস্যা নয়, আমি কেন্দ্রীয় সরকারকে বলব অবিলম্বে সমস্ত রাজ্যের মুখ্য়মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে ডাকা হোক। যাতে আর কোনও তিলোত্তমা বা নির্ভয়ার না-হয়। এরই পাশাপাশি যাতে ধর্ষণকারীদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা করা।"