ETV Bharat / state

শাহজাহান কাণ্ডের জের ! বসিরহাট থানার আইসির পদ বদলি নিয়ে সরগরম রাজনীতি - বসিরহাট থানা

Basirhat PS IC Transfer: বসিরহাট থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে সরানো হল ৷ পুলিশ সূত্রে খবর, তাঁকে সিআইডি-র ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছে ৷ তাঁর জায়গায় উত্তর 24 পরগনার ওই থানার আইসির দায়িত্ব দেওয়া হয়েছে রক্তিম চট্টোপাধ্যায়কে । তিনি এতদিন পূর্ব বর্ধমান থানার সিআই-এর দায়িত্বে ছিলেন । পুলিশের দাবি, রুটিন বদলি হয়েছেন কাজল বন্দ্যোপাধ্যায় ৷

File Photo
File Photo
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 1:07 PM IST

Updated : Mar 2, 2024, 3:42 PM IST

বসিরহাট, 2 মার্চ: সরানো হল বসিরহাট থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে ৷ পুলিশ সূত্রে খবর, তাঁকে সিআইডি-র ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছে ৷ তাঁর জায়গায় উত্তর 24 পরগনার বসিরহাট থানার আইসির দায়িত্ব কাঁধে এসেছে রক্তিম চট্টোপাধ্যায়ের । তিনি এতদিন পূর্ব বর্ধমান থানার সিআই ছিলেন ।

পুলিশের অবশ্য দাবি, এটা রুটিন বদলি ৷ কিন্তু সন্দেশখালি কাণ্ডের ঠিক এক মাস আগে বসিরহাট থানার আইসির দায়িত্ব পেয়েছিলেন কাজল বন্দোপাধ্যায় । এক মাস যেতে না যেতে তাঁর এই আচমকা বদলি নিয়ে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক থেকে রাজনৈতিক মহলে ৷

অনেকের দাবি, শাহজাহান কাণ্ডের জেরেই বদলি হতে হল কাজল বন্দোপাধ্যায়কে ৷ কারণ, বৃহস্পতিবার যখন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে বসিরহাট আদালতের কোর্ট লকআপ থেকে এজলাসে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তাঁর পিছনেই ছিলেন কাজল । অথচ, শাহজাহানের হাতে হাতকড়া পরানো কিংবা তাঁর হাত ধরে এজলাসে নিয়ে যাওয়া কোনওটায় সেসময় দেখা যায়নি । বরং আইসির সামনেই শাহজাহান দাপটের সঙ্গে এজলাসে প্রবেশ করেন ।

তখনই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ সাধারণত বন্দিদের ক্ষেত্রে হাতকড়া পরানো কিংবা পুলিশ তাঁকে পাহারা দিয়ে হাত ধরে আদালতে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক । সচরাচর সেটাই দেখা যায় কোনও অভিযুক্তকে আদালতে পেশ করার সময় । কিন্তু, এক্ষেত্রে তার কোনওটাই ঘটেনি বলে অভিযোগ । আর সেই কারণেই ‘শাস্তি’ দেওয়া হল কাজল বন্দ্য়োপাধ্যায়কে, এমনটাই মনে করেন অনেকে ৷ যদিও তাঁর বদলির সঙ্গে সেদিনের কোনও ঘটনার যোগ নেই বলেই দাবি পুলিশের পদস্থ কর্তাদের । এই বদলি সম্পূর্ণ রুটিন মাফিক বলেই জানিয়েছেন তাঁরা ।

এদিকে এই নিয়ে পুলিশ-শাহজাহান সখ্যতা অস্ত্রে শান দিতে শুরু করেছে বিরোধী শিবির । সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আহমেদ আলি খান বলেন, "পুলিশ তৃণমূলের দলদাস । একথা আমরা বারবার বলে এসেছি । সেটাই প্রমাণ হল শাহজাহানকে পুলিশ হাতকড়া না পরিয়ে আদালতে নিয়ে গিয়ে ।"

একই সুর শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস নেতা সজল দের গলাতেও । তাঁর কথায়, "শাহজাহান তো পুলিশের নিরাপত্তায় এতদিন সেফ কাস্টডিতে ছিল । তাই ওর বিরুদ্ধে পুলিশ যে কিছু করবে না, সেটা জানাই ছিল । এখন মুখরক্ষার খাতিরে আইসিকে সরানো হচ্ছে । এসব করে কোনও কিছু ধামাচাপা দেওয়া যাবে না । শুধু বদলি নয়, ওই আইসির বিরুদ্ধে আরও কড়া শাস্তি নেওয়া উচিত ।"

যদিও শাসক শিবির এই নিয়ে মুখ খুলতে চাইছে না । তারা গোটাটাই প্রশাসনিক ব‍্যাপার বলে এড়িয়ে গিয়েছে ।

