ETV Bharat / state

পাঁচ মাস বন্ধ বারাসত উড়ালপুল, বিকল্প পথের সন্ধান দিল প্রশাসন - BARASAT BRIDGE CLOSED

জাতীয় সড়ক ধরে পণ্যবাহী গাড়িগুলোকে কল্যাণী এক্সপ্রেসমুখী করে দেওয়া হবে । যে গাড়িগুলি যশোর রোড ধরে যেতে চাইবে সেগুলোকে আওয়ালসিদ্ধি-সন্তোষপুরের দিক দিয়ে যেতে হবে ।

Barasat bridge closed
পাঁচ মাস ধরে বন্ধ থাকবে বারাসত উড়ালপুল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 7:43 PM IST

বারাসত, 25 জানুয়ারি: সংস্কারের কাজে শনিবার থেকে টানা পাঁচ মাস বন্ধ থাকবে বারাসতের উড়ালপুল । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত একটা থেকে ও সোমবার ভোর তিনটে পর্যন্ত উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকবে । বাকি দিনগুলিতে ফ্লাইওভারের ওপর দিয়ে মোটর বাইক বা টোটো চলাচল করতে পারবে । তবে চারচাকা থেকে ভারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে । ব্যস্ত উড়ালপুল বন্ধ থাকার সিদ্ধান্তে বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন । তবে কোনও বিকল্প পথে যান চলাচল করবে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ।

যশোর রোড ও 34 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসতের উড়ালপুল ব্যবহৃত হয়ে আসছে । চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে ফ্লাইওভারটি সংযোগ স্থাপন করেছে । সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটির স্বাস্থ্য পরীক্ষা করেন । তারপর তাঁরা ফ্লাইওভার সংস্কারের প্রস্তাব দেন । বিষয়টি নিয়ে জেলা প্রশাসন পুলিশ ও বারাসত পুর প্রশাসনের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে ।

Barasat bridge closed
সংস্কারের কাজে জন্য বন্ধ থাকবে উড়ালপুল (নিজস্ব ছবি)

বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কাজে উড়ালপুল বন্ধ রাখার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে । তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় নিয়ন্ত্রিত যানবাহন চলাচল করবে বলে জানানো হয়েছে । তবে তখন কী ধরনের যানবাহন উড়ালপুলের ওপর দিয়ে যাতায়াত করবে তা অবশ্য এখনও স্পষ্ট করে জানানো হয়নি ।

বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী বলেন, "বারাসতের উড়ালপুল সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে । 25 জানুয়ারি শনিবার থেকে উড়ালপুল সংস্কারের কাজ শুরু হবে । তার জন্য সেতুর ওপর দিয়ে সপ্তাহান্তে যান চলাচল বন্ধ রাখা হবে । অন্য দিনগুলোয় দু'চাকা ও তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে ।" সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে প্রশাসন বিকল্প রুটেরও ব্যবস্থা করেছে । জাতীয় সড়ক ধরে পণ্যবাহী গাড়িগুলোকে কল্যাণী এক্সপ্রেসমুখী করে দেওয়া হবে । যে গাড়িগুলি যশোর রোড ধরে যেতে চাইবে, সেগুলোকে আওয়ালসিদ্ধি-সন্তোষপুরের দিক দিয়ে যেতে বলা হয়েছে ।

বারাসতের তিতুমীর বাস টার্মিনাসকে পুলিশ সুপারের অফিসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে । সেখানেই হবে অস্থায়ী বাস টার্মিনাস । বারাসত সত্যভারতীর কাছেও হবে অস্থায়ী বাস স্ট্যান্ড । সন্তোষপুর মোড় থেকে বারাসতগামী ছোট চারচাকা গাড়িগুলোকে আরদেবক মোড় থেকে যশোর রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ।

