ETV Bharat / state

'মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করছি', ঘোষণা রাজ্যপালের - Governor CV Ananda Bose

Governor CV Ananda Bose Socially Boycotts CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক ভাবে বয়কটের কথা ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিন সন্ধ্যায় ভিডিয়ো বার্তায় একথা জানান রাজ্যপাল ৷

Governor CV Ananda Bose and CM Mamata Banerjee
রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 8:03 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: আরজিকর ইস্যুতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কট করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সোশাল মিডিয়ায় এই বয়কটের কথা ভিডিয়ো বার্তার মাধ্যমে ঘোষণা করেন রাজ্যপাল ৷

সামাজিকভাবে বয়কট বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তার ব্যাখ্যা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল ৷ তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের যে নির্দেশ রাজভবন থেকে নবান্নকে দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি, বলেও অভিযোগ করা হয়েছে ৷

রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন বলেন, "আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করছি ৷ আজ থেকে আগামীতে আর কোনও সামাজিক অনুষ্ঠানে বৈঠকে সরাসরি এক মঞ্চে আমি উপস্থিত থাকব না ৷ তিনি উপস্থিত আছেন এমন কোনও মিটিং বা বৈঠকে আমি যোগ দেব না ৷ আরজি করের ঘটনায় যে ডাক্তারের মৃত্যু হয়েছে তাঁর পরিবারের প্রতি অবিচার হয়েছে ৷ কলকাতা পুলিশ কমিশনার এই ঘটনায় যে ভূমিকা পালন করেছেন, তা সন্দেহজনক ৷ এক প্রকার ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলা চলে ৷ যা অবশ্যই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ৷"

একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়েছে রাজভবনের তরফে। রাজ্যপাল বলেন, "বাংলাজুড়ে সন্ত্রাসের আবহাওয়া চলছে ৷ গোটা রাজ্যের মানুষ আরজি কর ইসুতে বিচার চাইছেন ৷ নির্যাতিতার পরিবার বিচার চাইছেন ৷ কিন্তু, রাজ্যের সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ৷ রাজ্যের পুলিশ মন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ৷ কিন্তু, রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনে আমি বাধ্য ৷ আন্দোলনরত বাংলার মানুষদের প্রতি অবিচার করতে পারি না ৷ আমি বাংলার মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করছি ৷ নবান্ন কোনওভাবে সত্যকে ধামাচাপা দিতে পারবে না ৷ সত্য প্রকাশ পাবেই ৷"

কলকাতা, 12 সেপ্টেম্বর: আরজিকর ইস্যুতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কট করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সোশাল মিডিয়ায় এই বয়কটের কথা ভিডিয়ো বার্তার মাধ্যমে ঘোষণা করেন রাজ্যপাল ৷

সামাজিকভাবে বয়কট বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তার ব্যাখ্যা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল ৷ তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের যে নির্দেশ রাজভবন থেকে নবান্নকে দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি, বলেও অভিযোগ করা হয়েছে ৷

রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন বলেন, "আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করছি ৷ আজ থেকে আগামীতে আর কোনও সামাজিক অনুষ্ঠানে বৈঠকে সরাসরি এক মঞ্চে আমি উপস্থিত থাকব না ৷ তিনি উপস্থিত আছেন এমন কোনও মিটিং বা বৈঠকে আমি যোগ দেব না ৷ আরজি করের ঘটনায় যে ডাক্তারের মৃত্যু হয়েছে তাঁর পরিবারের প্রতি অবিচার হয়েছে ৷ কলকাতা পুলিশ কমিশনার এই ঘটনায় যে ভূমিকা পালন করেছেন, তা সন্দেহজনক ৷ এক প্রকার ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলা চলে ৷ যা অবশ্যই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ৷"

একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়েছে রাজভবনের তরফে। রাজ্যপাল বলেন, "বাংলাজুড়ে সন্ত্রাসের আবহাওয়া চলছে ৷ গোটা রাজ্যের মানুষ আরজি কর ইসুতে বিচার চাইছেন ৷ নির্যাতিতার পরিবার বিচার চাইছেন ৷ কিন্তু, রাজ্যের সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ৷ রাজ্যের পুলিশ মন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ৷ কিন্তু, রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনে আমি বাধ্য ৷ আন্দোলনরত বাংলার মানুষদের প্রতি অবিচার করতে পারি না ৷ আমি বাংলার মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করছি ৷ নবান্ন কোনওভাবে সত্যকে ধামাচাপা দিতে পারবে না ৷ সত্য প্রকাশ পাবেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.