ETV Bharat / state

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে - Bengal Flood Situation

Mamata Banerjee Burdwan Visit: মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে! জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তার বৈঠক করার কথা আছে। বৈঠকে পূর্ব বর্ধমান জেলার জামালপুর, রায়না-2 ব্লক, কালনা-1 ব্লক, পূর্বস্থলী-2 ব্লকের বন্যার কারণে ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হওয়ার কথা আছে ।

Mamata Banerjee Burdwan Visit
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 7:56 AM IST

বর্ধমান, 23 সেপ্টেম্বর: আজ সোমবার জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর নাগাদ জেলাশাসকের কনফারেন্স হলে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তার বৈঠক করার কথা। মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর জেলা সফরের খবর আসতেই তড়িঘড়ি বৈঠক সারেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলাশাসক রাধিকা আইয়ার , জেলা পুলিশ সুপার আমনদীপ ছাড়াও বৈঠকে থাকবেন জেলার দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী, জেলার দুই সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি কৃষি দফতরের আধিকারক, সেচ দফতরের আধিকারিক, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক সহ অন্যান্যরা। জেলাশাসকের কনফারেন্স হলে সেই বৈঠকে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বৈঠকে পূর্ব বর্ধমান জেলার জামালপুর, রায়না-2 ব্লক, কালনা-1 ব্লক, পূর্বস্থলী-2 ব্লকের বন্যার কারণে ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হওয়ার কথা আছে । তবে মুখ্যমন্ত্রী বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন করতে যাবেন কি না, সেই খবর জানা যায়নি। তবে সব ব্যবস্থা করে রাখছে প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিয় কুমার দাস বলেন, "বৈঠকে মূলত জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ৷ জেলাশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি-সহ সাংসদ বিধায়করা বৈঠকে থাকবেন ।"

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার 17টি ব্লক প্লাবিত হয়েছে। ফলে কালনা-1, কালনা-2, খন্ডঘোষ, গলসি-1, আউশগ্রাম-2, রায়না-1, রায়না-2, জামালপুর, কাটোয়া-1, কাটোয়া-2, কেতুগ্রাম-2, পূর্বস্থলী-1, পূর্বস্থলী-2, মন্তেশ্বর, আউশগ্রাম-1, বর্ধমান-1 ব্লকের মানুষজন দুর্ভোগে পড়েছেন। বন্যার জেলায় 212টি গ্রামের 12908 জন মানুষ ক্ষতির মুখে পড়েছেন। জেলাজুড়ে 237টি মাটির বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আরও 428টি বাড়ি।

ইতিমধ্যেই জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে জেলা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। জামালপুর ব্লকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ-সহ অন্যান্য আধিকারিকেরা। পরিস্থিতি খতিয়ে দেখার পরে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস কেন্দ্র সরকারকে একহাত নেন ।

বর্ধমান, 23 সেপ্টেম্বর: আজ সোমবার জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর নাগাদ জেলাশাসকের কনফারেন্স হলে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তার বৈঠক করার কথা। মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর জেলা সফরের খবর আসতেই তড়িঘড়ি বৈঠক সারেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলাশাসক রাধিকা আইয়ার , জেলা পুলিশ সুপার আমনদীপ ছাড়াও বৈঠকে থাকবেন জেলার দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী, জেলার দুই সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি কৃষি দফতরের আধিকারক, সেচ দফতরের আধিকারিক, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক সহ অন্যান্যরা। জেলাশাসকের কনফারেন্স হলে সেই বৈঠকে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বৈঠকে পূর্ব বর্ধমান জেলার জামালপুর, রায়না-2 ব্লক, কালনা-1 ব্লক, পূর্বস্থলী-2 ব্লকের বন্যার কারণে ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হওয়ার কথা আছে । তবে মুখ্যমন্ত্রী বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন করতে যাবেন কি না, সেই খবর জানা যায়নি। তবে সব ব্যবস্থা করে রাখছে প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিয় কুমার দাস বলেন, "বৈঠকে মূলত জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ৷ জেলাশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি-সহ সাংসদ বিধায়করা বৈঠকে থাকবেন ।"

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার 17টি ব্লক প্লাবিত হয়েছে। ফলে কালনা-1, কালনা-2, খন্ডঘোষ, গলসি-1, আউশগ্রাম-2, রায়না-1, রায়না-2, জামালপুর, কাটোয়া-1, কাটোয়া-2, কেতুগ্রাম-2, পূর্বস্থলী-1, পূর্বস্থলী-2, মন্তেশ্বর, আউশগ্রাম-1, বর্ধমান-1 ব্লকের মানুষজন দুর্ভোগে পড়েছেন। বন্যার জেলায় 212টি গ্রামের 12908 জন মানুষ ক্ষতির মুখে পড়েছেন। জেলাজুড়ে 237টি মাটির বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আরও 428টি বাড়ি।

ইতিমধ্যেই জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে জেলা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। জামালপুর ব্লকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ-সহ অন্যান্য আধিকারিকেরা। পরিস্থিতি খতিয়ে দেখার পরে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস কেন্দ্র সরকারকে একহাত নেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.