আমডাঙা-নীলগঞ্জ রোডকে ব্যবহার করেও কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাতে গাড়িগুলো যেতে পারে, পুলিশ সে ব্যবস্থা করেছে । পুলিশ জানিয়েছে, বারাসত উড়ালপুলের বিকল্প রাস্তা হিসাবেও 11 নম্বর রেলগেট সংলগ্ন সন্ধানী ক্লাবের পাশের রাস্তা ও পুরসভার সামনের রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে । তবে দমকলের চলাচল নিয়ে প্রশাসন কিছুটা চিন্তিত । সে ব্যাপারে প্রশাসন বিকল্প পথের সন্ধান করছে ।

বারাসত, 25 জানুয়ারি: সংস্কারের কাজে শনিবার থেকে টানা পাঁচ মাস বন্ধ থাকবে বারাসতের উড়ালপুল । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত একটা থেকে ও সোমবার ভোর তিনটে পর্যন্ত উড়ালপুল পুরোপুরি বন্ধ থাকবে । বাকি দিনগুলিতে ফ্লাইওভারের ওপর দিয়ে মোটর বাইক বা টোটো চলাচল করতে পারবে । তবে চারচাকা থেকে ভারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে । ব্যস্ত উড়ালপুল বন্ধ থাকার সিদ্ধান্তে বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন । তবে কোনও বিকল্প পথে যান চলাচল করবে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ।

যশোর রোড ও 34 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসতের উড়ালপুল ব্যবহৃত হয়ে আসছে । চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে ফ্লাইওভারটি সংযোগ স্থাপন করেছে । সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটির স্বাস্থ্য পরীক্ষা করেন । তারপর তাঁরা ফ্লাইওভার সংস্কারের প্রস্তাব দেন । বিষয়টি নিয়ে জেলা প্রশাসন পুলিশ ও বারাসত পুর প্রশাসনের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে ।

Barasat bridge closed
সংস্কারের কাজে জন্য বন্ধ থাকবে উড়ালপুল (নিজস্ব ছবি)

বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কাজে উড়ালপুল বন্ধ রাখার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে । তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় নিয়ন্ত্রিত যানবাহন চলাচল করবে বলে জানানো হয়েছে । তবে তখন কী ধরনের যানবাহন উড়ালপুলের ওপর দিয়ে যাতায়াত করবে তা অবশ্য এখনও স্পষ্ট করে জানানো হয়নি ।

বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী বলেন, "বারাসতের উড়ালপুল সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে । 25 জানুয়ারি শনিবার থেকে উড়ালপুল সংস্কারের কাজ শুরু হবে । তার জন্য সেতুর ওপর দিয়ে সপ্তাহান্তে যান চলাচল বন্ধ রাখা হবে । অন্য দিনগুলোয় দু'চাকা ও তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে ।" সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে প্রশাসন বিকল্প রুটেরও ব্যবস্থা করেছে । জাতীয় সড়ক ধরে পণ্যবাহী গাড়িগুলোকে কল্যাণী এক্সপ্রেসমুখী করে দেওয়া হবে । যে গাড়িগুলি যশোর রোড ধরে যেতে চাইবে, সেগুলোকে আওয়ালসিদ্ধি-সন্তোষপুরের দিক দিয়ে যেতে বলা হয়েছে ।

বারাসতের তিতুমীর বাস টার্মিনাসকে পুলিশ সুপারের অফিসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে । সেখানেই হবে অস্থায়ী বাস টার্মিনাস । বারাসত সত্যভারতীর কাছেও হবে অস্থায়ী বাস স্ট্যান্ড । সন্তোষপুর মোড় থেকে বারাসতগামী ছোট চারচাকা গাড়িগুলোকে আরদেবক মোড় থেকে যশোর রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ।

আমডাঙা-নীলগঞ্জ রোডকে ব্যবহার করেও কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাতে গাড়িগুলো যেতে পারে, পুলিশ সে ব্যবস্থা করেছে । পুলিশ জানিয়েছে, বারাসত উড়ালপুলের বিকল্প রাস্তা হিসাবেও 11 নম্বর রেলগেট সংলগ্ন সন্ধানী ক্লাবের পাশের রাস্তা ও পুরসভার সামনের রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে । তবে দমকলের চলাচল নিয়ে প্রশাসন কিছুটা চিন্তিত । সে ব্যাপারে প্রশাসন বিকল্প পথের সন্ধান করছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.