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দিনের সিআইডির প্রশ্নবানে নিরুত্তাপ শাহজাহান
  2. সাসপেনশনের পর এবার কর্মাধ্যক্ষ পদ খোয়াতে চলেছেন শাহজাহান
  3. গ্রেফতারির ভয়েই ইডির উপর হামলার নির্দেশ দেন, পুলিশি জেরায় স্বীকার শাহজাহানের

বসিরহাট, 2 মার্চ: সরানো হল বসিরহাট থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে ৷ পুলিশ সূত্রে খবর, তাঁকে সিআইডি-র ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছে ৷ তাঁর জায়গায় উত্তর 24 পরগনার বসিরহাট থানার আইসির দায়িত্ব কাঁধে এসেছে রক্তিম চট্টোপাধ্যায়ের । তিনি এতদিন পূর্ব বর্ধমান থানার সিআই ছিলেন ।

পুলিশের অবশ্য দাবি, এটা রুটিন বদলি ৷ কিন্তু সন্দেশখালি কাণ্ডের ঠিক এক মাস আগে বসিরহাট থানার আইসির দায়িত্ব পেয়েছিলেন কাজল বন্দোপাধ্যায় । এক মাস যেতে না যেতে তাঁর এই আচমকা বদলি নিয়ে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক থেকে রাজনৈতিক মহলে ৷

অনেকের দাবি, শাহজাহান কাণ্ডের জেরেই বদলি হতে হল কাজল বন্দোপাধ্যায়কে ৷ কারণ, বৃহস্পতিবার যখন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে বসিরহাট আদালতের কোর্ট লকআপ থেকে এজলাসে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তাঁর পিছনেই ছিলেন কাজল । অথচ, শাহজাহানের হাতে হাতকড়া পরানো কিংবা তাঁর হাত ধরে এজলাসে নিয়ে যাওয়া কোনওটায় সেসময় দেখা যায়নি । বরং আইসির সামনেই শাহজাহান দাপটের সঙ্গে এজলাসে প্রবেশ করেন ।

তখনই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ সাধারণত বন্দিদের ক্ষেত্রে হাতকড়া পরানো কিংবা পুলিশ তাঁকে পাহারা দিয়ে হাত ধরে আদালতে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক । সচরাচর সেটাই দেখা যায় কোনও অভিযুক্তকে আদালতে পেশ করার সময় । কিন্তু, এক্ষেত্রে তার কোনওটাই ঘটেনি বলে অভিযোগ । আর সেই কারণেই ‘শাস্তি’ দেওয়া হল কাজল বন্দ্য়োপাধ্যায়কে, এমনটাই মনে করেন অনেকে ৷ যদিও তাঁর বদলির সঙ্গে সেদিনের কোনও ঘটনার যোগ নেই বলেই দাবি পুলিশের পদস্থ কর্তাদের । এই বদলি সম্পূর্ণ রুটিন মাফিক বলেই জানিয়েছেন তাঁরা ।

এদিকে এই নিয়ে পুলিশ-শাহজাহান সখ্যতা অস্ত্রে শান দিতে শুরু করেছে বিরোধী শিবির । সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আহমেদ আলি খান বলেন, "পুলিশ তৃণমূলের দলদাস । একথা আমরা বারবার বলে এসেছি । সেটাই প্রমাণ হল শাহজাহানকে পুলিশ হাতকড়া না পরিয়ে আদালতে নিয়ে গিয়ে ।"

একই সুর শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস নেতা সজল দের গলাতেও । তাঁর কথায়, "শাহজাহান তো পুলিশের নিরাপত্তায় এতদিন সেফ কাস্টডিতে ছিল । তাই ওর বিরুদ্ধে পুলিশ যে কিছু করবে না, সেটা জানাই ছিল । এখন মুখরক্ষার খাতিরে আইসিকে সরানো হচ্ছে । এসব করে কোনও কিছু ধামাচাপা দেওয়া যাবে না । শুধু বদলি নয়, ওই আইসির বিরুদ্ধে আরও কড়া শাস্তি নেওয়া উচিত ।"

যদিও শাসক শিবির এই নিয়ে মুখ খুলতে চাইছে না । তারা গোটাটাই প্রশাসনিক ব‍্যাপার বলে এড়িয়ে গিয়েছে ।

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দিনের সিআইডির প্রশ্নবানে নিরুত্তাপ শাহজাহান
  2. সাসপেনশনের পর এবার কর্মাধ্যক্ষ পদ খোয়াতে চলেছেন শাহজাহান
  3. গ্রেফতারির ভয়েই ইডির উপর হামলার নির্দেশ দেন, পুলিশি জেরায় স্বীকার শাহজাহানের
Last Updated : Mar 2, 2024, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.