কলকাতা, 15 এপ্রিল: শেখ শাহজাহানকে ফের 14 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহান ইডি হেফাজতে নিজের দেওয়া বয়ান প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন। কারণ শাহজাহানের দাবি, তার থেকে জোর করে ভয় দেখিয়ে বয়ান নেওয়া হয়েছে । গত শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ তুলে চিঠি লিখেছিল শেখ শাহজাহান। সেই চিঠি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় ৷ সোমবার সেই মামলারই শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে ৷
ইডির কাছে দেওয়া শেখ শাহজাহানের বয়ান অনুযায়ী, শীর্ষ তৃণমূল নেতৃত্বর অনুমোদনে 2016 থেকে 2021 এর মধ্যে 47টি পঞ্চায়েত সমতির এবং 294টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী নিজেই ঠিক করেছিল সন্দেশখালির এই দাপুটে নেতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তথ্যের ভিত্তিতে ব্যাঙ্কশাল আদালতে সওয়াল করেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী ৷ তিনি বলেন, "এর থেকে বোঝা যাচ্ছে শেখ শাহজাহান কতটা ক্ষমতাবান।"
এর আগে শনিবার ব্যাঙ্কশাল আদালতে সন্দেশখালি মামলার শুনানি ছিল । সেখানে শাহজাহানের আইনজীবীর আর্জির বিরোধিতা করেন ইডি-র আইনজীবী অরিজিৎ চক্রবর্তী ৷ তিনি জানান, এই মামলায় কারা সাক্ষী দিয়েছেন তা শাহজাহান জানে। তাই এখন যদি তাকে মুক্তি দেওয়া হয়, তাহলে মামলায় অসুবিধা হবে। শাহজাহানের আয় বহির্ভূত অনেক সম্পত্তি রয়েছে।
অন্যদিকে শাহজাহানের আইনজীবী জাকির হুসেন বিস্ফোরক অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। তিনি আদালতকে জানান, ইডি শাহজাহানকে হুমকি দিয়ে জোর করে বয়ান নিয়েছে। বয়ান না দিলে তাকে তার পরিবারের লোকজনকে মাদক ও মহিলা পাচার মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে ভয় দেখানো হয়েছে। এরপরেই শাহজাহান বয়ান দেয় । এখন শাহজাহান তার দেওয়া বয়ান প্রত্যাহার করতে চাইছে। যদি ইডির আইনজীবী শাহজাহানের আইনজীবীর এই আবেদনকে গুরুত্ব দিতে চাননি । একইসঙ্গে আবেদনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ৷
আরও পড়ুন: