ETV Bharat / state

এমএলএ 'স্টিকার' লাগানো একাধিক গাড়ি নিয়ে প্রচার! বিতর্কে বিজেপি'র স্বপন - Swapan Majumder raises controversy - SWAPAN MAJUMDER RAISES CONTROVERSY

Swapan Majumder MLA Car: বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের গাড়িতে এমএলএ স্টিকার ঘিরে বিতর্ক তৈরি হল ৷ তিনি এই স্টিকার লাগানো গাড়ি নিয়েই নির্বাচনী প্রচার সারছেন বলে অভিযোগ ৷

Lok Sabha Election 2024
বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 9:42 AM IST

Updated : Apr 20, 2024, 11:44 AM IST

বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এমএলএ স্টিকার লাগানো গাড়ি নিয়েই প্রচারে

বারাসত, 20 এপ্রিল: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ৷ পদ্মপ্রার্থী স্বপন মজুমদারের 'বিধায়ক' গাড়ি নিয়ে অভিযোগ, এমএলএ 'স্টিকার' দেওয়া একের পর এক গাড়িতে তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছেন ৷ যা কমিশনের নিয়ম বিরুদ্ধ বলেই মত একাংশের ৷ যদিও বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে পালটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন বারাসতের পদ্মপ্রার্থী ৷ এমনকী, নিয়ম মেনেই তিনি তাঁর গাড়িতে এমএলএ 'স্টিকার' ব‍্যবহার করছেন বলে দাবি করেন ।

বারাসত কেন্দ্রের পদ্মপ্রার্থী স্বপন মজুমদার এই মুহূর্তে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক ৷ বিধায়কদের এমএলএ 'স্টিকার' দেওয়া গাড়ির পাস ইস্যু হয়ে থাকে বিধানসভা থেকে। সেই 'স্টিকার' তাঁরা নিজের গাড়িতে ব‍্যবহার করে থাকেন ৷ সূত্রের খবর, বিধায়ক স্বপন মজুমদারের নিজের নামে একটি কিয়া কার্নিভাল ও একটি স্করপিও গাড়ি রয়েছে। স্করপিও গাড়িটিতেই এমএলএ 'স্টিকার' ইস্যু করা হয়েছে ৷ অথচ তিনি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আরও একটি স্করপিও গাড়ি এবং কিয়া কার্নিভাল গাড়িতে এই 'স্টিকার' ব‍্যবহার করছেন বলে অভিযোগ ৷

এদিকে অভিযোগ অস্বীকার করে স্বপন মজুমদার বলেন, "আমার সঙ্গে তিনটি গাড়ি থাকে ৷ একটি স্করপিও গাড়িতে কোনও 'স্টিকার' দেওয়া থাকে না ৷ বাকি দু'টি গাড়িতে এমএলএ 'স্টিকার' থাকে ঠিকই ৷ তবে, সেটা পরিস্থিতি অনুযায়ী ৷ ক‍িয়া কার্নিভাল গাড়িটি অনেক সময় গলির ভিতরে ঢুকতে পারে না ৷ তখন সেই গাড়ি থেকে এমএলএ 'স্টিকার' খুলে স্করপিও গাড়িতে লাগিয়ে সেটা ব‍্যবহার করে থাকি ৷ তাই স্টিকার একটাই ৷ এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে ৷ আসলে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ভয় পেয়েছেন । তাই ভিত্তিহীন অভিযোগ করছেন ৷"

এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, "আমিও তো বিধায়ক! তারপর মন্ত্রী হয়েছি ৷ কিন্তু বিধায়ক বলে আমাকে তো এমএলএ 'স্টিকার' দেওয়া গাড়িতে ঘুরতে হচ্ছে না ৷ এখন নির্বাচন চলছে ৷ তাই কমিশনের কিছু বিধিনিষেধ রয়েছে ৷ বিষয়টি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলাম ৷ কমিশনের উচিত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া ৷"

আরও পড়ুন:

