ETV Bharat / state

সাংবাদিক হেনস্থায় তন্ময়কে দ্বিতীয়বার তলব বরানগর থানায়, ফের যেতে হবে 6 নভেম্বর

বুধবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তন্ময় ভট্টাচার্যকে। এর পর আগামী 6 নভেম্বর ফের তাঁকে তলব করেছে বরানগর থানা।

Tanmoy Bhattacharya
তন্ময় ভট্টাচার্যকে ফেরবরানগর থানায় যেতে হবে 6 নভেম্বর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

বরানগর, 31 অক্টোবর: সোমবারের পর বুধবার! মহিলা সাংবাদিক হেনস্থা-কাণ্ডে বরানগর থানা দ্বিতীয়বার তলব করল সাসপেন্ড হওয়া সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। সূত্রের খবর, পুলিশের তলব পেয়ে বুধবার বিকেল তিনটে নাগাদ বরানগর থানায় পৌঁছন তিনি। এরপর, তদন্তকারী পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি। এরপর বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত দীর্ঘ প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

পুলিশ সূত্রের খবর, হেনস্থা-কাণ্ডে মহিলা সাংবাদিকের নথিভুক্ত বয়ানের সঙ্গে এদিন অভিযুক্ত তন্ময় ভট্টাচার্যের বয়ান মিলিয়ে দেখা হয় । এদিনের পর আগামী 6 নভেম্বর ফের এই বাম নেতাকে তলব করেছে বরানগর থানা। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্র মারফত।

মহিলা সাংবাদিককে হেনস্থা এবং তাঁর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে ইতিমধ্যে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে দলের রাজ‍্য নেতৃত্ব। সে কথা প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তন্ময়কে। যদিও, বারবারই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাসপেন্ড হওয়া এই বর্ষীয়ান নেতা। উল্টে, এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন তন্ময় ভট্টাচার্য। শুধু তাই নয়, পার্টির সিদ্ধান্তও মন থেকে মেনে নিতে পারেননি তিনি বলে জানা গিয়েছে।

সিপিএম সূত্রে খবর, তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে দলের ইন্টারন্যাল কমপ্লেন কমিটি সক্রিয় হয়েছে। তবে,সাসপেন্ড হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দলের এই কমিটি তাঁকে ডেকে পাঠায়নি বলে ফোনে জানিয়েছেন তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, "দলের ইন্টারন্যাল কমপ্লেন কমিটির কাছ থেকে ডেকে পাঠানোর কোনও খবর পাইনি। তবে, আশা করছি দ্রুত তাঁরা ডেকে পাঠাবে। দল এবং পুলিশ দ্রুত তদন্ত শেষ করুক, সেটাই চাইছি।"

মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠার পর সাতদিনের মাথায় ফের তন্ময় ভট্টাচার্যকে বরানগর থানায় তলব করা নিয়ে গুঞ্জন উঠতে শুরু করেছে নানা মহলে ৷ তাহলে পুলিশ কি কড়া পদক্ষেপ করার আগে জল মেপে নিতে চাইছে ? বয়ান ও তথ‍্যপ্রমাণ যাচাই করে দেখার পরেই কী পুলিশ এ বিষয়ে কোনও ব্যবস্থা নেবে ? এরকমই নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে।

যদিও এই বিষয়ে তিনি পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করছেন বলেই দাবি করেছেন তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, "এ দিনও পুলিশ যা জানতে চেয়েছে, তার সবটাই জানিয়েছি। আগামী দিনেও পুলিশের তদন্তে সহযোগিতা করব ।"

আরও পড়ুন
তন্ময়ের পর মহিলা সাংবাদিককে তলব, বয়ান নথিভুক্ত পুলিশের
মিসড কলে মেম্বারশিপ হয় না, তন্ময় প্রশ্নে 'দলের সদস্যদের কষ্টিপাথরে যাচাইয়ে'র তুলনা সেলিমের

বরানগর, 31 অক্টোবর: সোমবারের পর বুধবার! মহিলা সাংবাদিক হেনস্থা-কাণ্ডে বরানগর থানা দ্বিতীয়বার তলব করল সাসপেন্ড হওয়া সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। সূত্রের খবর, পুলিশের তলব পেয়ে বুধবার বিকেল তিনটে নাগাদ বরানগর থানায় পৌঁছন তিনি। এরপর, তদন্তকারী পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি। এরপর বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত দীর্ঘ প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

পুলিশ সূত্রের খবর, হেনস্থা-কাণ্ডে মহিলা সাংবাদিকের নথিভুক্ত বয়ানের সঙ্গে এদিন অভিযুক্ত তন্ময় ভট্টাচার্যের বয়ান মিলিয়ে দেখা হয় । এদিনের পর আগামী 6 নভেম্বর ফের এই বাম নেতাকে তলব করেছে বরানগর থানা। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্র মারফত।

মহিলা সাংবাদিককে হেনস্থা এবং তাঁর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে ইতিমধ্যে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে দলের রাজ‍্য নেতৃত্ব। সে কথা প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তন্ময়কে। যদিও, বারবারই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাসপেন্ড হওয়া এই বর্ষীয়ান নেতা। উল্টে, এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন তন্ময় ভট্টাচার্য। শুধু তাই নয়, পার্টির সিদ্ধান্তও মন থেকে মেনে নিতে পারেননি তিনি বলে জানা গিয়েছে।

সিপিএম সূত্রে খবর, তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে দলের ইন্টারন্যাল কমপ্লেন কমিটি সক্রিয় হয়েছে। তবে,সাসপেন্ড হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দলের এই কমিটি তাঁকে ডেকে পাঠায়নি বলে ফোনে জানিয়েছেন তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, "দলের ইন্টারন্যাল কমপ্লেন কমিটির কাছ থেকে ডেকে পাঠানোর কোনও খবর পাইনি। তবে, আশা করছি দ্রুত তাঁরা ডেকে পাঠাবে। দল এবং পুলিশ দ্রুত তদন্ত শেষ করুক, সেটাই চাইছি।"

মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠার পর সাতদিনের মাথায় ফের তন্ময় ভট্টাচার্যকে বরানগর থানায় তলব করা নিয়ে গুঞ্জন উঠতে শুরু করেছে নানা মহলে ৷ তাহলে পুলিশ কি কড়া পদক্ষেপ করার আগে জল মেপে নিতে চাইছে ? বয়ান ও তথ‍্যপ্রমাণ যাচাই করে দেখার পরেই কী পুলিশ এ বিষয়ে কোনও ব্যবস্থা নেবে ? এরকমই নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে।

যদিও এই বিষয়ে তিনি পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করছেন বলেই দাবি করেছেন তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, "এ দিনও পুলিশ যা জানতে চেয়েছে, তার সবটাই জানিয়েছি। আগামী দিনেও পুলিশের তদন্তে সহযোগিতা করব ।"

আরও পড়ুন
তন্ময়ের পর মহিলা সাংবাদিককে তলব, বয়ান নথিভুক্ত পুলিশের
মিসড কলে মেম্বারশিপ হয় না, তন্ময় প্রশ্নে 'দলের সদস্যদের কষ্টিপাথরে যাচাইয়ে'র তুলনা সেলিমের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.