কলকাতা, 7 সেপ্টেম্বর: বাংলাদেশ পুলিশের ইস্যু করা 43টি পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাজেয়াপ্ত করল বিএসএফ ৷ ইতিমধ্যে সমস্ত বাজেয়াপ্ত বাংলাদেশি পাসপোর্টগুলো যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেঁতুলিয়া কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে । বিএসএফের অনুমান, পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবৈধ অভিবাসন বা মানব পাচারের জন্য ব্যবহার করা হতে পারে । তা না হলে কেন নদীপথে বস্তায় দড়ি দিয়ে পাসপোর্টে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়ার চেষ্টা হবে ।
জানা গিয়েছে, নদীতে ভাসছিল একটি সাদা বস্তা । তা আবার দড়ি দিয়ে বাঁধা ছিল । কিছু সময় অন্তর সেই বস্তা বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছিল । শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার জেলার স্বরূপণনগর থানার সোনাই নদীতে । ভারত-বাংলাদেশ সীমান্ত সোনাই নদীতে টহল দেওয়ার সময় এই বস্তাটি দেখতে পান কর্তব্যরত বিএসএফ জওয়ানরা । তড়িঘড়ি ওই বস্তাটি উদ্ধার করে সেনা জওয়ানেরা ৷ তারপর সেটিকে সেনা ছাউনিতে নিয়ে আসা হয় । পরে সেই বস্তা খুলতেই চোখ কপালে ওঠে বিএসএফ আধিকারিকদের । বস্তা থেকেই বাংলাদেশ পুলিশ কর্তৃক ইস্যু করা 43টি বাংলাদেশি পাসপোর্ট এবং 6টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যায় । সেগুলো বাজেয়াপ্ত করে বিএসএফ ৷
দক্ষিণ বেঙ্গল সীমান্তের জনসংযোগ আধিকারিক বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের মতো অপরাধ বন্ধে বিএসএফ জওয়ানেরা দিনরাত কাজ করে যাচ্ছে এবং তাই এ ধরনের অপরাধে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে । এর ফলে চোরাকারবারীদের পরিকল্পনা বারবার নস্যাৎ করা হয়েছে ৷ খারাপ উদ্দেশ্য নিয়ে চলা কোনও চোরাকারবারীকে রেহাই দেওয়া হবে না । বিএসএফ আন্তর্জাতিক সীমান্তের অখণ্ডতা বজায় রাখতে এবং মানব পাচার, চোরাচালান এবং অবৈধ অভিবাসনের মতো কার্যকলাপকে ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ ।"