ETV Bharat / state

মৃত বাঁদর-মরা ভালুকের বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছিল বন্যপ্রাণী পাচারকারী? - BSF DETAINS WILDLIFE TRAFFICKER - BSF DETAINS WILDLIFE TRAFFICKER

India Bangladesh Border: সীমান্তে মৃত বাঁদর ও মরা ভালুকের বাচ্চা উদ্ধার ৷ আটক এক বাংলাদেশি পাচারকারী ৷ বাংলাদেশি পাচারকারীকে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে ।

India Bangladesh Border
আটক এক বাংলাদেশি বন্যপ্রাণী পাচারকারী (বিএসএফ)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 10:42 PM IST

কলকাতা, 25 অগস্ট: মৃত বাঁদরও মরা ভালুকের বাচ্চা পাচারের চেষ্টার অভিযোগে বন্যপ্রাণী আইনে এক পাচারকারীকে আটক করল বিএসএফ। শনিবার রাতে দক্ষিণবঙ্গ সীমান্তের উত্তর 24 পরগনার স্বরুপনগর থানার গোবর্ধা বর্ডার পার্টির 102 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফের জওয়ানরা ওই পাচারকারীকে আটক করেছেন। ধৃত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশি পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ সূত্রে খবর, শনিবার রাতে হ্যান্ডহেল্ড থার্মাল ইমেজারে কর্তব্যরত এক জওয়ান 3 চোরাকারবারি বস্তা নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে আসতে দেখন। এক জওয়ান দেখে সকলকে খবর দেন। সঙ্গে সঙ্গে চোরাকারবারীদের চারদিক থেকে ঘিরে ফেলতে উদ্যত হলে দুই চোরাকারবারী কলা বাগান ও ঘন ফসলের সুযোগ নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। একজন চোরাকারবারী ভারতের দিকে ছুটতে থাকে। এলাকাটি ঘিরে ফেলে ভারতীয় সীমান্তে প্রবেশকারী চোরাকারবারিকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে দু'টি বস্তা উদ্ধার হয়। বাজেয়াপ্ত বস্তার ভিতর একটি মৃত বাঁদর ও একটি মরা ভাল্লুকের বাচ্চা পাওয়া যায়।

এর আগেও বিএসএফ বহুবার ভারত-বাংলাদেশ সীমান্তে বন্যপ্রাণী চোরাচালান বানচাল করেছে এবং পাচারকারীদের গ্রেফতার করেছে। বাংলাদেশি চোরাকারবারিরা বারবার ভারতীয় সীমান্ত পেরিয়ে চোরাচালানের চেষ্টা করছে । বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য বলেন, "এই ধরনের গুরুত্বপূর্ণ সংবেদনশীল প্রজাতির বন্যপ্রাণী পাচার প্রতিরোধ করে ভারতের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় বিএসএফ প্রতিশ্রুতিবদ্ধ। অবিরাম সতর্কতা এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে, বিএসএফ অবৈধ বন্যপ্রাণী চোরাচালান প্রতিরোধ এবং বিপন্ন প্রজাতি সংরক্ষণের প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা নেয়।"

কলকাতা, 25 অগস্ট: মৃত বাঁদরও মরা ভালুকের বাচ্চা পাচারের চেষ্টার অভিযোগে বন্যপ্রাণী আইনে এক পাচারকারীকে আটক করল বিএসএফ। শনিবার রাতে দক্ষিণবঙ্গ সীমান্তের উত্তর 24 পরগনার স্বরুপনগর থানার গোবর্ধা বর্ডার পার্টির 102 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফের জওয়ানরা ওই পাচারকারীকে আটক করেছেন। ধৃত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশি পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ সূত্রে খবর, শনিবার রাতে হ্যান্ডহেল্ড থার্মাল ইমেজারে কর্তব্যরত এক জওয়ান 3 চোরাকারবারি বস্তা নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে আসতে দেখন। এক জওয়ান দেখে সকলকে খবর দেন। সঙ্গে সঙ্গে চোরাকারবারীদের চারদিক থেকে ঘিরে ফেলতে উদ্যত হলে দুই চোরাকারবারী কলা বাগান ও ঘন ফসলের সুযোগ নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। একজন চোরাকারবারী ভারতের দিকে ছুটতে থাকে। এলাকাটি ঘিরে ফেলে ভারতীয় সীমান্তে প্রবেশকারী চোরাকারবারিকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে দু'টি বস্তা উদ্ধার হয়। বাজেয়াপ্ত বস্তার ভিতর একটি মৃত বাঁদর ও একটি মরা ভাল্লুকের বাচ্চা পাওয়া যায়।

এর আগেও বিএসএফ বহুবার ভারত-বাংলাদেশ সীমান্তে বন্যপ্রাণী চোরাচালান বানচাল করেছে এবং পাচারকারীদের গ্রেফতার করেছে। বাংলাদেশি চোরাকারবারিরা বারবার ভারতীয় সীমান্ত পেরিয়ে চোরাচালানের চেষ্টা করছে । বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য বলেন, "এই ধরনের গুরুত্বপূর্ণ সংবেদনশীল প্রজাতির বন্যপ্রাণী পাচার প্রতিরোধ করে ভারতের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় বিএসএফ প্রতিশ্রুতিবদ্ধ। অবিরাম সতর্কতা এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে, বিএসএফ অবৈধ বন্যপ্রাণী চোরাচালান প্রতিরোধ এবং বিপন্ন প্রজাতি সংরক্ষণের প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা নেয়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.