  1. ভোট প্রক্রিয়া মিটতেই উত্তরের তিন কেন্দ্রে আগাম বিজয় মিছিল তৃণমূলের
  2. তিন কেন্দ্রে মিটল ভোট, কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে ফিরল ইভিএম
  3. বিজেপিতে যাওয়া মস্ত বড় ভুল ছিল, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দাবি বিশ্বজিৎ দাসের

বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এমএলএ স্টিকার লাগানো গাড়ি নিয়েই প্রচারে

বারাসত, 20 এপ্রিল: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ৷ পদ্মপ্রার্থী স্বপন মজুমদারের 'বিধায়ক' গাড়ি নিয়ে অভিযোগ, এমএলএ 'স্টিকার' দেওয়া একের পর এক গাড়িতে তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছেন ৷ যা কমিশনের নিয়ম বিরুদ্ধ বলেই মত একাংশের ৷ যদিও বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে পালটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন বারাসতের পদ্মপ্রার্থী ৷ এমনকী, নিয়ম মেনেই তিনি তাঁর গাড়িতে এমএলএ 'স্টিকার' ব‍্যবহার করছেন বলে দাবি করেন ।

বারাসত কেন্দ্রের পদ্মপ্রার্থী স্বপন মজুমদার এই মুহূর্তে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক ৷ বিধায়কদের এমএলএ 'স্টিকার' দেওয়া গাড়ির পাস ইস্যু হয়ে থাকে বিধানসভা থেকে। সেই 'স্টিকার' তাঁরা নিজের গাড়িতে ব‍্যবহার করে থাকেন ৷ সূত্রের খবর, বিধায়ক স্বপন মজুমদারের নিজের নামে একটি কিয়া কার্নিভাল ও একটি স্করপিও গাড়ি রয়েছে। স্করপিও গাড়িটিতেই এমএলএ 'স্টিকার' ইস্যু করা হয়েছে ৷ অথচ তিনি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আরও একটি স্করপিও গাড়ি এবং কিয়া কার্নিভাল গাড়িতে এই 'স্টিকার' ব‍্যবহার করছেন বলে অভিযোগ ৷

এদিকে অভিযোগ অস্বীকার করে স্বপন মজুমদার বলেন, "আমার সঙ্গে তিনটি গাড়ি থাকে ৷ একটি স্করপিও গাড়িতে কোনও 'স্টিকার' দেওয়া থাকে না ৷ বাকি দু'টি গাড়িতে এমএলএ 'স্টিকার' থাকে ঠিকই ৷ তবে, সেটা পরিস্থিতি অনুযায়ী ৷ ক‍িয়া কার্নিভাল গাড়িটি অনেক সময় গলির ভিতরে ঢুকতে পারে না ৷ তখন সেই গাড়ি থেকে এমএলএ 'স্টিকার' খুলে স্করপিও গাড়িতে লাগিয়ে সেটা ব‍্যবহার করে থাকি ৷ তাই স্টিকার একটাই ৷ এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে ৷ আসলে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ভয় পেয়েছেন । তাই ভিত্তিহীন অভিযোগ করছেন ৷"

এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, "আমিও তো বিধায়ক! তারপর মন্ত্রী হয়েছি ৷ কিন্তু বিধায়ক বলে আমাকে তো এমএলএ 'স্টিকার' দেওয়া গাড়িতে ঘুরতে হচ্ছে না ৷ এখন নির্বাচন চলছে ৷ তাই কমিশনের কিছু বিধিনিষেধ রয়েছে ৷ বিষয়টি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলাম ৷ কমিশনের উচিত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া ৷"

আরও পড়ুন:

  1. ভোট প্রক্রিয়া মিটতেই উত্তরের তিন কেন্দ্রে আগাম বিজয় মিছিল তৃণমূলের
  2. তিন কেন্দ্রে মিটল ভোট, কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে ফিরল ইভিএম
  3. বিজেপিতে যাওয়া মস্ত বড় ভুল ছিল, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দাবি বিশ্বজিৎ দাসের
Last Updated : Apr 20, 2024, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.