ETV Bharat / state

রক্তাক্ত ওপার বাংলা ! আতঙ্কিত বিশ্বভারতীর বাংলাদেশি পড়ুয়ারা - Bangladesh Job Quota Protest

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 10:51 AM IST

Bangladesh Protest: সরকারি চাকরিতে সংরক্ষণ পদ্ধতির সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ ৷ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন প্রায় 25 জন ৷ দেশের ভয়াল পরিস্থিতে চিন্তায়-আতঙ্কে দিন কাটছে বিশ্বভারতীর বাংলাদেশি পড়ুয়াদের ৷

Bangladesh Protest
আতঙ্কিত বিশ্বভারতীর বাংলাদেশী পড়ুয়ারা (ইটিভি ভারত)

শান্তিনিকেতন, 19 জুলাই: সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ । বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন আরও 18 জন ৷ সবমিলিয়ে মৃতের সংখ্যা 25 ছুঁয়েছে ৷ দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে আতঙ্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পড়ুয়ারা ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘রক্তপাত বন্ধে’র কাতর আর্জি জানিয়েছেন তাঁরা ৷

আতঙ্কিত বিশ্বভারতীর বাংলাদেশী পড়ুয়ারা (ইটিভি ভারত)

বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ্বভারতীতে বহু পড়ুয়া আসেন । বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে শান্তিনিকেতন বাংলাদেশ ভবন পর্যন্ত রয়েছে ।সামাজিক মাধ্যম, পরিজনের কাছ থেকে আসছে একের পর এক পরিচিতের মৃত্যু, সংঘর্ষে আহত হওয়া কিংবা অগ্নিসংযোগের খবর ৷ তারমধ্যেই বেশ কিছু জায়গায় বন্ধ ইন্টারনেট সংযোগ ৷ ফলে অনেকে পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারছেন না । রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে পড়শি দেশের পড়ুয়াদের ।

বিশ্বভারতীর পড়ুয়াদের মধ্যে কথা ঘোষ, অমৃতা সরকার, শ্রাবণী সায়ন্তনীরা বলেন, ‘‘দেশের পরিস্থিতি কি তা বলার ভাষা নেই । কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন ভাই হারিয়েছে । আমরা আর মৃত্যু চাই না ৷ ভয়াবহ পরিস্থিতি । সোশাল মিডিয়ায়, পরিজনের কাছ থেকে এপার বাংলায় বসেই যাবতীয় খবর পাচ্ছি । সোনার বাংলা ভালো নেই ৷ প্রধানমন্ত্রীর কাছে আর্জি রক্তপাত বন্ধ হোক, দ্রুত পড়ুয়াদের দাবি মেনে নেওয়া হোক ৷ আমরা সত্যিই সব খবর শুনে মর্মাহত ।’’

BANGLADESH JOB QUOTA PROTEST
অনেকে পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারছেন না (ফেসবুক পোস্ট)

পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না অনেকে ৷ বিশ্বভারতীর আরেক বাংলাদেশী ছাত্রী দীপা সাহা সোশাল মিডিয়ায় পোস্ট করেন যে, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না । তিনি বলেন, ‘‘দেশের পরিস্থিতি খুবই খারাপ । মৃত্যুর খবর আসছে ৷ দীর্ঘক্ষণ ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না ৷ খুব চিন্তায় ও আতঙ্কে আছি । ভালো লাগছে না কিছুই ।’’

প্রসঙ্গত, বাংলাদেশে প্রতি বছর প্রায় চার লক্ষ গ্র্যাজুয়েটদের জন্য প্রায় 3 হাজার সরকারি চাকরি খোলা হয় । সরকারি চাকরির 56 শতাংশ বর্তমান কোটা পদ্ধতিতে সংরক্ষিত । সর্বাধিক 30 শতাংশ 1971 সালের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য, 10 শতাংশ অনগ্রসর প্রশাসনিক জেলাগুলির জন্য, 10 শতাংশ মহিলাদের জন্য, 5 শতাংশ জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর জন্য এবং এক শতাংশ শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত । আন্দোলনকারীদের দাবি, এই সংরক্ষণের ফলে মেধা ছাত্রছাত্রীরা চাকরিতে যথেষ্ঠ সুযোগ পান না ৷

BANGLADESH QUOTA MOVEMENT
রক্তাক্ত ওপার বাংলা (ইটিভি ভারত)

ফলে সরকারি চাকরিতে সংরক্ষণ পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলন অব্যহত বাংলাদেশে ৷ প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নামে । ধীরে ধীরে আন্দোলন বৃহত্তর আকার ধারণ করে ৷ ঢাকা-সহ রংপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম প্রভৃতি জায়গায় ছড়িয়ে পড়ে আন্দোলন । পরিস্থিতি সামাল দিতে আধা-সামরিক বর্ডার গার্ড নামিয়েছে শেখ হাসিনার সরকার ৷ অভিযোগ, আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগের ছাত্র সংগঠনের সদস্যরাও হামলা চালিয়েছে ৷ ফলে ক্রমশ আরও খারাপ হয়েছে পরিস্থিতি ৷

