শিলিগুড়ি, 8 অগস্ট: বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া দীর্ঘ 13 বছর ধরে চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ । বিপাকে ওই বিভাগের পড়ুয়ারা ৷ বিষয়টি জানা মাত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ পাঠাল বার কাউন্সিল অফ ইন্ডিয়া । আগামী সাতদিনের মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে । ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে আইন বিভাগের পড়ুয়াদের মধ্যে । প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে ৷
বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া কীভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন বিভাগ পরিচালনা করছিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তার জবাব তলব করেছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যুগ্ম সম্পাদক নলীন রাজ চতুর্বেদী । সাতদিনের মধ্যে উত্তর না-দিলে অথবা উত্তর সন্তোষজনক না-হলে আগামীতে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে অথবা ওই বিভাগ বন্ধ করা হতে পারে বলে জানানো হয়েছে ৷ কিংবা ক্ষতিপূরণও দিতে হতে পারে । বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রেজিস্ট্রেশন বাবদ বকেয়া রয়েছে প্রায় 45 লক্ষ টাকা । সেই বকেয়া না-মেটানো পর্যন্ত অনুমোদন মিলবে না বলেও জানানো হয়েছে ।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অভিজিৎ ভৌমিক বলেন, "বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া বিহার বার কাউন্সিলে রেজিস্ট্রেশন করাতে গেলে জানা যায় যে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কোনও অনুমোদনই নেই । আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করুক ।"
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দেবাশিস দত্ত বলেন, "এটা ঠিক যে আমাদের কোনও অনুমোদন নেই । তবে আমাদের কোর্স করানোতে কোনও বাধা নেই বলে হাইকোর্ট জানিয়েছে । আর দ্রুত অনুমোদনের জন্য পদক্ষেপ করা হচ্ছে ।"