ETV Bharat / state

বাঘের পর সিংহ প্রজননের দিকে তাকিয়ে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ - Bengal Safari Park in Siliguri - BENGAL SAFARI PARK IN SILIGURI

Lion Couple in Bengal Safari Park: বাঘের পর এবার সিংহ প্রজননের দিকে তাকিয়ে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। সব ঠিক থাকলেই সেপ্টেম্বর মাসেই মিলবে সুখবর। ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে সিংহ দম্পতি সুরজ ও তনয়াকে চলতি বছর 12 ফেব্রুয়ারি বেঙ্গল সাফারি পার্কে আনা হয়।

lion couple
সিংহ দম্পতি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 10:25 AM IST

দার্জিলিং, 6 সেপ্টেম্বর: সফলতার সঙ্গে বাঘের পর এবার সিংহ প্রজননের দিকে তাকিয়ে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। সব ঠিক থাকলেই সেপ্টেম্বর মাসেই মিলবে সুখবর। ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে সিংহ দম্পতি সুরজ ও তনয়াকে চলতি বছর 12 ফেব্রুয়ারি বেঙ্গল সাফারি পার্কে আনা হয়।

বেঙ্গল সাফারি পার্কে আসার পরই আরও বেশি ঘনিষ্ঠতা বাড়ে সুরজ ও তনয়ার ৷ বর্তমানে তনয়া প্রায় একশো দিনের কাছাকাছি গর্ভবর্তী ৷ আর যদি সব ঠিক থাকে, তবে সেপ্টেম্বর মাসেই সুখবর দেবে ওই সিংহ দম্পতি ৷ তবে প্রজননের দিক দিয়ে বাঘ যতটা ক্ষমতাসীন, ঠিক তার উল্টো সিংহ ৷ সিংহ সেই দিক দিয়ে অনেকটাই দুর্বল ৷

পাশাপাশি জঙ্গলে যদি সিংহের আয়ু 18 বছর হয়, ক্যাপটিভ অর্থাৎ চিড়িয়াখানা বা সাফারিতে সেই আয়ু অনেকটাই কমে যায়। আর বাঘ শাবকের চাইতে সিংহ শাবকের মৃত্যুর হারও অনেকটাই বেশি। প্রায় 50 শতাংশ। সেকারণে বর্তমানে খুব আদর যত্ন ও সতর্কতার সঙ্গে দেখাশোনা করা হচ্ছে তনয়ার। শাবকের জন্ম দিতে অন্ততপক্ষে আরও পাঁচ সপ্তাহ বাকি রয়েছে বলে পার্ক সূত্রে জানা গিয়েছে।

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "তনয়া গর্ভবতী। তবে খুব ভালো রয়েছে ৷ আমরা খুব গুরুত্বের সঙ্গে 24 ঘণ্টা বিষয়টির উপর নজর রেখেছি ৷ বিশেষজ্ঞরা সবসময় দেখাশোনা করছেন।" বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, "সিংহী তনয়া এখানে আসার পরই গর্ভবতী হয়। আমরা খুশি। খুব সাবধানতা অবলম্বন করা হয়েছে ৷ এইসময় তার যা যা প্রয়োজন, সবটাই করা হচ্ছে।"

বেঙ্গল সাফারি পার্ক বাঘ প্রজননের দিক দিয়ে গোটা দেশে নজির তৈরি করেছে ৷ শীলা ও স্নেহাশিস দিয়ে যাত্রা শুরু করেছিল এই পার্ক ৷ তারপর বিভান। একে একে বাঘের সংখ্যা এখন 16 টি। তাছাড়াও তিনটি বাঘকে অন্য চিড়িয়াখানায় পাঠানো হয়েছে ৷ এখন সিংহ প্রজননে বিশেষ জোর দিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ৷ তনয়ার জন্য বিশেষ ডায়েট তৈরি করা হয়েছে ৷ সঙ্গে পালা করে দেওয়া হচ্ছে ভিটামিন ৷ তনয়ার আরামের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা ৷ তবে সবটাই নাইট শেল্টারে। এখন পার্কে নতুন অতিথির আগমনের প্রহর গুনছে পার্ক কর্তৃপক্ষ।

