জলপাইগুড়ি, 9 জুলাই: কেন্দ্রীয় সরকারের থেকে টাকা আনতে উত্তরবঙ্গের বিজেপির সাংসদদের কাছে করজোড়ে আবেদন জানালেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন । ময়নাগুড়িতে তিস্তা নদী ভাঙনের পরিস্থিতি দেখতে এসে নদী ভাঙন রোধে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন সেচ প্রতিমন্ত্রী ।
সাবিনা ইয়াসমিন এদিন বলেন, "নদী ভাঙন রোধে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দরকার । তাদের ফান্ড দেওয়া দরকার । বিজেপিকে উত্তরবঙ্গের মানুষ আশীর্বাদ করেছেন । বেশিরভাগ সাংসদ বিজেপির । আমি করোজোড়ে আবেদন করব । আমি তাঁদের শুভেচ্ছা জানাচ্ছি । আমরা কাজ করছি রাজ্য সরকারের তরফ থেকে । কিছু কাজ কেন্দ্র সরকারও করুক । বিজেপির সাংসরা পার্লামেন্টে গিয়ে আপিল করুন প্রধানমন্ত্রীর কাছে । কেন্দ্র থেকে ফান্ড ও রাজ্যের থেকে যৌথ ফান্ড দিয়ে যদি কাজ করা যায়, তাহলে আরও মানুষকে বাঁচাতে পারব ।"
রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন আরও বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন । সিকিম ও ভুটান যখনই বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়, তখনই উত্তরবঙ্গও ক্ষতির সম্মুখীন হয় । প্রতি বছর আমাদের নদী ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে । সেচ দফতরের নর্থ ইস্ট জোনে প্রায় 100টি জায়গায় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে । মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সেচ দফতরের আধিকারিক সবাই মাঠে রয়েছেন ।তাঁরা তদারকি করছেন । বাঁধের কাজের তদারকি করা হচ্ছে । বিডিওরা কাজ করছেন । এই সময়ে মানুষের অসুবিধা হবে । এখানকার নদী এতটাই খরস্রোতা যে, ভাসিয়ে নিলে দেখবেন দুই ঘণ্টা পর আর কিছু নেই । প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে পারব না ।"
তিস্তার পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন সাবিনা ইয়াসমিন ৷ তিনি বলেন, "তিস্তা নদীর গতিপথে অদ্ভুত ভাবে চর জমে যাচ্ছে । নদীর গতি পালটেছে । বোল্ডার বা বাঁশ দিয়ে স্রোত আটকানোর চেষ্টা করা হচ্ছে । ড্রেজিংয়ের ভিন্তাভাবনা রয়েছে । কিন্তু রাজ্যের একক ভাবে কাজ করা সম্ভব নয় । কেন্দ্রীয় ফান্ড দরকার ৷ বর্ষার সময়ে পুরো কাজ করা সম্ভব নয় । সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে যে জায়গাগুলিতে সেইসব জায়গায় আগে কাজ করার চেষ্টা করা হচ্ছে । পরের বছর যাতে আর ক্ষতি না হয় সেটা দেখা হচ্ছে । সিকিম ও ভুটানের ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই । কেন্দ্রীয় সরকারের আমাদের পাশে দাঁড়ানো প্রয়োজন । বিজেপির সাংসদরা যেন ফান্ড নিয়ে আসে, এটাই চাইব ৷"
এদিন ময়নাগুড়ির বাকালির এলাকায় তিস্তা নদীর বাঁধ পরিদর্শনে যান রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন । এদিন উত্তরকন্যা থেকে সড়কপথে ময়নাগুড়ির বাকালিতে যান তিনি । তাঁর সঙ্গে ছিলেন সেচ বিভাগের উত্তর-পূর্ব জোনের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক, জলপাইগুড়ি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত দত্ত-সহ অন্যান্য আধিকারিকরা ।