শান্তিনিকেতন, 19 জুলাই: সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ । বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন আরও 18 জন ৷ সবমিলিয়ে মৃতের সংখ্যা 25 ছুঁয়েছে ৷ দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে আতঙ্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পড়ুয়ারা ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘রক্তপাত বন্ধে’র কাতর আর্জি জানিয়েছেন তাঁরা ৷

আতঙ্কিত বিশ্বভারতীর বাংলাদেশী পড়ুয়ারা (ইটিভি ভারত)

বাংলাদেশ থেকে প্রতি বছর বিশ্বভারতীতে বহু পড়ুয়া আসেন । বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে শান্তিনিকেতন বাংলাদেশ ভবন পর্যন্ত রয়েছে ।সামাজিক মাধ্যম, পরিজনের কাছ থেকে আসছে একের পর এক পরিচিতের মৃত্যু, সংঘর্ষে আহত হওয়া কিংবা অগ্নিসংযোগের খবর ৷ তারমধ্যেই বেশ কিছু জায়গায় বন্ধ ইন্টারনেট সংযোগ ৷ ফলে অনেকে পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারছেন না । রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে পড়শি দেশের পড়ুয়াদের ।

বিশ্বভারতীর পড়ুয়াদের মধ্যে কথা ঘোষ, অমৃতা সরকার, শ্রাবণী সায়ন্তনীরা বলেন, ‘‘দেশের পরিস্থিতি কি তা বলার ভাষা নেই । কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন ভাই হারিয়েছে । আমরা আর মৃত্যু চাই না ৷ ভয়াবহ পরিস্থিতি । সোশাল মিডিয়ায়, পরিজনের কাছ থেকে এপার বাংলায় বসেই যাবতীয় খবর পাচ্ছি । সোনার বাংলা ভালো নেই ৷ প্রধানমন্ত্রীর কাছে আর্জি রক্তপাত বন্ধ হোক, দ্রুত পড়ুয়াদের দাবি মেনে নেওয়া হোক ৷ আমরা সত্যিই সব খবর শুনে মর্মাহত ।’’

BANGLADESH JOB QUOTA PROTEST
অনেকে পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারছেন না (ফেসবুক পোস্ট)

পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না অনেকে ৷ বিশ্বভারতীর আরেক বাংলাদেশী ছাত্রী দীপা সাহা সোশাল মিডিয়ায় পোস্ট করেন যে, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না । তিনি বলেন, ‘‘দেশের পরিস্থিতি খুবই খারাপ । মৃত্যুর খবর আসছে ৷ দীর্ঘক্ষণ ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না ৷ খুব চিন্তায় ও আতঙ্কে আছি । ভালো লাগছে না কিছুই ।’’

প্রসঙ্গত, বাংলাদেশে প্রতি বছর প্রায় চার লক্ষ গ্র্যাজুয়েটদের জন্য প্রায় 3 হাজার সরকারি চাকরি খোলা হয় । সরকারি চাকরির 56 শতাংশ বর্তমান কোটা পদ্ধতিতে সংরক্ষিত । সর্বাধিক 30 শতাংশ 1971 সালের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য, 10 শতাংশ অনগ্রসর প্রশাসনিক জেলাগুলির জন্য, 10 শতাংশ মহিলাদের জন্য, 5 শতাংশ জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর জন্য এবং এক শতাংশ শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত । আন্দোলনকারীদের দাবি, এই সংরক্ষণের ফলে মেধা ছাত্রছাত্রীরা চাকরিতে যথেষ্ঠ সুযোগ পান না ৷

BANGLADESH QUOTA MOVEMENT
রক্তাক্ত ওপার বাংলা (ইটিভি ভারত)

ফলে সরকারি চাকরিতে সংরক্ষণ পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলন অব্যহত বাংলাদেশে ৷ প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নামে । ধীরে ধীরে আন্দোলন বৃহত্তর আকার ধারণ করে ৷ ঢাকা-সহ রংপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম প্রভৃতি জায়গায় ছড়িয়ে পড়ে আন্দোলন । পরিস্থিতি সামাল দিতে আধা-সামরিক বর্ডার গার্ড নামিয়েছে শেখ হাসিনার সরকার ৷ অভিযোগ, আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগের ছাত্র সংগঠনের সদস্যরাও হামলা চালিয়েছে ৷ ফলে ক্রমশ আরও খারাপ হয়েছে পরিস্থিতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.