মালদা, 4 এপ্রিল: ভোট বাজারে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক পাচারকারীরাও ৷ বুধবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশির ৷ ঘটনাটি ঘটেছে, হবিবপুর থানার ইটাঘাটি সীমান্তে ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা সাত থেকে আট রাউন্ড গুলি চলার আওয়াজ শুনতে পেয়েছেন ৷
গুলি শুধু বিএসএফ চালিয়েছে নাকি পাচারকারীরাও তা নিয়ে অবশ্য তাঁরা সঠিকভাবে কিছু বলতে পারেননি ৷ বিএসএফের তরফেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ নদী-সহ ভৌগোলিক কিছু সমস্যায় হবিবপুর থানার বেশ কিছু অংশে ভারত-বাংলাদেশ সীমান্তে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি ৷ এই থানার টিকাপাড়া থেকে আগ্রা হরিশ্চন্দ্রপুর পর্যন্ত প্রায় 16 কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ অরক্ষিত ৷ সেই সুযোগকেই কাজে লাগায় পাচারকারীরা ৷
বিশেষত, উৎসব কিংবা নির্বাচন মরশুমে তারা বেশি সক্রিয় হয়ে ওঠে ৷ বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাতেও জাজইল গ্রাম পঞ্চায়েতের নবধরম গ্রামের ইটাঘাটি সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশি গরু পাচারকারী এদেশে ঢুকে পড়ে ৷ গরু ও মহিষ নিয়ে সেদেশে ফেরার সময় তাদের বাধা দেন 159 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ কিন্তু পাচারকারীরা তাতে পাত্তা না-দিয়ে উলটে জওয়ানদের উপরেই হামলা চালানোর চেষ্টা করে ৷ পরিস্থিতি বুঝে গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা ৷
গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশির মৃত্যু হলেও বাকিরা পালিয়ে যায় ৷ ঘটনাস্থল থেকে চারটি গরু ও চারটি মহিষ উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী ৷ এই ঘটনায় বিএসএফের তরফে হবিবপুর থানায় অভিযোগ জানানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ নিহত বাংলাদেশির নাম সাইফুল শেখ ৷ বাড়ি সীমান্তের ওপারে রতনপুর গ্রামে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ বিএসএফের তরফে গোটা ঘটনাটি বর্ডার গার্ড অফ বাংলাদেশকে জানানো হচ্ছে ৷ এই ঘটনার পর সীমান্ত এলাকায় পুলিশি নিরাপত্তা আরও বাড়ানো হবে ৷
আরও পড়ুন: