ETV Bharat / state

পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিতে এবার 4 সদস্যের কমিটি গড়ল নবান্ন - Complaint Against Police Atrocities - COMPLAINT AGAINST POLICE ATROCITIES

Complaint Against Police Atrocities: পুলিশের বিরুদ্ধে প্রায়ই নানা অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগ কোথায় জানাবেন, তা নিয়ে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে ৷ অনেকে আদালতের দ্বারস্থ হন ৷ কিন্তু সকলের পক্ষে তা সম্ভব হয় না ৷ তবে এবার রাজ্য সরকার পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিতে এবার 4 সদস্যের কমিটি গড়ল ৷

Nabanna
নবান্ন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 12:27 PM IST

কলকাতা, 25 জুলাই: বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে । এমনই সব অভিযোগের সুরাহা করতে এবার চার সদস্যের একটি কমিটি গড়ল নবান্ন । এবার যেকোনও মানুষ চাইলে পুলিশের বিরুদ্ধে সরাসরি এই কমিটিতে অভিযোগ করতে পারবেন ।

এই কমিটির মাথায় থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় । রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকেও রাখা হয়েছে ওই কমিটিতে । এছাড়া কমিটির বাকি দুই সদস্য় হলেন, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷ এই কমিটি সাধারণ মানুষের তরফে পুলিশের বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবে । এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে প্রথমেই তা নিয়ে হাইকোর্ট বা জেলা আদালতে মামলা করার প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে ।

সাধারণত পুলিশকে আইনের রক্ষক বলা হলেও বিভিন্ন সময় এই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ ওঠে আইন ভঙ্গ করার । কখনও পুলিশকর্মীদের বিরুদ্ধে টাকা নেওয়ার, মিথ্যা কেস দেওয়ার, আবার কখনও লকআপের মধ্যে মারধরের অভিযোগ ওঠে । সাম্প্রতিক অতীতে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানায় এক যুবককে মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে থানায় নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল । তার ফলে মৃত্যু হয়েছিল ওই যুবকের । সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল । তারপরে পুলিশকে কলুষমুক্ত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ ।

যদিও কিভাবে সাধারণ মানুষ এই কমিটির কাছে অভিযোগ জানাবেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ মনে করা হচ্ছে যে রাজ্য প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে ৷

এতদিন পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য কোনও কমিটি না থাকায় অভিযোগ জানাতে গিয়ে হয়রানির শিকার হতো সাধারণ নাগরিকদের । সাধারণত বহু ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগ অনেক সময়, তা নিতেই চায় না পুলিশ । এমনকী উলটে অভিযোগকারীকে ভয়ও দেখানো হয় । এই কমিটি সাধারণ মানুষের জন্য কতটা লাভদায়ক হয়, সেটাই এখন দেখার ।

কলকাতা, 25 জুলাই: বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে । এমনই সব অভিযোগের সুরাহা করতে এবার চার সদস্যের একটি কমিটি গড়ল নবান্ন । এবার যেকোনও মানুষ চাইলে পুলিশের বিরুদ্ধে সরাসরি এই কমিটিতে অভিযোগ করতে পারবেন ।

এই কমিটির মাথায় থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় । রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকেও রাখা হয়েছে ওই কমিটিতে । এছাড়া কমিটির বাকি দুই সদস্য় হলেন, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷ এই কমিটি সাধারণ মানুষের তরফে পুলিশের বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবে । এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে প্রথমেই তা নিয়ে হাইকোর্ট বা জেলা আদালতে মামলা করার প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে ।

সাধারণত পুলিশকে আইনের রক্ষক বলা হলেও বিভিন্ন সময় এই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ ওঠে আইন ভঙ্গ করার । কখনও পুলিশকর্মীদের বিরুদ্ধে টাকা নেওয়ার, মিথ্যা কেস দেওয়ার, আবার কখনও লকআপের মধ্যে মারধরের অভিযোগ ওঠে । সাম্প্রতিক অতীতে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানায় এক যুবককে মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে থানায় নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল । তার ফলে মৃত্যু হয়েছিল ওই যুবকের । সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল । তারপরে পুলিশকে কলুষমুক্ত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ ।

যদিও কিভাবে সাধারণ মানুষ এই কমিটির কাছে অভিযোগ জানাবেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ মনে করা হচ্ছে যে রাজ্য প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে ৷

এতদিন পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য কোনও কমিটি না থাকায় অভিযোগ জানাতে গিয়ে হয়রানির শিকার হতো সাধারণ নাগরিকদের । সাধারণত বহু ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগ অনেক সময়, তা নিতেই চায় না পুলিশ । এমনকী উলটে অভিযোগকারীকে ভয়ও দেখানো হয় । এই কমিটি সাধারণ মানুষের জন্য কতটা লাভদায়ক হয়, সেটাই এখন দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.