গত মাসেই নতুন নামকরণ হল ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারিতে আনা এই সিংহ দম্পতির ৷ আকবর ও সীতার নাম পাল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিংহ দম্পতির নাম দেন সুরজ ও তনয়া ৷

দার্জিলিং, 6 সেপ্টেম্বর: সফলতার সঙ্গে বাঘের পর এবার সিংহ প্রজননের দিকে তাকিয়ে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। সব ঠিক থাকলেই সেপ্টেম্বর মাসেই মিলবে সুখবর। ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে সিংহ দম্পতি সুরজ ও তনয়াকে চলতি বছর 12 ফেব্রুয়ারি বেঙ্গল সাফারি পার্কে আনা হয়।

বেঙ্গল সাফারি পার্কে আসার পরই আরও বেশি ঘনিষ্ঠতা বাড়ে সুরজ ও তনয়ার ৷ বর্তমানে তনয়া প্রায় একশো দিনের কাছাকাছি গর্ভবর্তী ৷ আর যদি সব ঠিক থাকে, তবে সেপ্টেম্বর মাসেই সুখবর দেবে ওই সিংহ দম্পতি ৷ তবে প্রজননের দিক দিয়ে বাঘ যতটা ক্ষমতাসীন, ঠিক তার উল্টো সিংহ ৷ সিংহ সেই দিক দিয়ে অনেকটাই দুর্বল ৷

পাশাপাশি জঙ্গলে যদি সিংহের আয়ু 18 বছর হয়, ক্যাপটিভ অর্থাৎ চিড়িয়াখানা বা সাফারিতে সেই আয়ু অনেকটাই কমে যায়। আর বাঘ শাবকের চাইতে সিংহ শাবকের মৃত্যুর হারও অনেকটাই বেশি। প্রায় 50 শতাংশ। সেকারণে বর্তমানে খুব আদর যত্ন ও সতর্কতার সঙ্গে দেখাশোনা করা হচ্ছে তনয়ার। শাবকের জন্ম দিতে অন্ততপক্ষে আরও পাঁচ সপ্তাহ বাকি রয়েছে বলে পার্ক সূত্রে জানা গিয়েছে।

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "তনয়া গর্ভবতী। তবে খুব ভালো রয়েছে ৷ আমরা খুব গুরুত্বের সঙ্গে 24 ঘণ্টা বিষয়টির উপর নজর রেখেছি ৷ বিশেষজ্ঞরা সবসময় দেখাশোনা করছেন।" বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, "সিংহী তনয়া এখানে আসার পরই গর্ভবতী হয়। আমরা খুশি। খুব সাবধানতা অবলম্বন করা হয়েছে ৷ এইসময় তার যা যা প্রয়োজন, সবটাই করা হচ্ছে।"

বেঙ্গল সাফারি পার্ক বাঘ প্রজননের দিক দিয়ে গোটা দেশে নজির তৈরি করেছে ৷ শীলা ও স্নেহাশিস দিয়ে যাত্রা শুরু করেছিল এই পার্ক ৷ তারপর বিভান। একে একে বাঘের সংখ্যা এখন 16 টি। তাছাড়াও তিনটি বাঘকে অন্য চিড়িয়াখানায় পাঠানো হয়েছে ৷ এখন সিংহ প্রজননে বিশেষ জোর দিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ৷ তনয়ার জন্য বিশেষ ডায়েট তৈরি করা হয়েছে ৷ সঙ্গে পালা করে দেওয়া হচ্ছে ভিটামিন ৷ তনয়ার আরামের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা ৷ তবে সবটাই নাইট শেল্টারে। এখন পার্কে নতুন অতিথির আগমনের প্রহর গুনছে পার্ক কর্তৃপক্ষ।

গত মাসেই নতুন নামকরণ হল ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারিতে আনা এই সিংহ দম্পতির ৷ আকবর ও সীতার নাম পাল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিংহ দম্পতির নাম দেন সুরজ ও তনয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.